পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ురి জৈবধৰ্ম্ম [ পঞ্চম দ্বারবান প্রভৃতি রাখিয়া গৃহকাৰ্য্য সন্মানের সহিত নিৰ্ব্বাঙ্গ করিতেছেন। দ্বিতীয় পুলের নাম দেবীদাস । ইনি বাল্যকাল হইতে দ্যায়শাস্ত্র ও স্থতিশাস্ত্র অধ্যয়ন করিয়া বাটীর সম্মুখে একটা চতুষ্পাঠী স্থাপনপূৰ্ব্বক ১০।১৫টী ছাত্র পড়াইয়া থাকেন ; ই হার উপাধি বিদ্যারত্ন । একদিবস শাস্তিপুরে একটা রব উঠিল যে, কালিদাস লাহিড়ী ভেক লইয়া বৈষ্ণব হইয়াছেন ৷ ঘাটে বাজারে পথে সৰ্ব্বত্র এই কথা । কেহ কেহ কঙ্গিতেছে যে,বুড়ে বয়সে ধেড়ে রোগ ; এতদিন মানুষের মত থাকয় এখন বুড়ে ক্ষিপ্ত হইয়াছে। কেন্তু বলিতে লাগিল,-ভাল, এ আবার কি রোগ—ঘরে সুখ আছে, জাতিতে ব্রাহ্মণ, পুত্র পরিবার স্ববশে,— এমন লোক কেন, কোন দুঃখে ভেক নেয় ? কেহ বলিল,—ধৰ্ম্ম ধৰ্ম্ম করিয়া এখানে সেখানে বেড়াইলে এইরূপ দুৰ্গতিই শেষে হয়। কোন কোন শিষ্ট লোক বলিলেন যে, কালিদাস লাহিড়ী মহাশয় পুণ্যাত্মা বটে ; সংসারে সমস্তই আছে, অথচ হরিনামে শেষে রতি হইল। এইরূপ কথোপকথন হইতেছে, কোন ব্যক্তি এই সকল কথা শুনিয়া দেবী বিদ্যারত্ব মহাশয়কে কহিলেন । বিদ্যারত্ব বিশেষ চিন্তান্বিত হইয়া দাদার নিকট গমনপূৰ্ব্বক কহিলেন, —দাদা, বাবার ত বড়ই মুস্কিল দেখিতেছি ; তিনি শরীর ভাল থাকে বলিয়া নদীয়া গোক্রমে থাকেন, কিন্তু সেখানে তাহার সঙ্গদোষ হইয়াছে । গ্রামে ত’ আর কাণ পাতা যায় না। " চন্দ্রনাথ বলিলেন,—ভাই ! আমিও কিছু কিছু কথা শুনিয়াছি। আমাদের ঘবট এত বড়, কিন্তু বাবার কথা শুনিয়া আর মুখ দেখাইতে পারি না। অদ্বৈতপ্রভুর বংশকে আমরা অনাদর করিয়া আসিয়াছি— এখন নিজের ঘরে কি হইল ? এস অনারে চল, মাতা ঠাকুরাণীর সঙ্কিত এ বিষয়ে আলোচনা করিয়া যাহা হয়, কর ।