পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমুকুল প্রতিকূল হেয় আর । উপাদেয় আদি বিবেচনা সার ॥ জানিয়া বিশেষে আমি এই বনে । করিলাম সেইক্ষণে আগমনে ॥ এইস্থানে তবে সহসা সত্বরে। দেখিলাম নিজ শ্ৰীমদগুরুবরে ॥ এই ব্রজে বিরাজিত পূৰ্ব্বমত। হর্ষান্বিত দেখি আমারে প্রণত । আশীৰ্ব্বাদসহ করি আলিঙ্গন । অতিকৃপা কৈলা সৰ্ব্বজ্ঞ তখন ॥ পরম রহস্ত ভক্তিতত্ত্ব যত । উপদেশ করিলেন বিস্তারতঃ ॥ মহাগুঢ় ভক্তিতত্ত্বপ্রকাশক । তাহার প্রসাদ পাইয়া সম্যক্ ॥ নিত্য ভক্তিযোগ আমি সাগ্লিবারে । প্রবৃত্ত হইলু আজ্ঞা-অনুসারে ॥ বিশেষে জন্মিল শীঘ্র প্রেমপুব । তাহাতে বিবশ হইয়া প্রচুর। পূজাদিক কিছু নারি করিবারে। কেবল কীৰ্ত্তন করিয়ে তাহারে ॥ তৎকীর্তনং যথা ( বৃঃ ভাঃ ২৪৷৭ )— শ্রীকুষ্ণ গোপাল হরে মুকুন্দ, গোবিন্দ হে নন্দকিশোর কৃষ্ণ । হা ঐযশোদাতনয় প্রসাদ, ঐবল্লবীজীবন রাধিকেশ । এইমতে করি মুস্বরেতে গান। করিয়ে তাহারে বহুত আহবান ॥ "কোথা আছ ওহে ব্ৰজেন্দ্রননান ! । দেখ দিয়া মম রাখহ জীবন ॥" ইহ বলি প্রকর্ষেতে নাচি ক্ষণে । ক্ষণে উচ্চস্বরে করিয়ে বোদনে ॥ দেহদৈহিকাদি সকল আপন । উন্মত্তের মত হৈলু বিস্মরণ ॥ যথা-অভিলাষ আমি ইতস্তত। ভ্রমণ করিয়ে মাত্র বাহহত। একদিন নিজ প্রাণনাথে যেন । দেখিলু অগ্ৰেতে দাড়ায়্যা আছেন। ধায়্যা ধরিবারে হৈয়া মোহগত । পড়িলাম প্রেমে বিহবল তাবত । সে পার্ষদগণ আসিয়া আমারে । ঐবৈকুণ্ঠলোকে লৈয়া যাইৰায়ে। ঐবৃহস্তাগবতামৃত מככ করাইল বিমানেতে আরোহণ। আমি উঠি তবে প্রসারি নয়ন। সৰ্ব্ব স্থানদিক অন্যথা দেখিয়া । নিজ প্রিয় ব্রজভূমি না হেরিয়া । বিস্মিত হইয়া সুস্থ হইলাম। আপনার পার্শ্বে তবে দেখিলাম ॥ পূৰ্ব্বপরিচিত পার্ষদের গণ। যারা মম প্রিয় কৈল আচরণ ॥ মহাতেজস্বী ঐস্বৰ্য্যাদিক যত। র্তাহীদের তেজে হরেন নিম্নত ॥ যোগ্য শ্রেষ্ঠ তদুপম যে বিমান । তাহে আরোহিত সুশোভিতমান ॥ সঙ্কুমেতে করিলাম প্রণমন । কৃপায় তাহারা দিলা আলিঙ্গল । মুহুমুহু বহু করি আশ্বাসন। দেখাইয়া শতশত যুক্তিগণ ॥ চতুভূজাদিকযুক্ত রূপ যেই। আমারে দিবারে ইচ্ছিলেন লেই। করিলাম আমি তাহা অস্বীকার । গোবৰ্দ্ধনভব বপু রাখি আর ॥ র্তাদের প্রভাবে ছইল প্রাপণ। গুণ-কাস্ত্যাদিক তাদৃশ তখন ॥ তবে দুর্বিতর্ক পথ যেই হয়। পরম আনন্দযুক্ত মুনিশ্চয় ॥ জগতের বিলক্ষণাসাধারণ। স্ব-উৎকৃষ্টতর—না হয় বর্ণন ॥ সে পথে পার্ষদগণের সহিত । ঐবৈকুণ্ঠধামে গমনে বিনীত । স্বৰ্গাদিক লোকে বাহে আর তার। অষ্ট-আবরণ সৰ্ব্বতঃপ্রকার। মুক্তিপদে আরোহণের সমরে । মানিলাম পূৰ্ব্বে শ্রেষ্ঠত্ব বিষয়ে ॥ এক্ষণে সে-সবে করি দৃষ্টিপাত। তুচ্ছ-জ্ঞানে লজ্জা হইল সে জাত। 'মুক্তি অতি তুচ্ছ' হৈল তৰে জ্ঞান। অতিশয় ঘৃণা হৈয়া অবধান ॥ তবে ইন্দ্র-অাদি লোকপাল যত । অঞ্জলি মস্তকে ধরিয়া সংযত । উৰ্দ্ধমুখে অতি বেগেতে তখন। পুষ্প-লাজ-আদি করিয়া বর্ষণ ॥ লাগিলেন সবে পূজা করিবারে । জয়শব্দে স্তব করেন আমারে।