পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইথে এই দেখাইলা—‘শ্রীনন্দনন্দন । বশীভূত ভক্তের আপনি সদা হন। র্তাহার রূপের যে মহিমা সমুদয় । কোনোজন কহিবারে সমর্থ না হয় । তথাপি যেমত আছে শক্তি আপনার । কহিয়ে কিঞ্চিৎ তাহে হেতু জানিবার। যেহেতুক সেই ভগবানের বিস্ময়। আপনার রূপসৌন্দৰ্য্যাদি দেখি হয়। যা দেখি গো-মূগ-পক্ষি-লতা-তরুগণ । পুলকাশ্ৰ-আদি ভাব হইল প্রাপণ ॥ ওহে তাত ! সেই রূপ আশ্চৰ্য্যকথন । গোপিকাগণেরে ধৈর্য্যা করেন হরণ ॥ যদি কহ—স্বাগণের চাঞ্চল্যস্বভাব । সেহেতু ধৈর্য্যহরণ হয় ত সম্ভাব ? ॥ তাহাতে শুনহ—সেই শ্রীগোপিকাগণ । কুলক্ষ্মীসকলে পূজে র্যাদের চরণ ॥ মহালক্ষ্মী হইতে যাহারা হৈল শ্রেষ্ঠ । রূপ-শল-গুণ-কৰ্ম্ম-লাবণ্যে যথেষ্ট । শ্রীগোপালদেবপ্রিয় সেই গোপগণ । র্তাহীদের ধৈর্য্যহানি কি কব কথন । সে রূপ দেখিয়া যত ইতরঞ্জনার । যেই ভাব হয় তাহ করই বিচার ॥ --( به لا یا د:؛تا : ) : fffهای যদর্শনে পক্ষাকৃতং শপত্তি বিধিং সহস্ৰাহ্মমপি স্তুবস্তি । বাঞ্ছস্তি কৃত্ব সকলেন্দ্রিয়াণাং কা” কাং দশাং বা ন ভজস্তি লোকাঃ । বিধাতারে শাপ দেয় যে-কুপ-দর্শনে । যেহেতু করিল নেত্রে পক্ষের স্বজনে। পক্ষ্মের দ্বারায় ত্বক্ষু হৈয়া আবরণ। সে মাপ-দর্শনে হয় বিঘ্ন যে কারণ ॥ সহস্রাক্ষ নানা অপরাধী সেকারণ । অথবা গৌতম-শাপে বিরূপলক্ষণ । তাহাতে স্তবের যোগ্য সেই নাহি হয়। তথাপি সৰ্ব্বদা স্তব তাহার করয় ॥ সহস্ৰ নেহেতে করে সে রূপ দশন । এই লাগি তার স্তব জানিই কারণ ॥ সকল ইঞ্জিয় হকু ময়ন আমার । সেইসবদ্ধারে দেখি কৃষ্ণরূপ সার ॥ এইমত করে সদ বাস্থ্য সমুদয়। কোন কোন দশা নাহি ভজে লোকচয় । শ্ৰীবৃহস্তাগবতামৃত ఏలిని মহিমা ব্ৰজ ভুমির কি করি বর্ণন । অর্থাৎ বর্ণনে শক্ত নহি কদাচন ৷ যে স্থানে শ্ৰীকৃষ্ণ রূপ-সৌন্দৰ্য্য আপন । পরম আশ্চৰ্য্য সে করেন বিস্তারণ ॥ যেহেতু ব্রজের তুল। স্বভাবেতে স্থিত। এমত কৃষ্ণের সহ হইয়া মিলিত ॥ ব্রজভিন্ন বৈকুণ্ঠদ্বারকাবাসিজন । ব্রজবাসিতুল্য ভাব না করে বহন ৷ শৈশবশোভায় তার বয়স আশ্রিত । সদা তথা যৌবনলীলায় আদরিত। অতএব মনোহর কৈশোর-দশয় । অবস্থিত পঞ্চদশবর্ষ অবস্থায় ॥ গুণ-কাস্তি-লাবণ্যাদি দ্বারা প্রতিক্ষণ । নূতন হইতে অতিশয় সুনূতন ॥ যে যে কৰ্ম্ম পূৰ্ব্ব কছু ব্ৰহ্মা পঞ্চানন। স্বয়ং শ্ৰীবৃসিংহ-রঘুনাথাদি কখন না করিলা কোন স্থানে কোনই প্রকারে। মহাদৈত্যগণে বধকরণাদি আরে। ভক্তিবিস্তারাদি যেই দুষ্কর হইল। সুন্দর বাল্য-চেষ্টায় ব্রজে তা করিল। সেই সেই লীলামৃতসাগর-ভিতরে। অবগাছে মম জিহবা অতি ভয় করে । সে-লীলা-মধুদ্রব্য-প্রিয়া জিহবা মম। ভয় পায় তবে এই লজ্জা ত অসম ॥ যেহেতুক যেই কৰ্ম্ম অশক্য নিশ্চয় । কখন তাহাতে লোক প্রবৃত্ত না হয়। মম চিত্ত শ্ৰীহরির লীলামৃত সার। না করিল পান কর্ণপুটে একবার ॥ তাহে প্রবর্তিতে বাঞ্ছা করে, সে-কারণ । নিশ্চয় চাঞ্চল্য লজ্জা না করে রক্ষণ ॥ তিনমাসকালে যেই করিয়া শয়ন। মৃদুপদে কৈলা স্কুল শকটভঞ্জন ॥ এমত পারমৈশ্বৰ্য্যবিশিষ্ট যে হয়। স্তন্তহেতু রোদন কি তারে সম্ভবয় ? ॥ তথাপি বাল্যলীলায় করেন রোদনে । পুনঃ স্তন্যপানে আর মুত্তিকাভক্ষণে ॥ দুইবার মায়ে মুখভিতরে আপনে। সমস্ত জগত করাইলেন দর্শনে ॥ তৃণাবৰ্ত্তবধে যেই লীলা করিলেন। আর গমনের ভঙ্গী ষে আচরিলেন। আর গোপীগণের তোষণের কারণ। করিলেন শ্রীকৃষ্ণ যে গোরস-চোরণ ॥