পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨૨ জৈবধৰ্ম্ম উনচত্বারিংশৎ শ্ৰীদাস-গোস্বামীব গ্রন্থে পৰ্য্যবসিত হইয়াছে ; বহিঃপস্থা শ্ৰীমদ্বক্রেশ্বর গোস্বামীকে অর্পণ করেন, তাহা এই গণদিব বিশেষ ধন । সেই পন্থা আমি শ্ৰীমান ধ্যানচন্দ্রকে দিয়াছি ; তিনি যে পদ্ধতি লিখিয়াছেন তাহ। তুমি পাইয়াছ। শ্ৰীমন্মহাপ্রভূ, শ্ৰীনিতানন্দপ্রভূ ও শ্রীঅদ্বৈতপ্রভুকে ঐনাম-মাহাত্ম্য প্রচার করিতে আজ্ঞা ও শক্তিদান করেন ; শ্রীরূপ গোস্বামীকে তিনি রসতত্ত্ব প্রকাশ করিতে আজ্ঞা ও শক্তি দান করেন । শ্ৰীসনাতন গোস্বামীকে বৈধীভক্তি এবং বৈধভক্তি ও রাগভক্তির পরস্পব সম্বন্ধ প্রচার করিতে আজ্ঞা দেন ; গোকুলের প্রকটাপ্ৰকট-সম্বন্ধ নির্ণয় করিবার জন্যও ঐসনাতন গোস্বামীকে আজ্ঞা দেন। ঐনিত্যানন্দপ্রভু ও ঐসনাতনের দ্বারা শ্রীজীবকে সম্বধাভিধেয়-প্রয়োজন-তত্ত্ব নির্ণয় করিবার শক্তি দেন। র্যাহাকে যে আজ্ঞা দিয়াছেন, তিনি তাহাই মাত্র করিয়াছেন। fবজয় । প্রভো, ঐরায় রামানন্দে কি ভার অপিত হুইযাছিল ? গোস্বামী । শ্ৰীমন্মহাপ্রভু, রায় রামানন্দকে যে রসবিস্তারের ভার দিয়াছিলেন, তিনি সে কাৰ্য্য শ্রীরূপেব দ্বারাই করিয়াছেন। বিজয় । প্রভো, শ্ৰীসাৰ্ব্বভৌমের প্রতি কি ভার ছিল ? গোস্বামী। তত্ত্বপ্রচার-ভার সাৰ্ব্বভেীমের উপর ছিল ; তিনি সে কাৰ্য্য নিজ কোন শিষ্যের দ্বারা ঐ জীবে অর্পণ করেন। বিজয় । গৌড়ীয়-মহাস্তদিগের প্রতি কি ভার ছিল ? গোস্বামী। শ্ৰীগেীরতত্ত্ব প্রকাশপূৰ্ব্বক জীবগণকে শ্ৰীগৌরোদিত কৃষ্ণরসে শ্রদ্ধা জন্মাইবার ভার গৌড়ীয়-মহাস্তদিগের প্রতি ছিল। কতকগুলি মহাত্মাকে রসকীৰ্ত্তন পদ্ধতি স্বষ্টি করিয়া প্রচাব করিবার ভারও অর্পণ করিয়াছিলেন । বিজয়। ঐরঘুনাথ ভট্ট গোস্বামীর প্রতি কি ভার ছিল ? গোস্বামী । শ্ৰীভাগবত-মাহাত্ম্যপ্রচার করাই তাহার প্রতি ভার ছিল।