পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার QWっめ গোস্বামী । প্রিয়দর্শন, প্রিয়শ্রবণ, অপ্রিয়দর্শন, অপ্রিয়শ্রবণ হইতে

  • আবেগ অর্থাৎ চিত্তের বিভ্ৰমজনিত ইতিকর্তব্যবিমূঢ়তা জন্মে।

• বিজয় । উন্মাদ কি হইতে জন্মে ? গোস্বামী । প্রৌঢ়ানন্দ ও বিরহ হইতে ‘উন্মাদ’ জন্মে । বিজয় । অপস্মার কিরূপ ? গোস্বামী । দুঃখজনিত ধাতুবৈষম্য হইতে উৎপন্ন চিত্তবিপ্লবই • • অপস্মাব’ । বিজয় । ব্যাধি কিরূপে জন্মে ? গোস্বামী। জরাদি প্রতিরূপ বিকারই ব্যাধি’ | চিন্তা উদ্বেগাদি হইতে তাহ জন্মে । বিজয় । মোত কি ? গোস্বামী। হৃন্ম ঢ়তাই ‘মোহ । তাহ হর্ষ, বিশ্লেষ, বিষাদ হইতে জন্মে । বিজয় । মৃতি কিরূপ ? গোস্বামী । এ রসে মৃত্যু সাক্ষাৎ নাই। মৃত্যুর উষ্ঠমমাত্রই ঘটিয়া xথাকে । বিজয় । আলস্য কিরূপ ? গোস্বামী । এ রসে আলস্য সাক্ষাৎ নাই । শক্তি থাকিতেও অশক্তি ছল করার নাম ‘আলন্ত’। তাহা কৃষ্ণসেবাদতে নাই। তাহা গৌণরূপে প্রতিপক্ষে আছে । বিজয় । জাড্য কি হইতে হয় ? গোস্বামী। ইষ্টশ্রবণ, ইষ্টদর্শন, অনিষ্টদর্শন ও বিরস্থ হইতে *জাড্য’ হয় । বিজয় । ব্রীড়া অর্থাৎ লজ্জা কি হইতে হয় ? VIV