পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রস-বিচার QWෂථ বিজয় । অমর্ষ কি ? গোস্বামী। অধিক্ষেপ ও অপমানজনিত অসহিষ্ণুতাই ‘অমর্ষ । বিজয় । অস্থয়া কি ? গোস্বামী। পবের সৌভাগ্যে বিদ্বেষ। তাহা সৌভাগ্য ও গুণ হইতে হয । বিজয় । চাপল কি হইতে হয ? গোস্বামী। চিত্তলাঘবকে ‘চাপল' বলে। তাহা রাগ ও দ্বেষ হইতে হয়৷ বিজয় । নিদ্রা কিসে হয় ? গোস্বামী । ক্লম হইতেই "নিদ্র।’ । বিজয় । সুপ্তি কি ? গোস্বামী। স্বপ্নই ‘মুপ্তি’ । বিজয় । বোধ কি ? গোস্বামী। নিদ্রা-নিবৃত্তিই “বোপ । I বাবা বিজয, এই সকল ব্যভিচারী ভাব ছাড়া উৎপত্তি, সন্ধি, শাবল্য ও শাস্তি চারিট দশা আছে। ভাবসম্ভবই উৎপত্তি। দুই ভাবের একত্রীকরণই ‘ভাবসন্ধি’। একই প্রকার দুই স্বরূপের সন্ধির নাম ‘স্বরূপসন্ধি । পৃথক পৃথক্ স্বরূপের সন্ধির নাম “ভিন্নসন্ধি’ । বহুভাব মিশ্রিত হইলে “ভাবশাবল্য’ হয় । ভাবের লয় হইলে ‘ভাবশাস্তি’ হয় । বিজয় এখন মধুর রসের বিভাব, অমৃভাব, সাত্বিক ভাব ও ব্যভিচারী ভাব শ্রবণ করিয়া রসের সামগ্ৰী সমস্তই অবগত হইলেন। চিত্ত প্রেমে মগ্ন হষ্টয়াছে। প্রেম অস্ফুট। তাহা বুঝিতে পারিয়া গুরুদেবের চরণে কাদিয়া কাদিয়া বলিতে লাগিলেন—প্রভো, আমার চিত্তে প্রেম এখন কি অস্ফুট রহিয়াছে ? কৃপা করিয়া বলুন। গোস্বামী কহিলেন,—আগামী কল্য তুমি প্রেমতত্ত্ব জানিতে পারিবে। গ্রেমসামগ্ৰী