পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ র্তার রূপ গুণ আর বৈভব চরিত । স্মরণ করহ—যাহা জানহ নিশ্চিত ॥ যদি কই—মদনগোপালদেব মন । হরণ করিলে, অন্ত নহে ত রোচন । কেমনে অন্তের প্রেম করিবে গ্রহণ ? । তাহার উত্তর কহি, করই শ্রবণ—t ষে প্রকারে নিজ-ইষ্টদেব লাভ হয় । তার অনুষ্ঠান হয় চতুৰ্য্য নিশ্চয় ॥ তথাচ ( বৃঃ ভাঃ ২।৪।২২২ টাকা— স্বাক্যৰ্থমুদ্ধয়েৎ প্রাজ্ঞ: কাৰ্য্যধ্বংসেন মুখত । শবের কৃপায় যেন বিষ্ণুপদ পায় । শ্ৰীগোপাল প্রাপ্ত তেন রামের কৃপায় ॥ যদি কহ—মম ঐকপত্যব্রত ভঙ্গ । হইবেক ? তাহে শুন উত্তরপ্রসঙ্গ— আপন ইষ্টদেবের যাহাতে সে গন্ধ । অর্থাৎ যে কার্য্যে আছে অল্পও সম্বন্ধ । তাহাতে উত্তম প্রীতি করে অসুক্ষণ । নিজ এক ইষ্টদেবে লিষ্ঠাপর জন ॥ শ্রীরামপাদামুসুগ করিলে দর্শন । দর্শনোৎকণ্ঠত। যদি না হয় সাম্বন ॥ তবে রামকৃপাভরে দ্রবীভূত মন । সুখে দ্বারকায় করিবেন প্রস্থাপন ॥ দ্বারকায় গমন করিয়া যথোদিত । র্তার নামসঙ্কীৰ্ত্তন করিবে নিশ্চিত ॥ স্বস্বর গাথায় উচ্চ নাম-উচ্চারণ। গুণকীৰ্ত্তনাদি গান করিয়া স্তৰল ॥ মুখে দ্বারকায় গিয়া নিজ প্রিয়েশ্বর । যদুগণে বৃত কৃষ্ণচন্দ্র মনোহর । দেখিতে হচ্ছিত যার যুগল চরণ । র্তাহারে অচিরে তুমি কারবে দর্শন। অযোধ্যা-দ্বারকা-পুরুষোত্তম-আদিক । এই ত্রবৈকুণ্ঠের প্রদেশবিশেষিক । তথায় যাইতে বৈকুণ্ঠের ত্যাগ নয় । এ লাগি প্রভুর আজ্ঞা অপেক্ষ না হয় । যদি কহু—“তথাপি অনুজ্ঞ; লৈয়া তার গমন উচিত ? শুল উত্তর তাহার— সৰ্ব্বহৃদ্ধত্তিদশী শ্ৰীদেব নারায়ণ । করিলেন আমারে ত প্র ভু আজ্ঞাপণ—s "হে শারদ । পুং স্থলে করিয়! গমন । গোপকুমারের কর মানসপুরণ ॥ এ আজ্ঞায় আইলাম ; মম বদনেতে । র্তার আজ্ঞা হৈল, জীপ এ অনুমানেতে ॥ শ্ৰীমদ্ভাগবত এক মহাভক্তে অনুগ্রহ করিবারে । গেলেন শ্ৰীভগবান স্বয়ং কোথাকারে । অলিতে বিলম্ব তার হবে কতক্ষণ । না পরিবে তুমি ব্যাজ করিতে সহন । এই সে কারণে তব গমন-বিষয়ে । এই অবসর শ্রেষ্ঠ জানিহ নিশ্চয়ে । "আজ্ঞাহেতু প্ৰভুলন্নিধামেতে যাইবে । তাহার দর্শনে পুনতাজিতে নারিবে । অন্তর যাইতে ইচ্ছা না হবে তোমার । চিরকালাভীষ্ট সিদ্ধ না হইবে আর ॥" ইত।াদিক পরামর্শ করি ভগবান । করিলা পূৰ্ব্বোক্তমত, কর অম্বুমান ॥ কহে গোপকুমার—শুনিয়া এ বচন । অতিশয় হর্ষযুক্ত হৈল মম মন ॥ ঐনারদে বারম্বার কfর প্রণমন । লৈয়া আশীৰ্ব্বাদ গেলু স্মরিয়া শিক্ষণ । দূরে হৈতে দেখিলাম বানরসকল । অনিবাচ্য-মাধুর্য—অত্যন্ত মুচঞ্চল । লম্ফ দিয়া ইতস্তত করয়ে গমন । "রাম রাম রাম ইহা বলয়ে বচন ॥ শ্রীরামচন্দ্রের অসাদৃশু মা সহিয়। লৈলা মম হস্ত হৈতে বংশ আকৰ্বিয়া ॥ তাহাদের সহ অগ্রে করিয়া গমন । দেখিলাম মনুষ্যসকল বিলক্ষণ ॥ বৈকুণ্ঠপার্ষদ যেই চতুভূজাকার । তাহা হৈতে সুন্দর রামের সমাকার ॥ সেই-লব লর আর বানরের গণ । মম প্রণমাদি নাহি করিল। সহন ॥ পুরীমধ্যে করাইলা মম প্রবেশন । প্রথমে গেলাম বাহ প্রকোন্তে তখণ ॥ পরম-বিলীত-মত র্ত্যদের আচার ॥ মোরে নীতে অলিছিল। আজ্ঞায় তাহtয় । অন্যথা ত্রীরামপদ সেবে সৰ্ব্বক্ষণ । দূরগমনেতে নহে সম্ভব কখন ॥ তবে দেখিলাম অতি মনোহর রীত । সুগ্ৰীব-অঙ্গদ-জাম্ববানাদি-সহিত ॥ শ্ৰীমান ভরত মুখে বসিয়া আছেন । বামে তার পত্নী, অগ্ৰে শত্রুঘ্ন রহেন । নরে যুক্ত দেখি তারে মানি রঘুবর। র্তার যোগ্য স্তব তবে করিলু বিস্তর ॥ *মহারাজাধিরাজ শ্রীরামচন্দ্র জয় । জানকীবল্লভ দশবদনবিজয় ॥