পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] সম্পত্তি-বিচার ৬২৩, বিজয়। শ্ৰীগোপালভট্ট গোস্বামীব প্রতি কি ভার ছিল ? গোস্বামী। শুদ্ধ-শৃ iাব-রসকে বিকৃত করিতে না পারে এবং বৈধীভক্তির প্রতি কেহ অযথা অশ্রদ্ধ। না করে, ইহার যে ব্যবস্থা করা আবশ্বক, তাই করার ভার ঐভট্টগোস্বামীর প্রতি ছিল । বিজয। শ্ৰীভট্টগোস্বামীর গুরু এবং খুল্লতাত শ্ৰীপ্ৰবোধীনন্দ গোস্বামীর প্রতি কি ভার ছিল ? গোস্বামী। ব্রজরসাম্বুবাগমার্গ যে সৰ্ব্বোপরি, তাঙ্গ জগৎকে বুঝাইবার ভাব ঐসরস্বতী গোস্বামীর উপর ছিল । বিজয এই সব শ্রবণ করিয়া আপনাকে ধন্য মনে করিলেন! চত্বারিংশদধ্যায় সম্পত্তি-বিচার শৰণ-দশা হইতে সম্পত্তি-দশ পর্য্যস্ত ভক্তেব পাঁচটী দশা—(১) শ্রবণ-দশা, (ক) ক্রমহীন শ্রবণ দশা, (থ) ক্রমশুদ্ধ শ্রবণ দশা—(২) ববণ-দশা, (৩) স্মরণ-দশী, (ক) স্মৰণ ক্রম, ভাবেব সহিত নাম স্মবণ (খ) উপাস্যনিষ্ঠ ক্রম—(৪) ভাবাপন-দশা (ক) ভাবাপন-দশাই স্বৰূপ সিন্ধ্যবস্থ—(e) সম্পত্তি-দশা (ক) সম্পত্তি-দশাই বস্তু সিদ্ধ্যবস্থা —ফলশ্রুতি । বিজয় বিচার করিলেন যে, ব্রজলীলা শ্রবণ কবিয়া তাহাতে লোক্ত উৎপত্তি হইলে ক্রমশঃ সম্পত্তি-দশা লাভ হয় ; এই বিবেচনা করিয়ট জিজ্ঞাসা করিলেন— বিজয় । প্রভো, শ্রবণ-সময় হইতে সম্পত্তি-লাভ পর্য্যন্ত ভক্তের কষ্ট্রেট অবস্থা বা দশা হয়, তাহা জানিতে ইচ্ছা করি।