পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ፃ8 জৈবধৰ্ম্ম [ ষট্ত্রিংশৎ উদাহরণ এই জন্তই করা হয়। উদাত্ত ও ললিত-ভেদে মৈত্র ও সখ্য স্বসঙ্গত হইতেছে। আবার তাহাদিগকে মুমৈত্র ও মুসখ্য বলিয়া প্রণয়ে বিচারিত হয়। श्ध्र ! বিজয়। রাগ কি লক্ষণ ? গোস্বামী। প্রণয়ের উৎকর্ষপ্রযুক্ত অতিশয় দুঃখও মুখরূপে প্রতীক্ত সেইরূপ প্রণয়ই “রাগ’ । বিজয় । রাগ কতপ্রকার ? গোস্বামী। নীলিমা-রাগ ও রক্তিমা-রাগ, এই দুইপ্রকার । বিজয় । নীলিমা-রাগ কয়-প্রকার ? গোস্বামী। নীলী-রাগ ও শু্যামা-রাগ-ভেদে নীলিমী দুষ্টপ্রকার। বিজয় । নীলীরাগ কি প্রকার ? গোস্বামী । যে রাগের ব্যয়-সম্ভাবনা নাই এবং যাহা বাহে অতিশয় প্রকাশমান হইয়া স্বলগ্নভাবসকলকে আবরণ করে, তাহাই নীল রাগ । সেই এবং রাগ চন্দ্রাবলী ও কৃষ্ণের মধ্যে লক্ষিত হয় । বিজয় । শু্যামারাগ কি ? গোস্বামী । নীলীরাগ হইতে ভীরুতার ঔষধসেকাদিদ্বারা প্রকাশশীল বিলম্ব্যসাধ্য যে রাগ, তাহাই খামারাগ। বিজয় । রক্তিমা-রাগ কতপ্রকার ? গোস্বামী । কুমুম্ভ ও মঞ্জিষ্ঠাসম্ভব রাগ-ভেদে রক্তিম দুই প্রকার। বিজয় । কুমুম্ভরাগ কি প্রকার ? গোস্বামী । যে রাগ অন্ত রাগের কাস্তি প্রকাশ করিয়া স্বয়ং চিত্তে, সংসত্ত হইয়া শোভা পায়, তাহাই কুমুম্ভরাগ। আধারবিশেষে কৌমুম্ভরাগ স্থির হয়। কৃষ্ণপ্রণয়ী জনে ইহা মঞ্জিণ্ঠমিশ্র হওয়ায় কখনও মান হয়। বিজয় । মাঞ্জিষ্ঠরাগ কিরূপ ?