পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tSy জৈবধৰ্ম্ম [ অষ্টক্রিংশৎ বিজয়। প্রভো, লীলাবিলাস একপ্রকার এবং সম্প্রয়োগ অন্ত প্রকার। এই দুইয়ের মধ্যে কিসে অধিক সুখ ? গোস্বামী। সম্প্রয়োগ অপেক্ষা লীলাবিলাসে অধিক মুখ । বিজয় । প্রেয়সীদিগের কৃষ্ণের প্রতি প্রণয়োক্তি কি প্রকার । গোস্বামী। সখীগণ কৃষ্ণকে এইরূপে প্রণয়-সম্বোধন করেন—হে গোকুলানন্দ, তে গোবিন্দ, হে গোষ্ঠেভ্ৰকুলচন্দ্র, হে প্ৰাণেশ্বর, হে সুন্দবোত্তংস, হে নাগরশিরোমণি, হে বৃন্দাবনচন্দ্র, হে গোকুলরাজ, হে মনোহর, ইত্যাদি । বিজয় । প্রভো, কৃষ্ণলীলা প্রকট ও অপ্রকট-ভেদে দুইপ্রকার হইলেও একই তত্ত্ব ; কিন্তু প্রকট ব্রজলীল কয়প্রকার। গোস্বামী। প্রকটব্রজলীলা নিত্য ও নৈমিত্তিক-ভেদে দুইপ্রকার । ব্রজে অষ্টকালীয়া লীলাই নিত্য। পূতনাবধাদি ও দূরপ্রবাসাদি নৈমিত্তিক লীলা । বিজয়। প্রভো, আমি নিত্যলীলা নির্দেশ জানিতে ইচ্ছ করি । গোস্বামী। বিজয়, তুমি সেই লীলা ঋষিগণ যেরূপ বর্ণন করিয়াছেন তাহা শুনিবে, কি শ্রীমদগোস্বামিগণ যেরূপ বর্ণন করিয়াছেন, তাহা শুনিবে ? বিজয়। ঋষিদিগের সংস্কৃত বাক্য শুনিতে ইচ্ছা করি । গোস্বামী। নিশাস্ত: প্রাতঃ পূৰ্ব্বাহো মধ্যাহ্নশ্চাপরাকুক । সায়ং প্রদোষরাজিশ্চ কালাষ্ট্ৰেী চ যথাক্রমম্ ॥ মধ্যাহো যামিনী চোড়ে যমুহূর্তমিতে স্থতে । ত্রিমুহূৰ্ত্তমিতে জ্ঞেয়া নিশাস্তপ্রমুখাইপরে। অর্থাৎ, নিশাস্ত, প্রাতঃ, পূৰ্ব্বার, মধ্যাহ্ন, অপরাহু, স্বয়ং, প্রদোষ s রাত্রিলীলা-ভেদে লীলা অষ্টকালীন। রাত্রিলীলা ও মধ্যাহলীলা ছয় ছয়