পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©☾ জৈবধৰ্ম্ম [ পঞ্চত্রিংশৎ গোস্বামী। শরীরের কোন অনিৰ্ব্বচনীয় রূপকে ‘মাধুর্য্য' বলে । বিজয় । মাৰ্দ্দব কি ? গোস্বামী । কোমল বস্তুর সংস্পর্শে অসহিষ্ণুতা ধৰ্ম্মকে ‘মাৰ্দ্দব’ বলা যায় । মাৰ্দ্ধব উত্তম, মধ্যম, কনিষ্ঠ-ভেদে তিন প্রকার । বিজয় । প্রভো, গুণসকল বুঝিতে পারিলাম । এখন নাম কি তাহা ও আজ্ঞা করুন । গোস্বামী । রসভাবগর্ভ রাধাকৃষ্ণাদি নামই নাম । বিজয়। তাঙ্গাও বুঝিলাম ; এখন চরিত কিরূপ বলুন। গোস্বামী । চরিত দুই প্রকার ; অনুভাব ও লীলা । বিভাব সমাপ্ত হইলে অকুভাব বণিত হইবে । বিজয় । তবে এখন লীলাই বর্ণন করুন। গোস্বামী। চারুক্রীড়া, নৃত্য, বেণুবাদন, গো-দোহন, পৰ্ব্বত হইতে গো-গণকে ডাকা, এবং গমনাদিকে ‘লীলা’ বলা যায় । বিজয় । চারুক্রীড়া কিরূপ ? গোস্বামী । রাসলীলা, কন্দুক-খেলা ইত্যাদি অনন্ত মনোহর ক্রীড়া । বিজয় । মণ্ডন কতপ্রকার । গোস্বামী । বস্ত্র, ভূষণ, মাল্য এবং অনুলেপন, এই চারিপ্রকার ‘মগুন” পিজয় । সম্বন্ধী কি ? গোস্বামী । লগ্ন অর্থাৎ সংযুক্ত এবং সন্নিহিত ভেদে সম্বন্ধি দ্রব্য দুই প্রকার । বিজয় । লগ্ন কি কি ? গোস্বামী। বংশীরব, শৃঙ্গ ধ্বনি, গীত, সৌরভ, ভূষণশব্দ, চরণচিহ্ন, বীণারব ও শিল্পকৌশল ইত্যাদি লগ্ন সম্বন্ধ । বিজয় । বংশীরব কিরূপ ?