পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাধুৰ্ত্তশ্রেষ্ঠ নিজ সৌরভ্যাতিশয়। বাছা পূৰ্ব্বে অনুভূত ন হৈল নিশ্চয়। মম নাসাম্বারা তাহা প্রবিষ্ট করিয়া । সংজ্ঞা করিলেন মুহু লীলায় চলিয়া। র্তার মুখপঙ্কজ করি অবলোকন। সসন্ত্রমে সত্ত্বর উঠিলাম তখন ॥ হর্ষভরে ব্যাপ্তদেহ কুষ্ণে ধরিবারে । শ্রেষ্ঠ পীতবস্ত্রে হৈলু উদ্যত তাহারে । পশ্চাত-গতিতে নাগরেন্দ্র মুরলীকে। ৰাজাইতে বাজাইতে চলিলা অধীরে । নিজ লীলাক্রমে কুঞ্জে হৈলা লুকায়িত। তখন না পলু অতি হৈয়া ও ধাবিত।। অন্তৰ্দ্ধানকৃত কৃষ্ণ-না দেখিয়া তাহে। মুচ্ছ গৈয়া পড়িলাম যমুনাপ্রবাহে।। জলবেগে কতদূর বহিলে আমায়। বোধ পায়্য। নিজ নেত্র প্রকাশি তথায় । দেখিয়ে মনের বেগ জিনিয়া বিমানে। তর্ক নাহি হয় যাঙ্গ—উদ্ধ সে যালে । । মহাশ্চর্য্য কোন পথে কোন দেশাস্তরে। আগমন করিয়াছি অত্যন্ত সহরে । যাবত বিচারি চিত্ত সমাধান কfর । তাবত বৈকুণ্ঠলোক পাইলু শহর । ठांश ८मशि :४जू झमभृक्क थf ठ*म्र । তবে অতিক্রম হৈল অযোধ্যারিচয় । তবে সৰ্ব্ববৈকুণ্ঠশিলোকের উপরে। শ্ৰীগোলোকধাম নিত্য বিরাজন করে। । সদা নিজেষ্টদেবের এীড়ার বিষয় । চিরকালকুত সৰ্ব্ব আশার আশ্ৰয়।। এই শ্ৰীযুক্ত মথ রামগুলে যাদৃশ! আছয়ে গোলোকধামে সকল তাদৃশ । শ্ৰীমথ রামণ্ডলস্বরূপ সে ভুবনে। সেই মধুপুরী তাছে করিয়া গমনে।। এ মথ রামত সেই পুরীতে বৰ্ত্তয়। বৈকুণ্ঠেপেরিও মৰ্ত্তালে;করীতি হয়। ইহা দেখি মানস-সিদ্ধির সম্ভাবনে। অত্যন্ত বিস্ময়-হৰ্ষ হৈল মম মনে ॥ সেই মধুপুরীমধ্যে শুনিলাম এই—। শাস্ত্ৰাধিতে প্রসিদ্ধ আছয়ে কংস যেই। পিতা-উগ্ৰসেন বসুদেব-দেবকীরে। নিগ্ৰহ করিয়া কংস স্বয়ং রাজ্য করে। পুথিবীতে পূৰ্ব্ব যে কংসাদিসমুদয়। করিলেন কৃষ্ণচন্দ্র বিনাশ নিশ্চয় ॥ ● ক্রীবৃহদ্ভাগবতামৃত Ꮌ© Ꮽ. তাদের সংপ্রতি শ্ৰীগোলোকে থাকিবীর । কারণ অগ্ৰেতে ব্যক্ত হইবে বিস্তার। সে কংসের দৈত্য-আদিগণ পরিবার } অত্যন্ত অন্যায়কারী সকল দুৰ্ব্বার ॥ তাছার শঙ্কায় দেব আর যদুগণ। করিতে না পারে কেহ সুখে বিহরণ ॥ তাহে তারা বহুবিধ পীড় সদা পায়। উদ্ধবাদি কেহকেহ গেলেন কোথায় ॥ অক্র রাদি কেহকেহ কংসের আশ্রয়। করিয়া তথায় বাস করিলা সভয় ॥ এইসব পুৰ্ব্বে ভূমি-বৃন্দাবনে যেন। করিলেন শ্রীনন্দনন্দন ক্রীড়া তেন ॥ গোলোকে কুষ্ণের বাঞ্ছা মুখেতে ক্রীড়ার। সাণগ্রীর কারণ দেখাইলা বিস্তার ॥ অন্তথা পরমৈকান্ত যেই ভক্তজন মনঃপরিপূর্ণ তার নহে কদাচন ॥ আমিও হইযা কংস হৈতে ভৗতমন। বিশ্রাস্ত-তীর্থেতে তবে কী রয়া মজ্জন ॥ মধুপুরী হৈতে শীঘ্ৰ হৈয়া বহির্গত। চলিলাম বৃন্দাবনে তখন যত্ন ত: | ইন্দ্র-ব্রহ্মা-আদি গরুড়াদি পার্ষনের। অগম্য সে ধাম স্বযfচন্দ্রাদি দেবের ॥ ভূমি ভারতবর্ষে যে আর্য্যাবৰ্ত্ত দেশ । তার রীতি সে গোলোকে নিরূপি বিশেষ । ভেীম-ব্ৰজ নরভাষাচ তোiদদ্বারে। স্বৰ্য্যোদয় প্রভৃতিতে মনোহরসারে । গোলোকেও এইরূপ ব্যবস্থ-বিচারে। রুদ্ধ হইলাম অতি মহা চমৎকারে ॥ তাহাতে আনন্দরূপ রসের সাগরে। হইলাম নিমগ্ন সপ্রেমভাব পরে ॥ ক্ষণপরে দেখিলাম কতজন তায় } বলেতে ভ্রমণ করে গোপবেশন্তায় ॥ আর কতগুলি তথা কৈলু আলোকন। গোপীবেশযুক্ত পুষ্প করেন চয়ন ॥ তারা সব মম পূৰ্ব্বদৃষ্ট যতজন। রূপগুণাদিতে সৰ্ব্ব হৈতে শ্রেষ্ঠ হন ৷ মনোধন হরণ র্তাদের যে করিল। তার ভাবে ব্যকুলিত সকলে হইল। দর্শনমাত্রেতে আমি তাদের সমান। পাইলাম ব্যাকুলত্বাদিক বিদ্যমান ॥ যত্নেতে পাষ্টয়া ধৈর্য্যমত ক্ষণপরে। . তাহাদিগে ইহা জিজ্ঞাসিলাম আদরে