পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છેર তিন-লোক-গ্রাসকারী বৃত্ৰাক্ষর হয় । তার বধ-হেতু পূৰ্ব্বে প্রার্থনা-নিচয় ॥ করিলাম, তাথে স্বয়ং উদাসীন হৈলা । সে-বিষয়ে মোরে মাত্র প্রেরণ সে কৈলা ॥ অমরাবতী মোর পুরী করিয়া ভঞ্জন। রচিলেন সৰ্ব্বোপরি আপন ভবন । ব্ৰহ্মলোক-উপরেতে ‘শ্রীবৈকুণ্ঠ' নাম । নুতন সচ্চিদানন্দঘন পরং ধাম ॥ যদি কহ—কোটি-সিন্ধু-গম্ভীর-আশয়। ঞিহ হন, সদা ছবিবতর্ক্য-লীলাময় ॥ পরদুঃখকাতর—করুণা প্রকাশিয়া । করেন সকল, ইহা মান্তে নিজ হিয়া ॥ সত্য, কিন্তু যদি তিঁহ প্রসন্ন হইয়া । আপনি সাক্ষাৎ হন কৃপা প্রকাশিয়া । আমাদের পূজাসব করেন স্বীকার। তবেত পারিয়ে মোরা সহ করিবার ॥ তাহাসব দূরে থাকু, তাহার দর্শন— । প্রত্যহ না পাই মোরা, কি কব কথন । মাতা-পিতা দুহাকার যেই আরাধন। পুৰ্ব্বজন্মে ইহজন্মে অতি অগণন ॥ তার বলে—বৃহস্পতি-আগ্ৰহেতে আর । আমাদের পূজামাত্র করেন স্বীকার ॥ সেইক্ষণে আমাদের অশক্য দশন । আপনার স্থানে প্রভু করেন গমন ॥ বহুস্তবাদিতে মহাশয় পুনৰ্ব্বার। আসি আমাদের পূজা করেন স্বীকার ॥ এই লাগি কহ তুমি—‘অনুগ্রহপাত্র । তাহাতে কহিয়ে কিছু শুন মুনি মাত্র । আমী-সকলের প্রতি করিয়া বঞ্চন । কহেল বামনদেব আদেশ-বচন— ॥ যেকালপৰ্য্যস্ত আমি এথা না আসিব । তাবত করিবে পুজা ব্ৰহ্ম কিম্বা শিব ॥ যে-কারণে র্তার: আমাহৈতে ভিন্ন নন । একমুক্তি তিন—ব্রহ্মা বিষ্ণু রুদ্র হন ৷ ইত্যাদি শাস্ত্রের বাক্য হইলে বিস্মৃত । দেহখ কেবল ইহা বঞ্চনা বিস্তৃত ॥ অনন্তগতিক মোরা,—বিষ্ণুপাদদ্বয়। বিনা অন্ত উপাসনে রুচি নাছি হয় ॥ ইতা ভালমতে স্বয়ং জানিয়াও মনে । “এক মুৰ্ত্তিন্ত্রয়ো দেবাঃ' শাস্ত্রের বচনে ॥ অন্তের পূজায় যে করেন প্রবর্তন । কেবল মোদের প্রতি র্তাহার বঞ্চন ॥ वैंभढांशदङ যদি কছ—তার পার্শ্বে করহ গমন । তাহাতে কহিয়ে শুন সাবধান-মন ৷ র্তার বাসস্থান আত্মারাম-মুনিগণে । আমাদেরো হয় সদা দুল্পত-গমনে ॥ কখন বৈকুণ্ঠে কভু ধ্রুবলোকে বাস । কদাচ ক্ষীরোদ-মাঝে করেন প্রকাশ। সম্প্রতিক দ্বারকায় আবাস র্তাহার। তাহাও নিয়ত নহে, শুনহ বিস্তার ॥ কদাচিত পাওব-আলয়েতে নিবাস ৷ তার পূৰ্ব্বে মথুরায় আছিল প্রকাশ ॥ তাহার পূৰ্ব্বেতে পুন গোকুলনগরে। সেখানেহ ফিরে বনে হৈতে বনাস্তরে ॥ অনিয়ত পরম রহস্য বাস লাগি । আমাদের গমনের নহে কন্তু ভাগী ॥ তদুক্তং প্রথমস্বন্ধে ( ভা: ১।১১।১ )— ষহ্যমুজাক্ষাপসসার ভো ভবান, কুরুন মধুন বাথ সুহৃদিদৃক্ষয়া ইতি । এইসব প্রকারেতে র্তাহার দর্শন । দুর্লভ,—কোথায় তার কৃপার লক্ষণ ॥ ব্ৰহ্মপুত্ৰ-শ্রেষ্ঠ হে নারদ মহাশয় । । সনকাদি হৈতে ভক্তিবিশেষে নিশ্চয় ৷ আপনার পিতারে জানিহ মুনিশ্চয় । শ্ৰীহরির অনুগ্রহপত্র মহাশয় ॥ যেহেতুক তিহু লক্ষ্মীকাস্তের সস্তান । ইহাতে কহিলা এক ভাবের সন্ধান ॥ বিষ্ণু-নাভিপদ্ম হৈতে ব্ৰহ্মাত জন্মিলা । লক্ষ্মীগর্ভ হেতে নাহি জন্ম সে লভিলা ॥ তথাপিহ বিষ্ণুপুত্ৰ-হেতু অভিমত । লক্ষ্মীহ জানেন তারে নিজপুত্ৰ-মত ॥ ইহাদ্বারা বুঝাইল ব্রহ্মার সম্পত্তি । নিঃশেষে যাহাতে নাহি কদাপি বিরক্তি ॥ র্যার একদিনে মন্বস্তরদিতে যুক্ত । আমাতুল্য চতুর্দশ ইন্দ্র হয় ভুক্ত ॥ সত্যাদিক-চারিযুগ সহস্র প্রমাণ । যার দিন, পুনরাত্রি এই পরিমাণ ॥ এ দিবা-রাত্রির তিনশত-ষাটি-মানে । যেই এক বৎসর হয় ত পরিমাণে ॥ হেন শতবর্ষ যার আয়ুর গণন । শুনিয়াছি—নাহি জানি অল্পায়ু-কারণ। লোক আর লোকপালগণ-স্বষ্টিকারী। প্রাজাপত্য-ইন্দ্ৰ হাদি দেন অধিকারী।