পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS8 আত্মারাম দি ব্ৰহ্মমুখ যত । যাহে আছে অনুভূত অবগত ॥ সব ত্যজি ভক্তিমাগে সৰ্ব্বক্ষণ । প্রবেশ করেন র্তারা যে কারণ ॥ সেহেতু তথায় গিয়া সে আমার । হৈল নিশ্চয়েতে অনুভব তার ॥ পুরীতে গমন আর নিঃসরণ- । পরায়ণ দেখি সেবকের গণ ॥ মনে চিস্তি—যার সেবক ঈদৃশ । সে প্রভুরা পুন হয়েন কীদৃশ ? ॥ এইমত হর্ষ-প্রহর্ষ-আখ্যানে । পুরীদ্বারে বলি আছি বর্তমানে ॥ আসিয়া বেগেতে পার্ষদের গণ । পুরীমধ্যে করাইল প্রবেশন ॥ অদ্ভুত হইতে অদ্ভুত যে সব । তথায় হইল দৃষ্টির প্রভব। দ্বিপহাৰ্দ্ধকালে সহস্ৰবদন । ৰুলিতে নহেন ক্ষম কদাচন ॥ স্বারে-দ্বারে দ্বারপালগণ নীয়া । নিজনিজাধ্যক্ষে জ্ঞাপন করিয়া ॥ প্রবেশ করান লইয়া আমারে । এইমতে যাই প্রত্যেক সে দ্বারে ॥ সেই-সেই-স্বারে অধ্যক্ষ যে হয়। যত জ্বারিগণ তারে প্রণময় ॥ দেখি তারে তারে আমি সে নিশ্চয় । মানিলাম এই ‘জগদীশ হয় ॥ পূৰ্ব্বমত সন্ত্রমাবেশেতে র্তারে । প্রণাম-স্তবন করি বারেবারে । তদনন্তরে সে পার্ষদের গণ । স্বভাবেতে অতি স্নিগ্ধ তার হন ৷ অসাধারণ সে প্রভুর লক্ষণ । করিলেন আমারে ত বিজ্ঞাপন । *প্রণামানস্তর অtপল নয়নে । রাখিয়া প্রভুর যুগলচরণে ॥ একপাশ্বে থাকি—হইয়া নিশ্চল । স্তব করা—বান্ধি অঞ্জলি প্রবল ॥' এইসব রীতি পার্ষদের গণ । শিক্ষা দিলা করি করুণালঙ্কণ ॥ মহামহা-চিত্র-বিচিত্র-রচিত । গৃহ দ্বার সব প্রকোষ্ঠ সে যত ॥ ক্রমেক্রমে সব করিয়া লঙ্ঘল । অতিবেগে তবে করিয়া গমন । শ্রীমদ্ভাগবত পরম উত্তম এক অস্তঃপুরে। তাহে অতিশয় শোভিত প্রচুরে ॥ পাইলাম এক মন্দির উত্তম । চতুর্দিকে বহু মন্দির স্বষম ॥ পরম-মহত্ত-সমুহে বিশিষ্ট । কোটি-স্বৰ্য্য-চন্দ্র-তুল্য-কাস্তি-নিষ্ঠ । মনোনয়নের বৃত্তি চুরি করে । অন্যত্র প্রবৃত্তি আর নাহি ধরে । তার মধ্যে রত্নশ্রেষ্ঠশ্রেণীযুত । স্বর্ণসিংহাসন বিরাজে অদ্ভুত । তরোপরে হংসতুলিকা সুন্দর। অতিমুকোমলা নিৰ্ম্মলা বিস্তর ॥ তাহে চন্দ্রণকৃত মৃদু উপাধান । বামকক্ষতলে করিয়া আধান । সুখে উপবিষ্ট শ্ৰীমদ্ভগবান । শ্ৰীবৈকুণ্ঠনাথ বিরাজিতমান ॥ দূরেহৈতে অগ্ৰে করিম দর্শন । নবযৌবনেশ–নিত্য সম হন । সৌন্দৰ্য্য-মাধুর্য্যময় অঙ্গ কাস্তি । নবমেঘ-শোভা হরে যে অশ্রাস্তি ॥ দীপ্তিময় স্বর্ণ রত্বে বিরচিত ॥ কিরীটাদি অলঙ্কারে বিভূষিত । বনমালা পীতাম্বর পরিধান । ভূষণের ভুষ অঙ্গ শোভমান ॥ চতুভূ স্কুল কিবা বিলসযে । কঙ্কণ-অঙ্গদে বিভূষিত হয়ে ॥ পীতপড়বস্ত্রদ্বয়েতে সেবিত । চারু কুণ্ডলেতে কপোল শোভিত । পীনবক্ষঃস্থলে কৌস্তভাতরণ । কম্বুকণ্ঠে ধৃত মুক্তাবলিগণ ॥ মুখচন্দ্র স্মিত-অমৃতে সহিত । নেত্রপদ্ম দৃষ্টিভঙ্গ্যে উল্লসিত ॥ কৃপাভরোদ্যত শ্রেষ্ঠ ভুরুদ্বয় । লত ধতুকের অাঁকার লাচয় ॥ নিজ বামপাশ্বে মহালক্ষ্মী স্থিতা । আত্মযোগ্য—সদা উপমারহিতা ॥ র্তিছ দিতেছেন তাম্বুল উত্তমে । লইয়া খায়েন লীলায় বিভ্ৰমে ॥ সে তাম্বলরাগে আরুণিততর। হইয়াছে কিবা শোভা বিম্বাধর ॥ কুন্দপুষ্প জিনি অতি মুনিৰ্ম্মল । দস্তপংক্তিস্বয় শোভরে বিরল।