পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করেন নিশ্চিস্তে সদা বিচিত্র বিহার। পৃথক পৃথক বর্গে সমূহ বিস্তার । পূৰ্ব্বে আমি সৰ্ব্বস্থানে করিয়া ভ্রমণ। কোনস্থানে শ্ৰীবৈকুণ্ঠদেবেও কখন। যে মাধুৰ্য্যপরাকাষ্ঠা ন কৈলু দর্শন । যাদবগণেতে• তাহ করে বিরাজন। তাহাদের দর্শনে যে আনন্দ হইল। তাথে প্রণামাদি করি সর্বাৰ্থ ভূলিল । সৰ্ব্বজ্ঞপ্রবর তারা সকল জানিল । যে আমি যেহেতু যথা হইতে আইল । অতএব বলদ্বার করিয়া গ্রহণ । আমারে যাদবগণ কৈলা আলিঙ্গন ॥ "ব্রজে গোবৰ্দ্ধনপৰ্ব্বতের সন্নিধানে । গোপালের পুত্র' এই মুনিশ্চয় জ্ঞানে ॥ স্নেহসমূহেতে আদ্র তাহদের মন । করে ধরি অন্তঃপুরে কৈলা প্রবেশন ॥ তবে আমি দূরে হৈতে দেখিলু বিস্তার। মধ্যেতে মুধৰ্ম্মানামে মহত সভার। মণিস্বর্ণময়কৃত আসনবরেতে । পরম উৎকৃষ্ট তুলিকার উপরেতে। বসিয়া লীলাম্বুকমে বিরাজিতমান । শ্ৰীদ্বারকানাথ কৃষ্ণচন্দ্র ভগবান ॥ নারায়ণের বিচিত্র যে মাধুরীর সার। শ্ৰীমুখ-লোচনাদি আকার অলঙ্কার । পূৰ্ব্বোক্ত-সকলেতে হয়েন মুসেবিত। অর্থাৎ কিঞ্চিৎ সাম্য ইহার সহিত । কোন অধিকাধিক শোভাতিসমুদয়ে। র্তাহ হৈতে শ্রদ্বারকানাথ যুক্ত হয়ে । কৈশোরশোভা মিশ্রিত যৌবনে পূজিত । মনোহর হস্তদ্বয় ভক্তে প্রকাশিত । মাধুৰ্য্যভঙ্গিতে সেবকের মনোহরে। বোধাতীত মহাশ্চর্য্যবিনোদ-সাগরে ॥ শ্ৰীদ্বারকানাথের মস্তক-উপরিতে । বিস্তারিত শ্বেত ছত্র আছে বিরাজিতে ॥ শ্বেত দুই চামর সুবৃহত-আকার । পার্শ্বন্ধয়ে বীজলেতে প্রমে অনিবার। অগ্রে সুবর্ণরচিত পীঠের উপরে। শ্রীযুক্ত পাদুকাদ্বয় বিরাজন করে । শ্রীরাজরাজেশ্বর শ্ৰীৰাবকাধিনাথ । তার অনুরূপ ভূষণাস্ত্রাদিক সাথ । চতুদিগে আছে পরিচারকের গণ । অঙ্কুপাম শ্রীভগবানের যোগ্য হন। ষ্ট্ৰীবৃহভাগবতামৃত SOS মহাবিভূতি রথাখ নিধি পারিজাত। গীতবৃত্যাদি সকল বিরাজে বিখ্যাত। নিজনিজাসনে বসুদেব রামাকুর। গর্গাদি দক্ষিণপার্থে বলিয়া প্রচুর। বামে রাজা উগ্রসেনে অগ্রেতে করিয়া । গদ সত্যকি মুজনে আছেন বসিয়া ॥ মন্ত্ৰী বিকঞ আছেন তার সন্নিধানে । সেনাপতি কৃতবৰ্ম্ম-অাদি সৰ্ব্বজনে ॥ যাদবের শ্রেষ্ঠ ভোজ-অন্ধকাদি অীর। অন্ত নৃপ-আদি সব বসিয়া বিস্তার ॥ হেনই সমযে সেই নারদ এস্থানে। কৌশলে বীণার বান্তে আর শ্রেষ্ঠ গানে। হালাইয়া প্রভুরে বিবিধপ্রকারে। শ্লাঘায় আমোদি বারম্বার উঠি ফেরে। অগ্ৰে থাকি শ্রীগরুড় করেন স্তবন। পুনঃপুনঃ করেম পাদপদ্মসংবাহন ॥ রহস্ত সুপ্রিয় গোকুলাদির কথায় । আপন ঈশ্বরে দেন সন্তোষ-উপায়। সভামধ্যে ব্যক্ত করা অযোগ্য সে-সব । এহেতু নিকটে থাকি কহেন উদ্ধব। শিষ্য বৃহস্পতির—মন্ত্রিবর হন। সঙ্কেতে কহেন, অন্যে না যুঝে কথন। চিরকালীনের দর্শনেচ্ছার বিষয়। দেখিয়া হৈলাম প্রেমভরে মোহময় ॥ দূরে পড়িলাম দেখি প্ৰভু প্রকাশিত। উদভট স্নেহরলেতে হইয়া পূরিত। আনিবারে আমারে আপন সন্নিধানে। উদ্ধবে আদেশ করিলেন ভগবানে ॥ প্রভুপাদ-সংবাহনরত শ্ৰীউদ্ধব। গোকুললোকপ্রিয় দেখিয়া মম সৰ। গোপকুমারের বেশ লক্ষিয়া আমারে। হর্ষযুক্ত হৈয়া আইলেন শীঘ্রকারে। যত্নে উঠাইয়া সচেতন করিলেন। হস্তদ্বয় ধরি প্রভুপার্থে আনিলেন। নিজনিকটে আমা করিতে আনয়মে। উঠিবার কামনা করিয়া সে আপনে ॥ ভগবান অতিশয়ে কৃপার লক্ষণে । আগ্রে যেই পাদপদ্ম করিলা অপণে ॥ উদ্ভব বলেতে মম হস্তে আকৰ্ষিয় । তাহাতে মস্তক মম দিলেন রাখিয়া ॥ প্রাণনাথ নিজকরাজুজের দ্বারায়। প্রত্যঙ্গ আমার করে মার্জনের স্তায় ॥