পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্মের নামান্তর বৈষ্ণবধৰ্ম্ম (፫ዓ» বা। এখন দেখুন, শাস্ত্রবিধি আপনার ঈদয়ের প্রভু। অতএব আপনি বৈধী ভক্তি অবলম্বন করুন। ক্রমশঃ রাগতত্ত্ব হৃদয়ে উদিত হইবে। এই শুনিয়া লাহিড়ী মহাশয় সজলনয়নে বাবাজীর পাদস্পশপূৰ্ব্বক কহিলেন,—আপনি কৃপা করিয়া আমার যাহাতে অধিকার, তাঙ্গাই প্রদান করুন। আমি এখন অনধিকারচর্চা করিতে চাই না । বাবাজী মহাশয় তাহাকে আলিঙ্গন প্রদান করিয়া বসাইলেন । লা। আমি এখন কিরূপ ভজন করিব, স্পষ্ট করিয়া আজ্ঞা করুন। বা। আপনি হরিনাম গ্রহণ করুন। যতপ্রকার ভজন আছে, সৰ্ব্বাপেক্ষা নামাশ্রয়ভজনই বলবান। নাম ও নামীতে ভেদ নাই। নিরপরাধে নাম করিলে অতি শীঘ্র সমস্ত সিদ্ধিলাভ হয়। আপনি বিশেষ শ্রদ্ধার সহিত নাম গ্রহণ করুন। নাম করিতে করিতে নববিধ ভজনই হইয়া থাকে। নাম উচ্চারণ করিলে শ্রবণ-কীৰ্ত্তন উভয়ই হয়। নামের সঙ্গিত হরিলীলা স্মরণ ও মানসে পাদসেবা, অর্চন, বন্দন, দাস্ত, সপ্য ও আত্মনিবেদন সকলই হয়। লা। আমার চিত্ত ব্যগ্র হইয়াছে। প্রভো, কৃপা করিতে বিলম্ব করিবেন না। ব। মহোদয়, আপনি নিরপরাধে নিরস্তর এই কথা বলুন— · হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হার হরে। —এই কথা বলিতে ললিতে বাবাজী মহাশয় লাহিড়ী মহাশয়ের হস্তে একটা তুলসী মালা প্রদান করিলেন। লাহিড়ী মহাশয় সেই মালায় উক্ত নাম উচ্চারণ করিতে করিতে কাদিতে লাগিলেন । বলিলেন, —প্রভো, আজ আমি যে কি আনন্দ লাভ করিলাম বলিতে পারি না। আনন্দে অচেতন হইয়া বাবাজীর পদতলে পড়িলেন। বাবাজী