পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] লীলাপ্রবেশ-বিচার । ৬২১ গোবিন্দঃ স্মরফুল্লবল্পববধূবর্গেণ যেন ক্ষণং ক্রীড়ত্যেষ তমত্র বিস্তৃতমহাপুণ্যাঞ্চ বন্দমহে ॥ . অর্থাৎ বাধিকার শৃঙ্গাবপুষ্টিব নিমিত্ত সাপত্ন্যভাবে স্থিত সৌভাগ্য, উদ্ভট, গৰ্ব্ব,বিভ্রম প্রভৃতি গুণে গুণবতীগণের সহিত শ্ৰীকৃষ্ণ ক্ষণকাল ক্রীড়া করেন, সেই ভাগ্যবতী চন্দ্রাবলী প্রমুখ ব্রজরমণীগণকে আমি পুনঃ পুনঃ বন্দনা করি । বিপক্ষ-পক্ষেব প্রতি এইরূপ ভাব চিত্তে থাকিবে, অথচ সেবকালে যথোচিত পাত্রবিশেষে রস-পরিহাস করিতে পারিবে । তাৎপৰ্য্য এই যে, ‘বিলাপ-কুসুমাঞ্জলী’তে যেরূপ ‘সেবার ব্যবস্তা’ আছে, সেইরূপ সেলা কবিবে এবং ‘বজবিলাস’-স্তোত্রে যেরূপ ‘ব্যবহাব’ লিখিত হইয়াছে, সেইরূপ পৰস্পর ব্যবহার করিবে ; পিশখানদাদি’-স্তোত্রে যেরূপ ‘লীলাদি’ বর্ণিত হইয়াছে, সেইরূপ লীলা-চেষ্ট তাঃকালীয লীলার মধ্যে দর্শন করিবে ; ‘মনঃশিক্ষা’য় যে পদ্ধতি’ দিয়াছেন, সেই পদ্ধতিক্রমে চিত্তকে কৃষ্ণলীলায় মগ্ন করিবে ; "স্বনিয়মে যে “ভাল’ প্রদর্শিত হইয়াছে, সেইরূপ নিয়মের দৃঢ়তা কবিবে। শ্ৰীকপ গোস্বামী রসতত্ত্ব বিস্তৃত করিয়াছেন , প্রভু নিমানন্দ তাঙ্গকে সেই ভার অর্পণ করিয়াছিলেন, এই জন্য তিনি উপাসনায় সেই বসের কিরূপে ক্রিয়া হষ্টবে, তাহা লিখেন নাই—শ্ৰীদাস গোস্বামী, ঐস্বরূপ-দামোদর প্রভুর কড়চা অনুসাবে তাহা লিখিয়াছেন। শ্ৰীমন্মহাপ্রভু যাহাকে যে ভার দিয়াছিলেন, তিনি তাহাই করিয়াছেন । বিজয় । বলুন, শ্ৰীমন্মহাপ্রভু কাহাকে কোন ভার দিয়াছিলেন। গোস্বামী। শ্ৰীস্বরূপ-দামোদরকে রসময়ী উপাসনা প্রচার করিতে আজ্ঞা করেন ; সেই আজ্ঞাক্ৰমে তিনি দুই ভাগে কড়চা রচনা করেন— এক ভাগে রসোপসমার অন্তঃপস্থা ও অন্ত ভাগে রসোপাসনার বহিঃপস্থা লিখিয়ছেন। অন্তঃপস্থা শ্ৰীদাস গোস্বামীর কণ্ঠে অৰ্পণ করেন, তাহা