পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] শঙ্গার রসবিচার ¢Sማ গোস্বামী। কৃষ্ণের লীলাবিশেষ যাহা স্বপ্নে প্রাপ্ত হওয়া যায়, তাহা গৌণ। সামান্ত ও বিশেষ-ভেদে স্বপ্ন দুইপ্রকার ; সুতরাং গৌণ সম্ভোগও দুষ্টপ্রকার। ব্যভিচারী ভাবের মধ্যে যে স্বপ্ন, তাহাই সামান্ত । বিশেষস্বপ্নসম্ভোগ জাগর্য্যা হইতে অস্তুতরূপে নিৰ্ব্বিশেষ। অর্থাৎ জাগর্য্যাসম্ভোগ যেরূপ সেইরূপ । এই রস ভাবোৎকণ্ঠাময় পূৰ্ব্বোক্ত স্বপ্ন সংক্ষিপ্ত, স্বপ্ন সংকীর্ণ, স্বপ্ন সম্পন্ন ও স্বপ্ন সমৃদ্ধিমান রূপ চারিপ্রকার ভেদ ইহাতেও আছে । বিজয় । স্বপ্নে বস্তুতঃ কোন ঘটনা হয় না । তাহাতে কিরূপে সমৃদ্ধিমান সম্ভোগের সম্ভোগ হয় ? গোস্বামী। জাগর ও স্বপ্নের স্বরূপ একই প্রকার । উষা ও অনিরুদ্ধের যেরূপ অবাধিত স্বপ্ন, তদ্রুপ কৃষ্ণ ও কৃষ্ণপ্রিয়দিগেরও অবাধিত স্বপ্ন আছে। সুতরাং সিদ্ধভক্তদিগের পরমাস্তৃত স্বপ্নে জাগরের স্তায় ভূষণাদিপ্রাপ্তি দেখা যায়। স্বপ্নও দুইপ্রকার। জাগরায়মান স্বপ্ন এবং স্বপ্নায়মান জাগর। সমাধিরূপ চতুর্থ অবস্থ৷ অতিক্রম করিয়া প্রেমময়ী পঞ্চমাবস্থাপ্রাপ্ত গোপীদিগের যে স্বপ্ন, তাহা রজো গুণজনিত স্বপ্নের দ্যায় নয় ; অর্থাৎ তাঙ্গাদের স্বপ্ন অপ্রাকৃত, নিগুণ ও পরম সত্য। অতএব কৃষ্ণের বিলাস এইরূপ অদ্ভুত বিচিত্র স্বপ্নবিলাসে প্রিয়াদিগকে স্বপ্ন সম্ভোগ করান। বিজয় । সম্ভোগের বিশেষ নিরূপণ করুন। গোস্বামী। সম্ভোগের বিশেষ এই সকল। সন্দর্শন, জল্প, স্পর্শন, বস্মরোধন, পথ বন্ধ করা, রাস, বৃন্দাবনক্রীড়া, যমুনাজলকেলি, নৌকাখেলা, পুপচৌধ্যলীলা ঘট ( দানলীলা), কুঞ্জে মুকাচুরি-খেল, মধুপান, কঞ্চের স্ত্রীবেশধারণ, কপট নিদ্রা, মৃতক্রীড়া, বস্ত্রাকৰণ চুম্বন, আলিঙ্গন, নখাপণ, বিধাধর-মুধাপান ও নিধুবনরমণাদি-সম্প্রয়োগ ।