পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] লীলাপ্রবেশ-বিচার や>? শ্ৰীললিতার গণে রাখিয়াছেন। শ্ৰীললিতার আজ্ঞাক্ৰমে প্রযুথেশ্বরীর সহিত লীলাময় গ্ৰীকৃষ্ণকে সেবা করিবে । বিজয় । প্রভো, কিরূপ সাধকগণ শ্ৰীচন্দ্রাবণী প্রভৃতি যুগেশ্বরীর অনুগত ? গোস্বামী। অনেক জন্মের ভাগ্যক্রমে যুথেশ্বরীর অনুগত হইতে বাসন জন্মে, সুতরাং শ্রীরাধিকাব যুথেষ্ট সমস্ত ভাগ্যবান সাধক প্রবেশ করেন। শ্ৰীচন্দ্রাবলী প্রভৃতি যুগেশ্বরীও শ্ৰীবাধামাধবের লীলা সম্পাদনের জন্য সরবর্তী—বিপক্ষ-পক্ষ গুইঘা রস পুষ্টি করিবার জন্ত তত্তস্তাব গ্রহণ করিয়াছেন। বস্তুতঃ শ্ৰীমতী রাধিকাই একমাত্র যুথেশ্বরী। শ্ৰীকৃষ্ণের বিচিল-লীলা-অভিমানময়ী। যাহার যে সেবা, তাহাতেই তাহার অভিমান । বিজয় । গুণবিষয়ে দৃঢ় তষ্টতে চাই । গোস্বামী । যে সেবা করিবে, সেই সেবার উপযোগী নানাবিধ শিল্প-কলায় তুমি অভিজ্ঞ, তদনুরূপ গুণ ও বেশ তোমার গুকদেব নিদিষ্ট করিয়াছেন। বিজয় । আজ্ঞা-বিষয়ে নির্ণয় করন। গোস্বামী । আজ্ঞা দুই প্রকার অর্থাৎ নিত্য ও নৈমিত্তিক । করুণাময়ী সখী যে নিত্যসেবা তোমাকে আজ্ঞা করিয়াছেন, তাত তুমি নিরপেক্ষ হইয়া অষ্টকালের মধ্যে যখন যাহা কৰ্ত্তব্য তাহা করিবে। আবার উপস্থিত অন্ত কোন সেবা প্রয়োজনমত আজ্ঞা করেন, তাহ নৈমিত্তিক আজ্ঞা ; তাহাও বিশেষ যত্নেব সহিত পালন করিবে । বিজয় । বাস কিরূপ ? গোস্বামী । ব্রজে নিত্যবাসষ্ট বাস। ব্রজের মধ্যে কোন গ্রামে তোমার গোপী হইয়া জন্ম হয়, আবার গ্রামাস্তরের কোন গোপের সহিত