পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ዓ\) জৈবধৰ্ম্ম [ ষটুত্রিংশৎ গোস্বামী। বিজয়, ব্রজরগচিত্রবিষয়ে আমি অতিশয় ক্ষুদ্র । আমি •কোথায় এবং মহাভাব বর্ণনষ্ট বা কোথায় ! তবে শ্রীরূপ গোস্বামী এবং পণ্ডিত গোস্বামীর কৃপাশিক্ষাক্রমে এবং শ্রীরূপের নির্দেশমতে আমি স্বাহ বলিতেছি, তুমি ঠাহাদের কৃপায় তাহ অনুভব কর । যাবদাশ্রয়বৃত্তিরূপে অনুরাগ স্বয়ং বেদ্যদশাকে প্রাপ্ত হইয়া প্রকাশিত হইলে তিনিই ভাব বা মহাভাব হন । বিজয়। প্রভো, আমি অতিশয় দীন ও অজ্ঞ জিজ্ঞাস্ক। আমি যাহাতে হৃদয়ঙ্গম করিতে পারি, সেইরূপে মহাভাবের লক্ষণ করুন। গোস্বানী। শ্রীবাধিক। অমুরাগের আশ্রয় এবং কৃষ্ণ তাহার বিষয। শ্ৰীনন্দনন্দন মূৰ্ত্তিমান শৃঙ্গাররূপে বিষয়-তত্ত্বের ইয়ত্তা । শ্রীরাধা আশ্রয়তত্বের ইয়ত্তা। তাহার অনুবাগই স্থায়ী ভাব ; সেই অমুরাগ তাহার ইয়ত্তা বা চরম সীমা পৰ্য্যস্ত প্রাপ্ত হইয়া যাবদাশ্রয়বৃত্তি হয় এবং সেই অবস্থায় স্বয়ং বেদ্যদশা অর্থাৎ তৎপ্রেয়সীজনবিশেষের সংবেদ্য দশা প্রাপ্ত হইয়া যথাবসর মুদ্দীপ্তাদি সাত্ত্বিকভাবের দ্বারা প্রকাশমান হয়। তৎ অবস্থাগত অনুরাগ মহাভাব হয় । বিজয় । আহা ! মহাভাব ! মহাভাব ! আজি মহাভাব কি তাহা একটু অমুভব করিলাম। সকল ভাণের চরম সীমাই মহাভাব। এই মহাভাবের উদাহরণ কিছু আজ্ঞা হয়ত কর্ণ জুড়ায়। গোস্বামী। ধন্ত বিজয় ! রাধারা ভবতশ্চ চিত্তজতুনী ম্বেদৈবিলাপ্য ক্ৰমাৎ যুজন্নদ্রিনিকুঞ্জকুঞ্জরপতে নিধুতি-ভেদভ্রমম্। চিত্রায় স্বয়মম্ববঞ্জয়দিহ ব্ৰহ্মাওহৰ্ম্ম্যোদরে ভূয়োডিনবরাগহিজুলতরৈঃ শৃঙ্গারকারুকৃতী ॥ এই শ্লোকটাই মহাভাবের উদাহরণ । বৃন্দাদেবী কৃষ্ণকে বলিতেছেন,—