পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Your এমতে প্রবোধ সাত্ব বহু করিলেন । তবু গোপী শোকীর্ণবে মগ্ন হইলেন । কোপের সহিত যশোদারে সেসময় । কহিতে লাগিলা খেদে ব্রজনারীচয়— ॥ রে নিদর্শয়ে । আরে বুদ্ধিবিহীন হইঙ্গে । নিজপুত্র ব্যাভ্রের করেতে সমপিলে ? ॥ কৃষ্ণবিনা শূন্ত এই হইল আলয় । এক তুমি প্রবেশিলে কেমন হৃদয় - ॥ এইমতে যশোদারে নন্দাদিরে আব। নিন্দন করেন গোপী অনেকপ্রকার। অধিক শোকের বেগে আক্রমুরে শাপিয়া । ধাইলেন বেগে গৃহে হৈতে বাহিরিয়া । প্রভুরে আহবান করি করুণা করিয়া । করেন রোদন অতিশোকাৰ্ত্ত হইয়া ॥ প্রিয় কৃষ্ণ রথোপরি আরোহণে স্থিত। নন্দ বলদেব গোপ অক্রুর সহিত । গোপীদের মহাশোক দৃঢ়াঠি রোদনে । কান্দিলা মোহিলা যত ব্ৰজবাসিগণে ॥ ক্ষণে স্বাস্থ্য পাই সেই গোপিকার গতি । গোপীগণে দেখি প্রাপ্ত-শেষদশী অতি ॥ স্বয়ং তাহাদিগে বাচাইবার কারণ। রথ হৈতে লম্ফ দিরা নামিলা তখন ॥ আবুত হইয়া কৃষ্ণ সেই গোপীগণে । অলক্ষিতে কুঞ্জমধ্যে করিলা গমনে ॥ ততঃপরে কংসদূত সুস্থতা পাইয়া । কৃষ্ণচন্দ্রে রথের উপর না দেখিয়া ॥ অস্থতাপ করি বলরামে কহিলেক । ৰাক্যের চাতুৰ্য্যে র্তারে বশ করিলেক । বসুদেব দেবকী যাদব সবাকার । দুঃখ কহিলেক—যে কারণ যাহার । তবে রাম অক্রুরের সহ অন্বেষিয়া। পাইলেন কুঞ্জ পদচিহ্নিত দেখিয়া । গোপীগণে আবৃত শ্ৰীকৃষ্ণেরে দেখিয়া । অবিদূরে বলরাম থাকিলেন গিয়া ॥ আক্রর তখন উচ্চ করিয়া রোদন । কহিতে লাগিলা কৃষ্ণ শুলেন যেমন— 0 বসুদেব দেবকী সুবৃদ্ধ অতিদীন । দুষ্ট কংস নির্ভৎসন করে প্রতিদিন । উঠাইয়া খড়গ নিত্য কাটিবারে চায়। নাগ-শোক-পীড়াসাগরেতে ফেলি তায় ॥ সেই দুইজন তব ভক্ত অতি হয়। ত্যাগ করিবারে কদাচিত যুক্তি নয় ॥ ঐীমদ্ভাগৰত সকল যাদবগণ অনঙ্গালম্বন । দিয়া আছে মম পথমধ্যেতে লয়ন ॥ কংস হৈতে গ্রেস্ত দেববিগ্রাদিকসব। মহা আৰ্ত্ত শোকোত্তপ্ত হত-অtশা হবে। সেই কংসরাজ হয় দেবের মর্দন। নিজ বাহুবল সদা করয়ে শ্লাঘন ॥ নিজ অনুরূপ যেই মহাবলামুর। সেইসব তার সঙ্গী হয় ত প্রচুর। জরাসন্ধ-নরকাদি যত রাজগণে । তাহারে পূজয়ে নাহি মানে কোনজনে ॥ স্বরূপ কহেন—তব শ্ৰীনন্দনন্দন । গোপিকাগণেরে নাহি করিল ত্যজন ॥ কহিতে-কহিতে দস্তে ধরি তৃণচয়। অক্রুর করিল মহা কাকুসমুদয় । পরমোগ্রকর্ম সেই ব্রজনারীগণে । একে-একে প্ৰণমিয়া কহয়ে বচলে— যদুবংশজাত আর যত লোকগণে । ওগো দেবীসব । নাহি কর বিনাশনে ॥ এইসব গোপ কংস হৈতে ধরে ত্রাস । ইহাদের প্রতি কৃপা করহ প্রকাশ ॥ বস্বদেব-দেবকী—কৃষ্ণের মাতা-পিতা । কংস হৈতে রুদ্ধ দীন হও গো রক্ষিতা ॥ গোপিকাগণের ওহে মহাধুৰ্ত্তবর । কংস-অকুবর্তি মিথ্যা প্রলাপ না কর । পিতামাত কোনস্থানে হয় ত ই হার । নন্দ-যশোদার পুত্র প্রসিদ্ধ যাহার। গোকুল গো-কুল আর যত নারীকুল। না মার না মার ইহা কছিলাম মূল । স্বরূপ কহেন—দুষ্টকংসের চেষ্টিত । শুনিয়া হইল কৃষ্ণে ক্রোধ উপস্থিত । বন্ধুগণ-দুঃখ হেতু আপনি যাহার। শ্রবণ করিয়! শেকে হইল প্রচার ॥ মথ রাগমনে দেখি রামের সম্মতি । যেহেতু আছেন মৌনে অক্রুরসংহতি ॥ গোপীসকলের কৃষ্ণ করি আশ্বাসন। কুঞ্জ হৈতে নির্গমন করিলা তখন ॥ তাহাতে অক্রুর অতি হৈয়া আনন্দিত । সঙ্কেত পাইয়া বলরামের ত্বরিত h সেইস্থানে রথ আনিবারে চলিলেন । ধাইয়া বেগেতে বহির্গত হইলেন। মথ রাগমনকারি-কৃষ্ণের নিশ্চয়। মূহুর্তার মুখপদ্ম দেখে গোপীচয় ॥