পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনৰ্ব্বার নারদ বৈষ্ণবর্তিপ্রয়জন । যাত্রাসিদ্ধিপ্রতি যত শুভ সুলক্ষণ ৷ চতুৰ্দ্দিগে দেখিয়া হইয়া হৃষ্টমন। সৰ্ব্বজ্ঞ আমার প্রতি কহেন বচন— হে শ্রীযুক্তব্রজবীরপ্রিয় ! সে ত্বরায় । নিজ প্রয়োজন সিদ্ধ জান সমুদায় ॥ ওহে মহাভাগ । অতিশয় শোভমান । পূৰ্ব্বে করিলাম ইহা সব অনুমান । অতুল্যমুখভরের প্রাস্তসীমা হয়। শ্রীবৈকুণ্ঠধাম—ইথে নাহিক সংশয় ॥ তাহা হৈতে মুখাধিক শ্ৰ অযোধ্যাপুরে দ্বারকায় তাহা হৈতে মুখের প্রচুরে । এসবস্থানেতে আগমনেও তোমার । দুর্ঘট চিত্তের দুঃখ ঘটয়ে বিস্তার ॥ সেই যত স্বৰ্গাদিতে সেসবস্থানের । অধিষ্ঠানকৰ্ত্তা-স্বামি-শ্রীভগবানের ॥ পাদপদ্মস্বয়দৰ্শ্বনেও ঘটে তব । মছল্পের্ণকাদিসবার অজ্ঞান সম্ভব । উপরে কথিত দুঃখ আর ত অজ্ঞান । যেহেতু হইল তার কহি অকুমান ॥ নিজপ্রিয়বর স্বামী-মদনগোপাল । তার পাদপদ্মদ্বয়-দর্শনে বিশাল ॥ প্রণয়সমুহ বাঢ়াইবার কারণ। দুঃখ আর অজ্ঞান মানয়ে মোর মন । তাহা ন হইলে এই বৈকুণ্ঠাদি ধামে। কাহার কেমতে বা ঘটয়ে দুঃখগ্রামে ॥ স্বৰ্গাদিক হয় জ্ঞানস্থান নিরস্তর । তাহাতে অজ্ঞান কেনে টয়ে দুস্তর ? ॥ অজ্ঞাতহেতুক মনঃক্ষোভের রহিতে । আর মহাকৌতুকেতে মহল্লেকাদিতে। সৰ্ব্বশ্রেষ্ঠমনোভিনিবেশের দ্বারায় । অতি প্রেমে বিষ্ণুর দর্শন হৈল তায় । বিবিধ জ্ঞানেতে মনে চাঞ্চল্য জন্ময় । অত্যন্ত ঔৎসুক্যাভাবে ভাব নাহি হয়। তাহে ভগবানের করিলেও দর্শন। স্বখোদয় তাদৃশ না হয় কদাচন। অতএব ভাবে বিষ্ণু কৈলে বিলে কন। তাছে মুখবিশেষ জন্মিল সেইক্ষণ ৷ শ্ৰীবৃহদ্ভাগবতামৃত St': সেইহেতু নিজ ভব দীর্ঘ চিরন্তন। অভীষ্ট শ্রীমদনগোপালশ্রীচরণ ॥ সন্দর্শন সিদ্ধ লাগি যাহ বৃন্দাবন । পৃথিবীর শোভা কীৰ্ত্তি যে করে বর্ধন ॥ সে স্থানে সাধনসব অচিরে নিশ্চয় । হইবেক সত্য সাধু সম্পন্ন বিষয় ॥ সৰ্ব্ববৈকুণ্ঠোপরি বিরাজিত শ্রীমান । গোলোক-প্রাপক সেই সাধন-বিধান । তবে নারদের বাক্যামৃতে হৈয়া প্রীত । উদ্যত হৈলাম ব্রজে গমনে নিশ্চিত ॥ মনে আকাঙ্ক্ষিত কৃষ্ণ-আজ্ঞা লষ্টবারে । এত বুঝি কহিলেন উদ্ধব আমারে— ॥ যদি তার স্থান-ভিন্ন যাহ অন্ত স্থানে । তবে যাদবেন্দ্রের আজ্ঞাপেক্ষা-বিধানে ॥ সেই শ্রীমাথ-র-ব্ৰজসম্বন্ধিণী ভূমি। দ্বারকা হইতে মহাপ্রিয় জান তুমি । এই দ্বারকায় তার সাক্ষাত সেবায় । শ্রীকৃষ্ণচন্ত্রের যত প্রীতি না জন্মাম। সেই ব্ৰজস্থানে বাস করিলে কেবল । র্তার প্রীতি দৃঢ়তর জন্ময়ে সকল । অতএব যাদবেন্দ্রপ্রিয় সুবিরল। ব্ৰজবাসিজনের আশ্বাস করি ছল ॥ শ্রীমদ্ৰব্ৰজভূমিমধ্যে বহুদিন । করিলাম বাস আমি সুখেতে প্রবীণ ॥ যদি কহ—তবে গমনাজ্ঞা না প্রাখিব। মঙ্গল দর্শন করি গমন করিব ? ॥ তাহে মানি ব্ৰজতুমি গমনকরণ । তোমার কামনা যেই মনেতে এক্ষণ । মণীশ্বর জানি সেই নিজপ্রিয়স্থানে । লইবেন নিজপ্রিয় তোমারে বিধানে। তবে তার বাক্যামৃত পান করি হিত । হইলাম পরম-আনন্দেতে পূরিত। মোহপ্রাপ্তমত দ্বারকায় হইলাম। বাহদৃষ্টি মুদ্রিত ক্ষণেক করিলাম। কেহ যেন কোথায় আমারে গৈয়া ঘাম । এইরূপ বিতর্ক তখন মনে ভায় ॥ "কেনচিৎ-শব্দের অর্থ শুন দিয়া মন । সাক্ষাত শ্রীভগবানে হইলে দশন ॥