পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম [ সপ্তত্রিংশৎ و& بو#&& আলিঙ্গনাদি, তাহার অভাবে যে ভাব প্রকৃষ্টরূপে উদিত হয়, তাছাই সম্ভোগের উন্নতিকারক বিপ্ৰলন্ত নামক ভাববিশেষ। বিপ্রলম্ভের অর্থ বিরহ বা বিয়োগ । বিজয়। বিপ্ৰলম্ভ কিরূপে সম্ভোগের উন্নতি করেন ? গোস্বামী। রঞ্জিত বস্ত্রে পুনরায় রং দিলে যেরূপ রাগবৃদ্ধি হয়, তদ্রুপ বিরহদ্বারা পুন: সম্ভোগের রসোৎকর্ষ হয়। বিপ্ৰলন্ত ব্যতীত সম্ভোগেব পুষ্টি হয় না। বিজয় । বিপ্ৰলম্ভ কতপ্রকার । গোস্বামী। পূৰ্ব্বারাগ, মান, প্রেমবৈচিত্র্য ও প্রবাস এই চতুৰ্ব্বিধ বিপ্ৰলন্ত । বিজয়। পূৰ্ব্বরাগ কি ? গোস্বামী। যুৱকযুবতার পরম্পর সঙ্গমের পূৰ্ব্বে যে দর্শন ও শ্রবণাদিজাত রতি উন্মীলিত হয়, তাতাই পূৰ্ব্বরাগ। বিজয় । দর্শন কতপ্রকার ? গোস্বামী। কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করা, চিত্রপটে তাহাব রূপ দেখা এবং স্বপ্নে তাহাকে দেখাকে ‘দর্শন’ বলা যায়। বিজয় । শ্রবণ কতপ্রকার ? গোস্বামী। স্ততিপাঠকবন্দী, সর্থী ও দূতা ইহাদের মুখে এবং গীতাদি হইতে যাহা শুনা যায়, তাহাই শ্রবণ । বিজয় । এই রতির উৎপত্তি কি হইতে হয় ? গোস্বামী। পূৰ্ব্বে অভিযোগাদি কয়েকটা রতি জন্মের চেতু নির্দেশ করা হইয়াছে, পূর্বরাগেও সেইসকলকে হেতু বলা যায়। বিজয়। ব্ৰজনায়কনায়িকার মধ্যে কাগর পূর্বরাগ প্রথমে হয় ? গোস্বামী । ইহাতে অনেক বিচার। সাধারণ স্ত্রীপুরুষের মধ্যে