পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@bザ , জৈবধৰ্ম্ম । সপ্তত্রিংশৎ বিজয় । উদ্বেগ কি ? গোস্বামী। মনের চঞ্চলতাই উদ্বেগ । টঙ্কাতে দীর্ঘনিঃশ্বাস, চপলতা স্তম্ভ, চিত্ত, অশ্রী, বৈবর্ণ ও স্বেদাদি উদিত হয । বিজয় । জাগর্য্যার অর্থ নিদ্রাক্ষয় । তাহাতে স্তম্ভ, শোষ ও রোগাদি উৎপন্ন হয় । বিজয় । তানব কি ? গোস্বামী। শরীবের কৃশতাই তানব। ইহাতে দৌৰ্ব্বল্য ও শিরোভ্ৰমাদি হয়। কোন কোন ব্যক্তি তানবস্থানে ‘বিলাপ পাঠ আrছ বলেন । বিজয় । জড়িমা কি ? গোস্বামী । ইষ্টানিষ্ট পরিজ্ঞানের অভাব, প্রশ্ন করিলে অমুত্তর এবং দর্শন ও শ্রবণশক্তির অভাব হইলে ‘জড়িমা’ হয়। বিজয় । বৈয়গ্র্য কি ? গোস্বামী । ভাবগাম্ভীর্য্যের বিক্ষোভ এরং অসহতাকে ‘লৈয়গ্র্য’ বলা যায়। ইহাতে বিবেক, নিৰ্ব্বেদ, খেদ ও অস্ত্যা থাকে। বিজয় । ব্যাধি কি ? গোস্বামী । অভীষ্টের আলাভে দেচের পাণ্ডুতা ও উত্তাপ-লক্ষণ ব্যাধি । শীতস্পৃহা, মোহ, নিঃশ্বাস-পাতনাদি ইহাতে থাকে। বিজয়। উন্মাদ কি ? গোস্বামী। সৰ্ব্বস্থানে, সৰ্ব্বাবস্থায়, সকল সময়ে তন্মনস্কত্বনিবন্ধনঅন্ত বস্তুতে সেষ্ট বস্তু বলিয়া যে ভ্রাপ্তি, তাহাই ‘উন্মাদ । ষ্টষ্টদ্বেষ, নিঃশ্বাস নিমেষ এবং বিরহাদি ইহাতে সম্ভব হয় । বিজয় । মোহ কিরূপ ? গোস্বামী । চিত্তের বিপরীত গতিকে ‘মোহ’ বলেন । নিশ্চলত ও পতন ইহাতে ঘটে।