পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২e জৈবধৰ্ম্ম [ উনচত্বারিংশৎ প্রাণপ্রেষ্ঠসখীকুলাদপি কিলাসঙ্কোচিত; ভূমিকাঃ কেলিভূমিষু রূপমঞ্জরীমুখাস্তাদাসিকাঃ সংশ্রয়ে ॥ অর্থাং, যাহার তাম্বলাপ, পদমর্দন, জলদান ও অভিসারাদিকার্যদ্বারা প্রিয়তার সহিত শ্ৰীমতী রাধিকাকে নিত্য তুষ্ট করেন, সেই প্রাণপ্রেষ্ঠ সখীগণ অপেক্ষ সেবা কার্য্যে অসঙ্কোচ-ভাবপ্রাপ্ত সেই বৃষভানুনন্দিনীর রূপমঞ্জরী-প্রমুখ দাসীগণকে আমি আশ্রয় করি ; অর্থাৎ আমার সেবাকার্য্যে র্তাহাদিগকে শিক্ষাগুরু বলিয়া অভিমান করি । বিজয় । অন্য প্রধান সর্থীদের প্রতি কি ভাব হইবে ? গোস্বামী । তাহার ইঙ্গিত ঐদাস গোস্বামী এই শ্লোকে দিয়াছেন ( ব্রজবিলাস-স্তব, ৩০ শ্লোক )— প্রণয়ললিতনৰ্ম্মস্ফারভূমিস্তয়োর্য। ব্ৰজপুর-নবযুনোর্য চ কণ্ঠান পিকানাম্। নয়তি পরমধস্তাদিব্যগ নেন তুষ্ট্য প্রথয়তু মম দীক্ষাং হস্ত সেয়ং বিশাপা ৷ যিনি রাধাকৃষ্ণের প্রণয়-ললিত-কৌতুকের পাত্রী এবং যিনি মুদিব্য গানদ্বারা কোকিলের স্বরকে তুচ্ছাকৃত করিতেছেন, সেই বিশাখা, কৃপা করিয়া আমাকে সঙ্গীত শিক্ষা প্রদান করুন। অন্যান্ত সকল সর্থীদিগের প্রতি এইরূপ ভাব তোমার হইবে। বিজয় । বিপক্ষপক্ষের প্রতি কি ভাব হইলে ? গোস্বামী । শ্রীদাস গোস্বামী যেরূপ বলিয়াছেন, তাহ শুন ( ব্রজবিলাসস্তব, ৪১ শ্লোক ) সাপত্নোচ্চয়রজ্যভুজ্জলরসন্তোচ্চৈঃ সমুদ্বুদ্ধয়ে সৌভাগ্যোস্তুটগৰ্ব্ববিভ্রমভূতঃ ঐরাধিকায়াঃ ফুটম্।