পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিয়োগ-আনলে ভীতা করিয়া রোদন। পাদপদ্মে পড়ি কৃষ্ণ কহেন বচন— ॥ ওহে নাথ ! না পারিব ধরিতে জীবন। তোমা বিনা অনাশ্রয়ে কভু একক্ষণ ॥ এই নিজদাসীগণে ত্যাগ না করিৰে । লৈয়া চল তথা প্ৰভু ! যেস্থানে যাইবে । তৰ সজলাতহেতু গৃহ হৈল বন । গৃহ বন তব সঙ্গ-অভাব-কারণ ॥ হইল সপত্নীৰঙ্গ সুহৃদে গণন । তব সঙ্গমের সাহায্যতার কারণ । বৈরী হৈল পতিপুত্রাদিক বন্ধুগণ। যেহেতুক কৃষ্ণসঙ্গ করে নিবারণ ॥ ৰিষ হৈল মুখা প্রেমে করিতে ভোজন । জ্যোৎস্না-চনানাদি-মিষ্ট বিষতৃল্য হন। এইহেতু তোমা বিনা অবশ্য মরিব । কদাচিত জীবন ধরিতে না পারিব । ঈষদ্ধাস্তযুক্ত তব মুন্দর আনন। মনোহর পাদপদ্ম উরুদ্বয় হন ॥ বক্ষঃস্থল নানামত শোভাতে পূজিত। কোথাও না দেখি নাছি থাকিবে জীবিত ৷ যদি কহ-আমি শীঘ্র আলিব এথায় । নিশ্চয় জানিছ, শুন উত্তর তাহায়— গোপবিলাসের হেতু তুমি বৃন্দাবনে। সখীর সহিত নাথ । করিলে গমনে ॥ সন্ধ্যাকালে অবশু সে আসিবে আপনে । এই আশে কুচ্ছে দিন করিয়ে যাপনে ॥ কংস দুষ্টজনের আজ্ঞায় তার পুর। দুরে গেলে কংসপ্রিয় সহিত আক্রর। নানাবিধ শঙ্কাতে আকুল হইবারে। প্রবাসাত্তি চিন্ডিয়া বাচিব কি প্রকারে ? ॥ সহঅমুচর সেই কংসের বিনাশে । নাহি জানি তব কত হুইবে আয়ালে। মথুয়ানিবাসিজন-পীড়া-বিনাশনে । না জানিবে কতকাল হবে বিলম্বনে ॥ আমাদের স্থতি তথা হবে না কি হবে । অতএব শীঘ্ৰ আসিবে কিরূপে তবে ॥ স্বরূপ কহেন—তবে এই ত প্রকার । বহু কাকু করিলেন গোপিকা প্রচার ॥ যাহা শুনি সেইস্থানবাণী যতজন । করিয়া রোদন মোহ পাইল তখন ॥ কোনমতে কৃষ্ণ করি ধৈৰ্য আলম্বন । वठकू इहेरक चथं कब्रिब्रा मांजर्मन ॥ ९९ द्वैडूहढांशंदखांबूज Hvð গোপিকার নেত্রজল করিয়! মার্জন । কহিতে লাগিল৷ ইহা গদগদ বচন— সাধু আর মম দ্বেষী—অল্পশক্তি তায় । ংসের বিনাশ আমি করিয়া হেলায় ॥ আইলাম প্রায় আমি প্রতীতি লে ধর । ওহে সখি ! কান্দি অমঙ্গল নাহি কর । স্বরূপ কহেন—তত্র করিলা গমন । গোপপুরোহিত-পশু-দাস-দাসীগণ ॥ অতিবেগে আল্যা নন্দ যশোদা রোহিণী । ভথায় আনিল রথ অকুর সে তিনি। বলদেব-সহ কৃষ্ণ তাহে আরোহিলা। গোপীতে সংলগ্ন দৃষ্টি যত্বে নিবৰ্ত্তিলা। মুগ্ধ বিহুবলিত গোপী কানোন পড়িয়া । নেত্রজলে ধরণী কর্দম হয় গিয়া । তাহা দেখি যশোমতী সকরুণস্বরে। পুনঃ উচ্চ অধিক রোদন তথা করে । মনোদুঃখী নন্দ তারে কহেন সাম্বিয়া । প্রস্তুতার্থসমাধান-নৈপুণ্য দর্শিয়া— কংসের পুরেতে মম হর্ষেতে প্রয়াণ । এইমত তোমরা কদাচ নাহি জান ॥ মিথ্যাভাষী অক্রুরের বাক্যে কদাচিত । অষ্ঠের সস্তান কৃষ্ণে না জানি নিশ্চিত ॥ কোনমতে কৃষ্ণে রাখি ব্ৰজে না আলিব । কার সাধ্য বল করি ইহারে রাখিব ? ॥ মধুপুরে উন্মনা—বিলম্ব না করিব। কংসবধে ব্যাজপ্রাপ্তে ভুলিতে না দিব । জানি কৃষ্ণ বিনা যত ব্ৰজবাসিগণ । জীবন ধরিতে নাহি পারি একক্ষণ। তাহে জান শীঘ্ৰাগত মোরে পুত্রসহ । মুক্ত করি বসুদেব-দেবকী-নিগ্রহ ॥ স্বরূপ কহেন—নন্দরাজ এপ্রকারে । শপথাদি দিয়া আশ্বালিলা যশোদারে। চিত্তে শাস্তি-মত তাহে যশোদা ধরিলা । গোপীগণে বহুতর আশ্বাস করিলা । জলসেক-আদি বহুপ্রকার করিয়া । যত্নে গোপীগণে লইলেন উঠাইয়া । গোপসৰ শকটে করিল আরোহণ । অক্রর শীঘ্ৰতে রথ করিল চালন। গমন করেন কৃষ্ণ দেখি ব্ৰজনারী। কিঞ্চিত বিরহ তার সহিতে না পারি। হাহা উচ্চ নাদে শুষ্ক হইল বদন। অত্যন্ত খলিত হয় পদের গমন।