পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম [ পঞ্চত্রিংশৎ جول\?) গোস্বামী । নবীন সঙ্গম, অকাৰ্য্য, স্তব, অবজ্ঞা হইতে ‘ব্রীড়া’ হয় । বিজয় । অবহিথ কি হইতে জন্মে ? গোস্বামী । ‘অবচিখ বা আকার গোপন করা, কাপটা, লজ্জা, দাক্ষিণ্য, ভয় ও গৌরব হইতে হয় । বিজয় । স্মৃতি কি কষ্টতে হয় ? গোস্বামী। পূৰ্ব্বানুভূত অর্থ প্রতীতিরূপ স্মৃতিসদৃশ দর্শন ও দৃঢ়াভ্যাস হইতে হয় । বিজয় । বিতর্ক কি হইতে হয ? গোস্বামী । বিমর্শ ও সংশয় হইতে ‘বিতর্ক জন্মে । বিজয়। চিস্তা কি ? গোস্বামী। ইষ্ট্রের অপ্রাপ্তি ও অনিষ্টের আশা হইতে ‘চিন্তা’ হয়। বিজয় । মতি কি ? গোস্বামী। বিচারোদিত অর্থনিদ্ধারণই ‘মতি’ । বিজয় । ধৃতি কি ? গোস্বামী । মনের স্থৈৰ্য্যই ‘বৃতি' । তাহা দুঃখভাব ও উত্তম লাভ• হইতে জন্মে। বিজয় । হর্ষ কি ? গোস্বামী। অভীষ্ট দর্শন ও অভীষ্ট লাভ হইতে যে প্রসন্নত হয়, তাহাই হর্ষ । বিজয় । ঔৎসুক্য কি ? গোস্বামী। ইষ্টদর্শনের স্পৃহা ও ইষ্টপ্রাপ্তিস্পৃহা হইতে ঔংস্থক্য হয়। বিজয় । ঔগ্র্য কি ? গোস্বামী। চণ্ডতার নাম "ঔগ্র্য' । তাহা তোমাকে বলিয়াছি-- এ রসে নাই ।