পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] বৈধৗ-ভক্তি—নিত্যধৰ্ম্ম, নৈমিত্তিক নয় ৫৯ ভক্তিকে ভাবভক্তি করিয়াছেন। আর কিছুদিনেই কৃষ্ণ আপনাকে অবশু কৃপা করিবেন। এই কথা শুনিয়া লাহিড়ী মহাশয় আনন্দে গড়াগড়ি দিয়া বলিতে লাগিলেন,—আহা, গুৰু ব্যতীত আর বস্তু নাই । আহা, আমি এতদিন কি করিতেছিলাম ! গুরুদেব আমাকে অপার কৃপা করিয়া বিষয়গৰ্ত্ত হইতে উদ্ধার করিলেন । পঞ্চম অধ্যায় বৈখ্রী-ভক্তি—লিত্যথৰ্ম্ম, নৈমিত্তিক নক্স লাহিড়ী মহাশয়ের পুত্র দেবদাস ও চন্দ্রনাথ—শান্তিপুবে নানা কথ—দেবী, চন্দ্রনাথ ও তদুভয়ের মাতার পরামর্শ-দেবীদাস ও শস্তুনাথের গোদ্রমগমন ও লাহিড়ী মহাশয়কে দর্শন—বৈষ্ণবদিগেব প্রার্থন ও লাহিড়ী মহাশয়ের পদ—শান্তিপুৰ-বাসের অমুখ-বর্ণন— বর্ণাশ্রমের সন্ধ্য-বন্দনাদি, বৈধভক্তির সাধন হইতে পৃথক—রাজসিক, সাত্ত্বিক ও তামসিক ভেদে শাস্ত্র তিনপ্রকার—সারগ্রাহী অধিকারী—মুক্তি-বিচাব—দ্যtয় ও বেদাস্ত–শাস্করBBS BBBB g BBBBD DDD BBSBBBBBBSBBBBBBSBBBBBB ও বৈষ্ণবসংসারে প্রভেদ—দেবীর প্রশ্ন—ঐহিক ও পারমার্থিক ভেদ—সিদ্ধিকামী, জ্ঞাননিষ্ঠ ও ঈশানুগত—নিত্যমূৰ্ত্তি ও কাল্পনিক মূৰ্ত্তির ভেদ—ঐবিগ্রহ—কাজী—রু—মুজররদ, জিসম, ইস্ক, মুক্তি, স্বফী, বিহিস্ত—এবাদত—বন্দ—সুফিগণ অদ্বৈতবাদী—কাজী বংশধরেব নিজমত—শুদ্ধভক্তি । - লাহিড়ী মহাশয়ের শাস্তিপুরের বাটতে অনেক লোক জন । দুইটা সন্তান লেখাপড় শিখিয়৷ মানুষ হইয়াছেন। একটর নাম চন্দ্রনাথ ; তাহার বয়স প্রায় ৩৫ বৎসর। তিনি জমিদারী ও গৃহের সমস্ত কাৰ্য্য নিৰ্ব্বাহ করেন ; চিকিৎসাশাস্ত্রে পণ্ডিত ; ধৰ্ম্মের সম্বন্ধে কোন ক্লেশ স্বীকার করেন না, কিন্তু ব্রাহ্মণ-সমাজে প্রভূত সন্মান ; দাসদাসী,