পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] সম্পত্তি-বিচার W S)○ চৈতন্ত্যাদি চারিশত দশে নবদ্বীপে। গোক্রম-মুরভিকুঞ্জে জাহ্নবী-সমীপে ॥ ঐকলিপাবন-গোবাপদে র্যার আশ । এ গ্রন্থ পড়ন তিনি করিয়া বিশ্বাস ॥ গৌরাঙ্গে যাহাব না জন্মিল শ্রদ্ধা লেশ এ গ্রন্থ পড়িতে র্তাবে শপথ বিশেষ ॥ শুষ্ক মুক্তিবাদে কৃষ্ণ কভু নাহি পায়। শ্রদ্ধাবানে ব্রজলীলা শুদ্ধরূপে ভায় ॥ ফল-শ্রীতি পৃথিবীতৃে যত কথা ধৰ্ম্ম নামে চলে। "ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে ॥ ছলধৰ্ম্ম ছাড়ি কর সত্যধৰ্ম্মে মতি । চতুৰ্ব্বৰ্গ ত্যজি’ ধর মিষ্ঠ্য প্রেমগতি ॥ আমিত্ৰ মীমাংসা প্রমে নিজে জড়বুদ্ধি। নিৰ্ব্বিশেষ ব্ৰহ্মজ্ঞানে নহে চিত্ত শুদ্ধি।