পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইথে বুঝ শ্রীরাধাকৃষ্ণেতে পরস্পর। উপমা হয়েল-অক্স নাহি সমপর ॥ ততঃপরে গোপরাজ স্নানাদিক করি। আইসেন বলরাম-সহিত সত্বরি ॥ স্বরাদিতে ইহা জানি যত গোপীগণ। লুকাইলা, কৃষ্ণ তগ্রে হইলা তখন ॥ ভোজনশালায় নন্দ কনক-আসনে। বসিয়া আরম্ভ কৈলা করিতে ভোজনে ॥ রামরষ্ণ দুইভাই তার পার্শ্বদ্বয়ে। কনক-আসনে বলি ভোজন করয়ে ॥ শ্ৰীকৃষ্ণ বামেতে—রাম দক্ষিণে র্তাহার। একপাত্রে ভোজন হৈতেছে সবাকার । তাছাদের অনেক আগ্রহুেতে সম্মুখে। বলি আমি পৃথক ভোক্তন করি মুখে ॥ রত্ন-স্বর্ণ রক্ততের বিবিধ ভাজনে। দ্রব্যাদি ভরি রোহিণী করেন প্রেরণ ॥ গৃহমধ্য হৈতে আনি যশেদা আপনে। করেন পরিবেষণ পুত্রে স্নেহমনে ॥ ভোগপুরন্দর এফ চতুৰ্ব্বিধ অল্প। ভোজন করেন সৰ্ব্ব সগদণ-সম্পন্ন ॥ তিন্নভিন্ন বিচিত্র কটোরাতে পূরিত। বিস্তীর্ণ কনক-স্থানে করিয়া আনীত । গ্রালগ্রাস রচনা করিয়া সেইসব । ভোক্তন করেন কৃষ্ণ সুখ-অশুভব ॥ মাতা পিতা ভ্রাতা যত্নে ক্রমে কৃষ্ণমুখে । অর্পণ করেন কন্তু খান কৃষ্ণ মুখে ॥ মধ্যেমধ্যে স্বর্ণভূজারিকাতে পূরিত। উত্তম নিৰ্ম্মল জল পিয়েন বিহিত ॥ নানাবিধ পিষ্টকাদি পূর্ণ কটোরায় । ভোজন করেন কৃষ্ণ অতি মিষ্টতায় ॥ মুমিষ্ট উৎকৃষ্ট মিষ্ট সয়ুত শর্কর । পায়স খায়েল কৃষ্ণ স্বমধুরতর ॥ জিলাপী ফেনিকা আর রোটিক-সহিত । অঙ্গ ঘূতপক নানাবিধ স্ববিহিত ॥ দধিদুখবিকারেতে জাত নানামত। শিখরিণী, অপর মিষ্টায় কব কত । মধ্যে অল্প উষ্ণ সূক্ষ্ম অল্প বিলক্ষণ । ৰটক পপট শাক স্বীপ মুব্যঞ্জন । মধুরামরসপ্রায় গোরস-সাধিত । মরীচাদিচুৰ্ণ জীয়া-লবণ সহিত । অতিমিঃ শিখরিণী অস্তে পুনৰ্ব্বার। षषिद्म गच्छब् झय्] बिकेन एठtझंझ ॥ ঐৰুহম্ভাগবতামৃত 'st) ছিঙ্গ-আস্তে সংস্কৃত তক্র সুমধুর। তোক্তন করায়্যা আম খাইলা প্রচুব। চৰ্ব্বণে উদযুক্ত কষ্ণ অরুণ-অধর। জিহবা গণ্ডস্থল মুখপদ্ম মনোহর । তাহার বিলাসভঙ্গী ভ্রংকু নৰ্ত্তন । আর নয়নপদ্মের মৃত্যের শোভন। তাহার যে শোভা সব হৈল সেইক্ষণে । বাক্য-মনোগোচর লহে ত কদাচনে ॥ তবে গোপী ক্ষীর ঘৃত চিনি পঙ্কধুত । স্বস্ব গৃহ হৈতে আনি মিষ্টান্ন বহুত । যশোদার অগ্রে সেইক্ষণে ধরিলেন । বিচিত্র লীলায় কৃষ্ণ তাহা প্লাঘিলেন । র্তাদিগে রঞ্জিয়া থাইলেন একবার। স্বহস্তে কিঞ্চিত মোরে কারায়্যা আহার ॥ তবে সেই শ্রীরাধিকা অতি মনোহরা। গুটিকা পুরিকা সহ লা দু মনোহর। আনিয়া কৃষ্ণের বামপার্শ্বেতে ধরিলা । নখাঞ্জেতে কৃষ্ণ তার কিঞ্চিত লইলা । আপন জিহবার অগ্ৰে করিয়া ক্ষেপণ। নিম্বমত করিলেন ভঙ্গি ঐবদন ॥ পরিহাস-ভঙ্গীর বিস্তার করিলেন। তাহে ভ্ৰাতা বলরাম অল্প হাসিলেন । পুত্রে তিক্ত দ্রব্য-দান চেতু-যশোদার। হইল ক্রোধিত মন প্রতি শ্রীরাধার। পিতা নন্দ হইলেন সবিস্ময়মন । এ লডভুক নহে ত তিক্ততা কদাচন। শ্রীরাধার সর্থী সকলের পীড়া মনে। তাহার আনীত দ্রব্য তিক্ত কি-কারণে ॥ বিদ্য সখীগণের হৈল হর্ষজাত । পরিহাসে শ্রীরাধার সৌভাগ্য বিখ্যাত । হর্ষ হৈল দ্বেষকারী সপত্নীসবার । তিক্ত অনুমানিয়া অানীত দ্রব্য র্তার ॥ ততঃপরে কৃষ্ণ সেই লড ডুকাদিগণে। রাধাভ্রাতৃবংশজাত আমার ভাজনে ॥ করিলেন নিক্ষেপ অত্যস্ত প্রীতিমনে । সৰ্ব্বোৎকৃষ্টতর বস্থসকল তখনে। পরম-আস্বাদযুগু সেই দ্রব্যচয়। ভোজন করিয়া আমি হইলু বিস্ময় ॥ সরলবুদ্ধিতে রোষ মাতার হইল। তাহে শ্রীরাধার লজ্জাদুঃখ লে জম্মিল । গোপনে কৃষ্ণের প্রতি শ্রীরাখা চাহিল। সে-ভ্ৰভঙ্গ অন্ত গোপী কেহ না জানিল ।