পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ গৃহে যাত্যে ফিরিয়া আসিয়া পুনৰ্ব্বার। সংনিবেশি বালকের বস্ত্ৰ অলঙ্কার ॥ স্নেহভরস্বভাবেতে দুঃখিত হইয়া । শিক্ষা দেন বালকেরে স্বযত্ন করিয়—॥ হে বাছা! দুৰ্গম বনে দূরে না যাইবে । সকণ্টকারণ্যে কভু নাহি প্রবেশিবে ॥ এত কহি মাতা অতি বিনয়সহিত । আপনার শপথ দিলেন বিস্তারিত h নিবৰ্ত্ত হইয়া দুই চারি পদ গিয়া । পুনৰ্ব্বার আইলেন তথায় ফিরিয়া । "ওহে বাপ বলরাম ! সকল সময় । নিজ অম্বুজের অগ্ৰে থাকিবে নিশ্চয় ॥ ঐদামা স্বরূপ-সহ পৃষ্ঠেতে থাকিবে। দক্ষিণেতে অংশু বামে সুবল বৰ্ত্তিবে । কণ্টকৰণননে কিবা ভয়স্তানে আর । যদি যান, নিবারণ করিবে ইহার ॥ রৌদ্রের আতপে ছায়া করিবে নিশ্চয় । ভোজনাদি করাইবে সকল সময় ॥ ইত্যাদি প্রার্থনা দন্তে তৃণ ধরি করি । নিরীক্ষণ করে পুত্রে অতি স্নেহে ভরি ॥ স্নেহভরে ব্যাকুলবুদ্ধিতে যশোমতী । এইমত মুহু কৈলা যাতায়াত অতি ॥ নুতন প্রস্থত গাবী অতিস্বিন্ধ হয় । মাতা স্নেহভরে তারে করিলেন জয় ॥ পায়ে ধরি করি নমস্কার আলিঙ্গন। যশোদারে পুত্র করে বিবিধ ছলন। “সন্ধ্যাকালে আসি মাতা ! খাইবার তরে। দ্রব্য আয়োজন করা উচিত সত্বরে। গৃহকৃত্য আছে মাতা ! করুন গমন । ইত্যাদিক বহু ছল করিয়া তখন। আপন শপথ দিয়া মাতারে তখন । কৃষ্ণচন্দ্র করিলেন যত্বে নিবৰ্ত্তন ॥ যেইস্থলে মাতারে করিলা নিবৰ্ত্তন | অতি উচ্চস্থল সেই নিকট কানন । চিত্রপুত্তলিকান্তীয় মাতা সেইস্থানে । স্তনে ক্ষীর নেত্রে ধারা দেখেন সন্তানে ॥ করেন গোপিকাসব পশ্চাতে গমন । বাম্পেতে সংকুদ্ধকণ্ঠ গদগদ বচন ॥ গানেতে অশক্ত সবে স্থলিতচরণ । অপ্তদৃষ্টি হৈলা—রুদ্ধ আশ্রতে নয়ন ॥ লজাভয়ে করিতে বলিতে কিছু নারে । মগ্ন হৈলা মহাশোকসমূদ্রসম্ভারে । শ্রীমদ্ভাগবত সে শোকের প্রতীকার করণে অক্ষম । বিনা আলিঙ্গনে দুঃখ নহে উপশম । “কেমনে বাচিব' ইত্যাদিকে কহিবারে। নাহি পারে, যাছে কিছু শোকপ্রতীকারে ॥ যথা ( বৃঃ ভাঃ ২!৬ ১৬৭ টাকা )— নিবেদ্য দু:খং সুখিনে ভবতি ॥ ব্ৰজ হৈতে দূরতর গোপিকা আইলা । তাছাদের মনোনেত্ৰ শ্ৰীকৃষ্ণ হরিলা ॥ অতি যত্বে করি তাসবারে নিবৰ্ত্তন । মূহুমুহু ফিরি ফিরি করে নিরীক্ষণ ॥ ব্যগ্রমন কৃষ্ণ ইষ্টপূতের দ্বারায় । প্রেমে স্বয়ং গ্রীবা ফিরি করি দৃষ্টি তায় ॥ বারম্বার আtশ্বাস করেন গোপীগণে । ক্ৰক্ষেপ মস্তককম্প জহবাগ্রে দর্শনে ॥ বল করি লজ্জাভয় তাদের জন্মান। সম্যক স্তম্ভিতা গোপী হৈলা সেইস্থান ॥ যশোদার অগ্ৰে উচ্চস্থানে দাণ্ডাইয়। রোদন করেন প্রাণনাথেরে হেরিয়া ॥ গোপেজ আপনি সুস্নিগ্ধ আশায় । বিশেষত পত্নীর বাৎসল্য দেখি তায় ॥ সৰ্ব্বব্ৰজজনের হেরিয়া স্নেহভর । মৈহাধিক্যপ্রকাশে হুইলা বশীকর। উপনন্দ-আদি পুরোহিতের সহিতে। পশ্চাতে গিয়াও দূরে না পারে ত্যজিতে । গো-মহিষ-মৃগ-খগ-আদির হৃষ্টতা । দেখিয়া কুশল শুভ অত্যস্ত পুষ্টত । অস্তরে প্রকৃষ্ট হৃষ্ট হইয়াও নন্দ । পুত্রবিচ্ছেদকাতহে অতি নিরানন্দ ॥ রামসহ পুত্রে কৈলা পৃথগালিজনে । পুন একবারে আলিঙ্গিলা দুইজনে ॥ করিলেন মস্তকের আভ্রাণ-গ্ৰহণ । স্নেহভরে আর্ত বহু করিলা রোদন ॥ ততঃপরে পুত্র শ্রীনন্েের প্রণমিলা । অনেক আছয়ে কাৰ্য্য তারে দেখাইলা । "ব্রজবালিগণের আশ্বাসন রক্ষণ । মমাগমকালে ব্ৰজে শোভাদিকরণ ॥ ইত্যাদিক বহু কৰ্ম্ম আছে আপনার ।" ইহা কহি প্রস্থাপন করাইল রি। ফিরিয়া শ্ৰীনন্দ কৃষ্ণে করিয়া ঈক্ষণ । সেইস্থানে অবস্থান কৈলা কতক্ষণ ৷