পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨ জৈবধৰ্ম্ম [ পঞ্চম দেবী কহিলেন,—আপনাবা ত জানেন, কৰ্ত্ত মহাশয আমাকে নাস্তিক বলিয়া অনাদর করেন । আমি গেলে পাছে কোন কথা না কন, তাহাই ভাবিতেছি । দেবদাসের মামাত ভাই শম্ভুনাথ কৰ্ত্তার প্রিয। শম্ভুনাথ কৰ্ত্তার সঙ্গে সঙ্গে থাকিয়া অনেকদিন সেবা করিয়াছে । স্থির হইল যে, দেবীদাস ও শম্ভুনাথ দুইজনে গোক্রমে যাইবেন। গোক্রমে একটী ব্রাহ্মণ বাটতে বাসা স্থির করিবার জন্ত একটী চাকর সেই দিবসেই প্রেরিত হইল । পরদিবস আহারাস্তে শম্ভুনাথ ও দেবীদাস গোক্রম যাত্রা করিলেন। নিরূপিত লাটীতে শিবিকাদ্বয় হইতে র্তাহারা নামিয়া লেহারাদিগকে বিদায় করিলেন । তথায় একজন পাচক ব্রাহ্মণ ও দুইটী সেবক রহিল। সন্ধ্যার সময় দেবীদাস ও শম্ভুনাথ ধীরে ধীরে শ্ৰীপ্রজ্যুম্নকুঞ্জে যাত্রা করিলেন । দেখিলেন যে, শ্ৰীমুরভি-চবুতরার উপর একটী পত্রাসনে কৰ্ত্ত মহাশয় বসিয়া, চক্ষু মুদ্রিত করতঃ মালা লইয়া হরিনাম করিতেছেন। দ্বাদশ তিলক সৰ্ব্বাঙ্গে শোভা পাইতেছে । শম্ভুনাথ ও দেবীদাস ধীরে ধীরে চবুতরার উপর উঠিয়া কৰ্ত্ত মহাশয়ের চরণে দণ্ডবৎ প্রণাম করিলেন । লাহিড়ী মহাশয় সচকিত হইয়া নয়ন উন্মীলন করতঃ কহিলেন,—কেন ধে শস্তু, এখানে কি মনে করিয়া আসিয়াছিস্ ? দেবী, ভাল আছ ত ? উভয়েই নম্রভাবে কহিলেন,—আপনকার আশীৰ্ব্বাদে আমরা সকলেই ভাল আছি । লাহিড়া মহাশয় জিজ্ঞাসা করিলেন,—তোমরা কি আহারাদি করিবে ? তাঙ্গারা উভয়ে বলিলেন,—আমরা বাসা করিয়াছি, সে বিষয়ে আপনি কিছু চিন্তা করিবেন না। এমন সময়ে ঐপ্রেমদাস বাবাজীর মাধবীমালতীমগুপে একটী