পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি অল্পায়ুৰ আর অত্যয় ঐশ্বৰ্য্য। অল্প পদ আমার এ—মন্ত্রব্য অধৈৰ্য্য। স্বধৰ্ম্মাদি-পরাধীন—ভবেতে আক্রান্ত । তাপজয়-দুঃখেতে সৰ্ব্বদা হই শ্রান্ত । "কৃষ্ণ-জন্মগ্রহ আছে—এই যে বচন। তাহাতে অযোগ্য আমি হই সৰ্ব্বক্ষণ ॥ কৃষ্ণের করুণাপত্রে কেমত প্রকারে । মানিতেছ আপনি আমারে অবিচারে ॥ নিশ্চয় কহিয়ে—যেই সব দেবগণ। বিষ্ণুভগবানের দয়ার পাত্র হন । মঙ্গুষ্যের পূজ্যমান—তেজোময়-কায় । নিম্পাপ, সাত্ত্বিক, দুঃখরহিত সদায় ॥ মুখময়, নিজেচ্ছায় আচার গমন । ভক্ত-ইচ্ছামত বর দেন সৰ্ব্বক্ষণ ॥ ধাহাদের ভোগ্য হয় অমৃত নিশ্চয় । মৃত্যু-রোগ-জর-দুঃখ-আদি যে হরয় ॥ যদ্যপি নাহিক ক্ষুধাতৃষ্ণার উদয় । বিনা-যত্নে আসিয়া তথাপি সন্তোষয় ॥ ভারতবর্ষেতে করি সুপুণ্য সঞ্চয় । যেই স্বৰ্গ মন্থষ্যগণের লাভ হয় ॥ সেই স্বর্গে মহাতাগ্যবলে দেবগণ । নিবাস করেন, মুনি ! কি কব কথন। অতএব মনুষ্য হইতে দেবগণ । বিষ্ণুর দয়ার পাত্ৰ—কর নিরীক্ষণ ॥ যেহেতুক অল্প আয়ু মনুষ্য-সবার। বহু আয়ুং-দেব করি অমৃত আহার ॥ মন্থয্যের নিত্য পুজনীয়ের কারণ। মহত ঐশ্বৰ্য্যযুক্ত নিরস্তর হন। বহুদাতা—ভক্তের ইচ্ছায় বরদানে। পরম স্বাধীন লাগি স্বচ্ছন্দ-গমনে ॥ ওহে মুনি । সেই সব দেবগণ-মাঝে । দয়ার বিশেষ পাত্ৰ—ইন্দ্র দেবরাজে। অনুগ্রহ-নিগ্রহে সামর্থ্য অতি ধরে। দেবগণ হইতে অধিক দান করে। জীবৃহভাগবতামৃত 25° ভক্তের ইচ্ছায় দেবগণ দেন বর। আকাঙ্কণর অধিক লে দেন পুরন্দর ॥ রক্ষেণ বৃষ্টির ধারে লোকের জীবন। সত্য ত্রেতা দ্বাপর কলি যে চারি গণন ॥ তার একাত্ত রি ব্যাপি ত্রিলোক-ঈশ্বর। সাৰ্ব্বভীম-রাজাগণের যে দুলভতর ॥ কৰ্ম্মেতে অবশু ছিদ্র অাছে সম্ভাবনা । তাহে শত অশ্বমেধ দুষ্কর গণনা ॥ তাথে শত অশ্বমেধ না হয় পৰ্য্যাপ্তি । অতএব দ্বলভ ইক্সের পদপ্রাপ্তি। যার উচ্চৈঃশ্রব হয়, গজ ঐরাবত। সিন্ধুমথনেতে জন্ম পাইল মহত । গাবী কামধেনু, উপবন সে নন্দন । যাহে পারিজাত-আদি কামের পূরণ ॥ আর কল্পবৃক্ষগণ কামরূপধর। কল্পলতা সব তাহে কামদাতাতর ॥ যাহাদের একপুষ্পে—যেন বাস্থা যার। বিচিত্র বাজনা, বৃত্য, গান, অলঙ্কার। শয়ন-আসন-ধন-জন-আদি যত । সুন্দর রূপেতে সিদ্ধ হয় নানামত ॥ আর কি কহিব তার সৌভাগ্য অপার। বামন-রূপেতে বিষ্ণু ছোট ভাই যার ॥ অমুরাদি হইতে আপদ হয় যত। স্বয়ং শ্ৰীবিষ্ণু রক্ষা করেন নিয়ত । যার বিস্তারিত পূজা সাক্ষাৎ স্বীকারি । হর্ষ দেন আপনি বামন-রূপ-ধারী। অপর মহিমা সব কহিব কতেক । মুনিবর! আপনি ত জানেন প্রত্যেক। প্রথম-অধ্যায়-কথা হৈল সমাপন । মূল আর টকাতে করিলা যে লিখন। যখামতি বিবরিয়া করি লিখন । শোধিবেন কৃপা প্রকাশিয়া সাধুগণ । শ্রীল-সনাতন-পদে করিয়া প্রণতি । দাস জয়গোবিন মাগিয়ে অবগতি ॥ ইতি শ্ৰীভাগৰতামৃতে ভগবৎকৃপাভর-নিৰ্দ্ধারখণ্ডে ভূমিসম্বন্ধীয়ে নাম প্রথমো২ধ্যায়ঃ ॥