পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইত্যাদিক স্তবে কর্ণ আচ্ছাদন করি। ‘আমি দাস বলি মুহু নিষেধ আচরি৷ র্তার অসম্মত কৰ্ম্মে অপরাধে ভীত । হইলু আঞ্চলিবদ্ধ অগ্রে অবস্থিত। পুরমধ্যবৰ্ত্তি-রঘুনাথ-সন্নিধান। হইতে বহোতে আগি শীপ্ৰ হনুমান ॥ জরায় গমন-হেতু হস্ত-আকর্ষণে । করাইলা অন্তঃপুরমধ্যে প্রবেশনে। তথায় অদ্ভুত হৈতে অদ্ভুত স্বরূপ। দেখিলাম রাম নরবরাকৃতি রূপ ৷ অখিলমাধুরীময় মন্দিরে সগণে । মহারাজাধিরাজের যোগ্য সিংহাসনে ॥ মুখে অধিষ্ঠান করি আছেন বলিয়া । মহাপুরুষলক্ষণে যুক্ত—ম্বষ্ট-হিয়া ॥ কোনপ্রকারেতে নারায়ণের সমান । সৰ্ব্বপ্রকারেতে লছে উপমা-আখ্যান । আকার-সীষ্ঠব-বরোবর্ণাদি শোভন । ভূষণাদি ঐবৈকুণ্ঠনাথের সমান ॥ র্তাহা হইতেও অতি মধুর বিশেষ । দ্বিভূজ আদি স্বরূপে মনোরমাশেষ । কোদ গুনামেতে ধনু হস্তেতে শোভন । সবিনয় লক্ষায় রমিত আলো ধন ॥ রাজেক্সের দ্যায় প্রজাপলিনাদি কৰ্ম্ম । আশ্রিত-সৎকাৰ্য্যকরণাদি-কথা-ধৰ্ম্ম ৷ র্তাহার দর্শনানন্দ ভরেতে মোহিত । দও প্রণামর্থ অগ্রে ইলু পতিত ৷ কিন্তু সৰ্ব্বপুরুষার্থে শ্রেষ্ঠ মোহ এই ৷ ভক্তিতেও সাধ্য হয় যেহেতুক সে-ই । লে মোহে হইলু দর্শনানন্দে বঞ্চিত । দেখিলু কৃপায় তার হৈয়া উত্থাপিত। মোরে তথা রাখি নিজ-সেবন-বিধানে । একলম্মেক হনুমান গেলা সন্নিধানে ॥ অর্থাৎ শ্রীরামসহ জানকী লক্ষ্মণ । আগ্নে হনুমান এইরূপ সুশোভন ॥ ভক্তেরে হর্ষবিশেষ হয় সনদর্শনে । এ লাগিয়া হতু শীঘ্ৰ করিলা গমনে ॥ প্রভূপ্রিয়া অমুরপ জানকী ব’মেতে । অনুজলক্ষ্মণ বর শোভে দক্ষিণেতে ॥ হস্থ আগ্ৰে থাকি শুভ্রচামরে কখন । করেন বীজন গাই তার গুণগণ ॥ কখন বা স্বনিৰ্ম্মিত বিচিত্র স্তবেতে । করেন প্রভূর স্তব অঞ্জলিপুটেতে। רל শ্ৰীবৃহত্ত্বাগবতামৃত 7.

§ ক্ষণেকে করেন শ্বেতচ্ছত্রের ধারণ । ক্ষণে বা প্রভূর পাদদ্বয়-সংবাহন ৷ ক্ষণে একবারে বহু সেবার প্রকার । ঐরামে ব্যগ্রতা-বিনা করেন বিস্তার ॥ অতি হর্যভরে আমি হৈয়া পূর্ণধার। জয় জয় কঙ্গি প্ৰণমিলু বারম্বার। ভগবান হইয়া কৃপায় স্নিগ্ধ-মনে । পরম অদ্ভুত মৃদু অমৃত-বচনে । করিলেন আপ্যায়িত মোরে অবগম—- "ওহে গোপনন্দন আমার মুহৃত্তম ! ॥ আমাদের প্রতি স্নেহবিধানদ্বারায়। করিলা শুভাগমন এই অযোধ্যায় ৷ সাধু সাধু অতএব বৈস এইস্থানে। ত্যজি ইতস্তত যাতায়াতের বিধানে ॥ ইহাতেই পরিপূর্ণ হইল সকল । প্রণামাদি বহুতর প্রয়াসে বিফল ৷ চিরকাল দুঃখ নাহি দিও তুমি আরে । আপন বান্ধব জান নিশ্চয় আমারে ॥ উত্তিষ্ঠ উত্তিষ্ট হতু মঙ্গল তোমার। ত্যজ মম গৌরবের সয়ম বিস্তার ॥ যেহেতু তোমার প্রেমসমূহে সতত । বশীরুত অtছ সখা | নহে অষ্টমত " তথাপি পরমানন্দভরে বিশেষতঃ । প্রণাম হইতে নাহি হইলু বিরত ॥ প্রভুর আজ্ঞায় তবে আসি হনুমান । করাইয়া ভূমি হৈতে আমারে উখান । ঐযুক্ত চরণপদ্মপীঠসন্নিধানে। বল করি লৈয়া গেল মোরে সেইস্থানে । তবে আমি করিলাম আপনার মনে— দীর্ঘ আশা আমার ফলিল এইক্ষণে । বাঞ্ছতীত ফল মম সম্পন্ন এক্ষণ । কোথা এথা-ছৈতে আর করিব গমন ? ॥ নিজগোপবালকবেশেতে পূৰ্ব্বমত। করি চামরান্দোলন-আদি সেবা যত । কিছুকাল করিলামনিবাস তথায় । ছৈয়া আনন্দভরেতে বশীকৃত প্রায় । অনন্তর হীরঘুসিংহের সেইস্থানে। মহারাজাধিরাজ লীলার বিধানে ॥ ধৰ্ম্মানুসারিণী দেখি অহরূপ তার । নাছি ভক্তবাৎসলোতে ধৰ্ম্মত্যাগাচার ॥ ইষ্টদেব মদনগোপালচরণের। বেণুবাদ্যগোপীমোহনাদি ক্রীড়নের।