পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} ee বিহারমাধুরী অনিৰ্ব্বচনীয় সৰ। ধ্যানাবেশে স্বয়ং বাছা হয় অনুভব ॥ সেই-সব তথায় না হয় আলোকন। আলিঙ্গনাদিক কৃপা না হয় লভন ॥ ঐরামের পাদাজের মহিমানিচয় । লজ্জা নম্রতা সরলস্বভাব বিনয় ॥ ইত্যাদিক হনুমান-মুখেতে শ্রবণে । দেখি সাক্ষাতেও শোকদ্যায় প্রাপণে ॥ কৃষ্ণপ্রেমহেতু সেই শোক যে কারণ। বস্তুতঃ সে শোক নহে—পরtলন্দ ছন ॥ মনোদুঃখ নিবারি শ্রীরামে আরোপণ— ধ্যানে করি নিজেষ্টদেবের গুণগণ ॥ পূৰ্ব্বাভ্যাসবশের কারণ যেসময় । ব্ৰজতুমি আর শ্রীকৃষ্ণের লীলাচয় ॥ আর র্তার অনুকম্পাবলের দ্বারায় । আমার হৃদয়মধ্যে আক্রমণ পায় ॥ পরম শোকাওঁ তবে হৈয়া দ্বারকায় । অযোধ্যা হইতে যাইবারে ইচ্ছা ভায় । মঞ্জিবর হনুমান সেকালে দেখিয়া । বিচিত্র যুক্তিচা তুৰ্য্যে রাখে আশ্বাসিয়া ॥ তথাপি আমার শোক হয় পুনৰ্ব্বার। দেখিয়া শ্রীরামচন্দ্র সে দুঃখবিস্তার ॥ ঐীমদ্ভাগবত প্রখর-করুণ-হেতু কোমলহৃদয় । জানেন জগতচিত্তবৃত্তি সমুদয় ॥ তাহাতে জানিলা তিহু আমার হৃদয়—। “মদনগোপালদেবোপাসক এ হয় । র্তাহার চরণে হয় প্রেমনিষ্ঠ জনে । এহেতুক যোগ্য র্তার সহিত মিলনে ॥ অতএব আনন্দবিশেষে এথাকায় । হনুমানকৃত আশ্বাসের দ্বারা আর ॥ হৃষ্ট না হইবে, অনুতাপ চিত্তে রবে । কেবল দ্বারক যাতে ইচ্ছাবান হবে।’ ইহা জানি প্রণয়েতে কোমল বচনে । "মুখে দ্বারাবতী যাও" এই আদেশনে ॥ শাস্বমাতামহ জাম্ববানে সঙ্গে দিয়া । দ্বারকায় শীঘ্ৰ মোরে দিয়া পঠাইয়া ॥ শ্ৰীযুক্ত শ্ৰীগুরুদেব-পাদপদ্ম মনে । নিরস্তর সাবধানে করিয়া চিস্তনে ॥ সটীক মূলের অর্থ করি অনুভব । স্বথামতি যথাসাধ্য আমি লিখি সব ॥ তাহাতে যে দোষ থাকে করুণা করিয়া সাধুজন ! শুদ্ধচিত্তে দিবেন শুধিয়া ॥ বসুচতুধুরীণাস্ত শ্ৰীজয়গোবিন্দ । নিবেদয়ে ভাবি মনে শ্ৰীজয়গোবিন্দ ॥ ইতি শ্ৰীভাগৰতামৃতে গোলোকমাত্ম্যখণ্ডে বৈকুণ্ঠো নাম চতুর্থে২িধ্যায়: ॥ ৪ । পঞ্চম জাৰ্বTTয় / পঞ্চমে দ্বারকানাথে দুষ্টে গোলোককীৰ্ত্তয়ে । ভৌমেগাকুল-তৎক্রীড়া-তল্লোকমতিমোচ্যতে । • I জয়জয় শ্রী :ষ্ণচৈতন্ত শচীসুত । জয়জয় নিত্যানন্দ পরম অদ্ভুত । জয়াদ্বৈতচন্দ্র জয় গেীরভক্তগণ । কৃপা করি শুন পঞ্চমাধ্যমিকথন । কহেন গোপকুমার—তবে স্বারকায় । গিয়া দেখিলাম যাদবের সম্প্রদtয় ॥ মাধুরবিপ্রগণের সহ বর্তমান । কুমারবর্গসহিত আনৰিধান।