পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wじ>Wう জৈবধৰ্ম্ম [ উনচত্বারিংশৎ বিজয়। তবে আমাদের বিশুদ্ধ-গৌড়ীয়মতে বিশুদ্ধ-পারকীয় ভজনই স্বীকৃত, ইহা অামি জানতে পারিলাম। এখন সম্বন্ধ বুঝিয়াছি ; কৃপা করিধা বয়সের কথা বলুন। গোস্বামী। কৃষ্ণের সহিত তোমার যে সম্বন্ধ হইল, তাঙ্গতে একটি অপূৰ্ব্ব স্বরূপও উদিত হইল—সেই স্বরূপটা ব্রজললনা-স্বরূপ , সুতরাং তাহাতে সেবার উপযুক্ত বয়দের অবখ্য প্রয়োজন। কৈশোর বয়সই বয়স—দশ বৎসর হইতে ষোল বৎসর পর্য্যন্ত কৈশোর। ইতাকেই বয়ঃসন্ধি বলে । তোমার বয়স দশ হইতে সেবোন্নতিক্রমে ষোল বৎসব পর্য্যস্ত বৃদ্ধি পাইবে । বাল্য, পৌগণ্ড ও বৃদ্ধ ব্যস ব্রজললনীদিগের হয় না । আপনাকে তাপনি কিশোরী বলিয়া অভিমান করিবে । বিজয়। প্রভো, নাম কিরূপ? যদি ও পূৰ্ব্বে নামাদিপ্রাপ্ত হইয়াছি, তথাপি তৎসম্বন্ধে দৃঢ় শিক্ষা প্রদান করুন। গোস্বামী । ব্রজললনাদিগের বণনাতে তোমার রচিগত সেবার অনুরূপ ত্রে রাধিকা—সণীর পরিচারিকা, তাহার নামই তোমার নাম । তোমার কচি পরীক্ষা করিয়া তোমার গুরু যে নাম দিয়াছেন, সেই নামষ্ট তোমার নিত্য নাম বলিয়া জানিলে । ব্রজললনাদিগের মধ্যে নামস্বারা মনোবমা হইবে । বিজয় । প্রভো, রূপবিষয়ে আজ্ঞা করুন । গোস্বামী। তুমি যখন রূপযৌবনসম্পন্ন কিশোরী, তপন তোমার সিদ্ধরূপ রুচি-অনুসারেই শ্ৰগুরুদেব নির্ণয় করিয়াছেন। অচিন্ত্য-চিন্ময়রূপ-বিশিষ্ট না হইলে ঐরাধিকার পরিচারিক কে হইতে পারে ? বিজয়। যুথবিষয়ে দৃঢ় করিতে আজ্ঞা হয়। গোস্বামী। শ্ৰীমতী রাধিকাই যুথেশ্বরী ; রাধিকার অষ্টসখীর মধ্যে কাহারও গণে থাকিতে হইবে । তোমার রুচিক্রমে ঐগুরুদেব তোমাকে