পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তবে আমি শুনি তার বাক্যসমুদায় । অতিষিক্ত চৈধু পরমানন্দধারায় । বৃদ্ধার দেখান পথে কৃষ্ণ আগমনে । একদুষ্টে থাকিলাম করি আলোকনে। পরম-আন দ-ভারে দু উরু স্তম্ভিত। হইল, তথায় ক্ষণ হৈলু অবস্থিত। কোনমতে বত্বে অগ্রে বাইয়া তখনি। দূরে শুনিলাম কোন অনির্বাচ্য ধ্বনি । মোহন বংশীর ধ্বনি অস্ফুট মধুর। গোসবার হারৰে ললিত প্রচুর । বড়,জ-জাদি সপ্তস্বর লীলায় মুগীত । মধুর মল্লার-আদি রাগেতে কলিত। জগত-মধ্যেতে অতি শ্রেষ্ঠ বিরচিত। বিবিধ মূছনা-পরিপাটী-বিললিত। গোপিকাপ্রভৃতি এজনিবালিজনের। ঋটিতি বলিত পরমাকৰ্ষ মনের। ৰেই মুরলীর ধ্বনি করিয়া শ্রবণ। ৰুক্ষদের আবে দীর্ঘ রসধারাগণ । ব্ৰজবালিসকলের নয়ন হইতে । অশ্রীর প্রবাহ যাহে লাগিল বহিতে ॥ কৃষ্ণমাতৃগণ বৃদ্ধবয়স্কসবার । স্তন হৈতে স্ৰবে অতিশয় ক্ষীরধtর । কালিন্দীর প্রচলিত জলবেগ সব । নিবৰ্ত্ত হইল—স্থির রহয়ে বিভব । মাহি জানি শ্রীকৃষ্ণের বংশীয় করণ । অমৃত কি গরল সে করয়ে বমন ৷ না জানি সে নাদ হজ্ব হইতে কঠিন । কিবা জল হৈতে অতি মৃদ্ধ অম্বুদিন। নাহি জানি চক্ৰ হৈতে শতল সে হয় । কিবা জলিতাfগ্ন হৈতে উষ্ণ আতিশয়। যেই নাদ শ্রবণেতে উন্মাদ জম্মিয়া । যত ব্ৰজবাসিজন থাকিল মোহিয়া ॥ ক্ষণপরে দেখি গৃহ হইতে নির্গত । ব্ৰজগোপীগণ যত হইলা আগত ॥ শ্রীনন্দনম্বনের করিতে নীয়াজন। দীপ-সর্বপাদি বস্তু হস্তেতে ধারণ ॥ অন্ত গোপী শিরেতে অৰ্পিত অলঙ্কায় । উপভোগ্য দ্রব্য যত শিরেতে কাহার। কেহ নাহি করে কিছু অপেক্ষা আচারে। সএম ৰিয়েতে যুক্ত স্থলে অম্বুবারে। সেইদিগে ধায় গোপী বেদিগে সত্বরে। ৰেণুমাদসহ বেছ ছদ্বারব করে । बैौतूहडांशबजांश्रुख Astét কেহকেহ বিপরীত ধরিলা ভূষণে । কেহবা আকুল নীবী-কেশের বন্ধনে ॥ কেহবা হইল গুহে তরুর সমান । কেহ ভূমে পড়িলা মোহিতা—নাহি জগন। কেহবা মুছিত অশ্র-লালার্দ্র-বদন । সখীগণে লৈয়া যায় করিয়া ধারণ ॥ কেহ প্রেমতরেতে অকুল গোপী যায়। সখীগণ কছে—"ওই দেখ শু্যামরায়" ॥ তবে কৃষ্ণনামলীলাগানেতে তৎপর l ৰিচিত্ৰ-ভূষণ-বস্ত্র বেশ-কাস্তিধর। কুমার সৌভাগ। মদ করে প্রহরণ । বেগে যমুনার তট কৈলা আশ্রয়ণ ॥ করিতে করিতে এইসব আলোকন । কেহ যেন অগ্ৰে মোর কেলা আকর্ষণ ॥ ধাবমানা যতেক গোপিকাগণ-সঙ্গে । বেগেতে ধাইয়া আমি চলিলাম রঙ্গে ॥ তবে দেখিলাম দূরে হৈতে বংশধরে । মধুর মুকুলী বাজাইয়া ধরি করে। সখাপণ্ডগণমধ্য হইতে ত্বরায় । বেগে বহির্গত হৈয়া কৃষ্ণচন্দ্র ধায় ॥ শ্ৰীদামেরে কন-ওহে শ্ৰীদাম সুন্দর। তব কুল-কমলের সাক্ষাৎ ভাস্কর। স্বরূপ•-নামক এই মুহৃদ আমার । আইল পাইলু—ইহা কহে বারবার । ধাবনেতে চলে কদম্বের মালা যার । অবতংস বস্ত্র বর্হামুকুট লে আর ॥ বনমালা-আদি বনবেশ স্বশোভিত । দিগগৰ কৈল সৌরভ্যেতে সুবাসিত । লীলাতে ঈষত সে হাসেন অনুক্ষণ । তাহার শোভায় বিকসিত পঞ্চানন ॥ কৃপাবলোকনে দীপ্ত পঙ্কজনয়ন। ৰিচিত্র সৌন্দর্য,তর শ্রেষ্ঠ বিভূষণ ॥ গোধূলিতে অলঙ্কত অলকা চঞ্চল। তাহা সংবরণে ব্যগ্র হস্তগুলিদল । ভূমির শোভাতিশয় দান করিবারে। ভূমি স্পশি বৃত্যেল্লোসে গমন আচারে। মুজাতপঙ্কজপদ বেগে উচ্চালনে। উয়াগতরেতে মনোহর মুশোভনে ॥ কৈশোরমাধুর্য্যতরে সদা উল্লসিত৷ ঐগাত্রের মেঘকাস্ত্যে দিগ, উজ্জ্বলিত । •মূল ছণ্ডলিখিত গ্রন্থে সৰ্ব্বত্র 'সাপ পাঠ আছে।