পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

・Qb" জৈবধৰ্ম্ম চতুর্থ মহাশয় তাহাকে যত্ন করিয়া ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে লাহিড়ী মহাশয় বলিলেন,— আমি আজ ধন্ত হইলাম। এ প্রকার সুখ আমি কখনও পাই নাই । বা । মহোদয়, আপনি ধন্ত, যেহেতু শ্রদ্ধাপূর্বক হরিনাম গ্রহণ করিলেন। আপনি আমাকেও ধন্ত করিলেন । সে দিবস লাহিড়ী মহাশয় মালা গ্রহণ কবিয়া নিজ কুটীরে নির্ভয়ে নাম করিতে লাগিলেন । এষ্টরূপে কিছুদিন অতিবাহিত হইল। লাহিড়ী মহাশয় এখন দ্বাদশ তিলক করেন। প্রসাদান্ন ব্যতীত আর কিছুষ্ট সেবা করেন না। প্রত্যহ দুই লক্ষ হবিনাম করেন। শুদ্ধবৈষ্ণব দেখিলেই দওবৎপ্রণাম করেন। পরমহংস বাবাজীকে প্রত্যহ দণ্ডবৎপ্রণাম করিয়া অন্য কাৰ্য্য করেন। নিজ গুরুদেবের সৰ্ব্বদা সেবা করেন । বৃথাকথা ও কালোয়াতি গানে আর রুচি নাই। লাহিড়ী মহাশয় আর সে লাহিড়ী মহাশয় নাই। এখন বৈষ্ণব হইয়াছেন। এক দিবস তিনি বৈষ্ণবদাস বাবাজী মহাশয়কে সাষ্টাঙ্গ দণ্ডবৎপ্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন,—প্রভো, প্রয়োজনতত্ত্ব কি ? বা । কৃষ্ণপ্রেমাই জীবের প্রয়োজনতত্ত্ব। সাধন করিতে করিতে ‘ভাব’ হয়। ভাব পূর্ণ হইলে ‘প্রেম’ নাম হইয়া থাকে। তাহাই জীবের নিত্যধৰ্ম্ম, নিত্যধন ও চরম প্রয়োজন। সেই প্রেমের অভাবেষ্ট কষ্ট, জড়বন্ধন ও বিষয়সংযোগ। প্রেম অপেক্ষ আর অধিক উৎকৃষ্ট কিছুই নাই। কৃষ্ণ কেবল প্রেমের বশ । চিন্ময় তত্ত্ব । আননা ঘনীভূত হইয় প্রেম হয় । লা। ( কাদিতে কঁাদিতে ) আমি কি প্রেম লাত করিবার যোগ্য হইব ? বা । ( আলিঙ্গন করিয়া ) দেখুন, স্বল্প দিবসের মধ্যেই আপনি সাধন