পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ή i × ა & উক্তস্তায়হেতু আর শিবাজ্ঞা মানিয়া। মুক্তিপদ হৈতে ষাহ সত্বর করিয়া ॥ কৃষ্ণপ্রিয়তম-শ্ৰীমন্মথুরামগুলে। যাইব তোমারে লইয়াত কুতুহলে। পার্ষদগণের এইসকল বচন। মন-কর্ণ-রসায়ন করিয়া শ্রবণ । প্রমোদভারেতে পূর্ণ হইয়া তখন । পার্ষদগণেরে করিলাম প্রণমন ॥ শ্ৰীমদ্ভাগবত তৎকালে পার্ষদগণ শীত্র হইলেন। এই ব্রজভূমি মম প্রাপ্ত করিলেন। আমার হইল তাহে অত্যন্ত বিস্ময় । মুগ্ধবুদ্ধি হইলাম—না করি নিশ্চয় ॥ করিতেছিলাম অষ্টাঙ্গেতে নমস্কার। চক্ষুর নিমেষে আইলাম এথাকার ॥ তৃতীয়-অধ্যায়-কথা হৈল সমাপন। নমস্করি শ্রীল সনাতনের চরণ ॥ শিবা আর শিবে তবে অষ্টাঙ্গ হইয়া । অষ্টাঙ্গে প্রণমি শ্রীগুরুপদারবিন্দ। প্ৰণমিলু সবাকারে আদর করিয়া ॥ তাহে ভক্তিরল মাগে শ্ৰীজয়গোবিন্দ ॥ ইতি শ্ৰীভাগবতামৃতে গোলোক-মাহাত্মা-খণ্ডে ভজন-নামা তৃতীয়োহুধ্যায়ঃ ॥ চতুর্থ জণ্ডিTয় তুৰ্য্যে কৈকুণ্ঠ-তত্ত্বাসিরূপাদেস্তত্বমুচ্যতে । প্রতিমামহিমাপু্যুদ্ধেহযোধ্যাতে দ্বারকাগমঃ ॥ জয়জয় শ্রীচৈতন্ত গুণধাম । জয়জয় শ্রীমন্নিত্যানন্দরাম ॥ শ্রীঅদ্বৈতন্দ্ৰ-পদে নমস্কার। যাহা হৈতে শ্রীচৈতন্য অবতার ॥ শ্রীচৈতন্তপ্রিয় শ্রীচন্দ্রশেখর । আচাৰ্য্য সকল-ভক্তিতত্ত্বধর ॥ তার বংশোদ্ভব সৰ্ব্বগুণময় । শ্রীযুক্ত শ্রীকৃষ্ণপ্রাণ মহাশয় ॥ গোস্বামী সাক্ষাৎ শ্রীকৃষ্ণাবতার। শ্রীলচ্চিদানন্দময় দেহ বার ॥ মম প্রভু তিহু করুণা করিয়া। মূঢ়ে উদ্ধারিলা পদরজ দিয়া । কোটি-কোটি শ্রীচরণে নমস্কার । ত্রিভুবনে মম গতি নাহি আর ॥ শুন ভক্তগণ হৈয়া একমম। চতুৰ্থজধার কথা রসায়ন। শ্ৰীগোপকুমার কছেন তখন— অতঃপর বিপ্ৰ ! শুনহ কথন । একাকী এথায় করিতে ভ্রমণ । দেখিলাম বৃন্দাবনের শোভন ॥ ব্ৰহ্মাণ্ডের মধ্যে বাহিরে প্রস্থানে । হেন শোভা না দেখিলু কোনস্থানে এহেতু প্রমোদী হৈয়। বহুতর। বনমধ্যে বাস করি নিরস্তর। পার্বদোক্ত বৈকুণ্ঠলোক-সাধন। মুগ্ধমত সব কৈল বিস্মরণ ॥ ক্রীড়ায় ভ্রমণক্রমেতে গমন । শ্ৰীমন্মধুপুরে করিয়া তখন ॥ মাখুরব্রাহ্মণমুখে ভাগবত । আদি ভক্তিশাস্ত্ৰ শুনিলাম যত । তাহে নববিধ ভক্তি-সমুদয়। সাধ্য-সাধনাদিরূপ সেই হয়।