পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ Պe ভগ্ন কণ্ঠস্বর দীর্ঘরবেতে তখন। মহা-আষ্টি-কাকুযুক্ত করেন রোদন ॥ যায় শব্দে দশদিগ হইল পূরণ । রথের পশ্চাতে গোপী করিল ধাবন ॥ কোনকোন গোপী রথ করিল ধারণ। কেহকেহ অনুমানি আপন মরণ ॥ কিম্বা রথগমন-বিরোধ করিবারে । চক্রের তলেতে পড়িলেন বেগদ্বারে ॥ কেহ কেহ কিছুদূর বাইয়া মোহিলা । কেহকেহ অগ্ৰে যাইবারে না পারিলা । ততঃপরে ধেনু বৃষ বৎস মৃগগণ । অন্ত-অঙ্ক জন্তু যত হৈয়া দুঃখিমন ॥ উচ্চরোদনের অশ্রুজলে ধোঁতানন । থাকিল সকলে রথ করি আবরণ " কোলাহল রব কবি আকুল হইয়া । পক্ষিলব রথোপরি বেড়ায় ভ্ৰমিয়। সেইক্ষণে বৃক্ষজাতি যতেক আছিল । পত্রেব সঞ্চয় সৰ শুষ্কতা পাইল ॥ মহাগিরিসকলের বৃক্ষের সহিত । শিলাসব নিম্নস্থলে হয় ত স্থগিত । নদীর ছইল শুষ্ক জল পুষ্প যত। অতিক্ষীণ উজান বহনে হৈল গত । পরম প্রেয়সী গোপীপ্রভৃতি সবার। অতি দুঃখময়ী দশা দেখিয়া প্রচার ॥ শোকেতে আকুল হৈল কৃষ্ণের মানল। রোধিবারে নারে উচ্চরোদন-বিবশ ॥ অশ্রীধারা অতিশয় হয় ত পতন । তাহার মাজনে ব্যগ্র হইলা তখন ॥ ‘রথ ছৈতে প্ৰভু লস্ট দিয়া পাছে যান।' পুনৰ্ব্বার এ আশঙ্কা করি অনুমান ॥ যদুবৃদ্ধ অবসুর প্রভূরে পৃষ্ঠে ধরে। উৎপ্রেক্ষা করিয়ে এই চিত্তের ভিতরে ॥ “কদাপি মোহেতে পাছে হয় ত পতন ।" এই প্রণয়েতে যেন করিলা ধারণ ॥ মোহ-প্রাপ্ত-মত কৃষ্ণে জানিয়া লক্ষণে । বলরাম নন্দাদির সম্মতে তখনে ॥ রথের ঘোটকগণে করাঘাত করি । অক্ৰুর চালায়্যা দিলা অতিবেগ ধরি ॥ চেতনবিহীন গোপনারী পশুগণ । ইতস্তত পড়িয়া আছয়ে কতজন । তাহাদিগে বজ্জি রথ বক্রগতি করি । বাহির করিলা রথ আক্র-র সত্ত্বরি ॥ ঐীমদ্ভাগবত করিছেন গোপীগণ প্রভূরে দর্শন। কুররীপক্ষীর স্থায় অতি আক্রোশন । নির্দয় আক্রর তথা প্রভুরে হরিল। পক্ষিমধ্য হৈতে শ্রেন যেন মাংস নীল ॥ অ পুরের তাড়নায় রথ-অশ্বগণ । তেন অতি বেগযুক্ত করিল গমন ॥ যেন কোনস্থানে কৃষ্ণ করিল গমন । লক্ষিতে নছিল শক্ত তাহা কোনজন । তবে করিলেন নন্দ-আদি গোপগণ । নিজনিজ শকটেতে বৃষভ-যোজন । তাহার উপরে সবে করি আরোহণ । করিলেন অতিবেগে পশ্চাতে গমন । ব্ৰহ্মত্ত্বদে অঞ্চর করিয়া আনয়ন। বহুবিধ স্তব দ্বারা স্তুতির রচন ॥ অনেক প্রকার নীতিবিস্তার দ্বারায় । করিলেন শ্ৰীকৃষ্ণচন্দ্রেরে সুস্থঙ্কায় ॥ তবে ব্ৰজজনের জন্মিল দশ যেই। শ্রবণে শ্রাবকে তেন দশা দেয় সেই ॥ তাহার কথায় মন হৃদয়-দলন। হাহা বজ্ৰ হয যেন মস্তকে পতন ॥ পরীক্ষিত কহিছেন—শুন মা উত্তরে । । কহিতে-কহিতে এইমত কথা পলে । স্বরূপ করুণস্বরে বাতর-সহিত । উচ্চ কান্দি প্রেমভোলে হৈল মূছান্বিত ॥ শ্রোতা দ্বিজবর র্ষ কথা শুনাইয়া । অতি ক্লেশে ক্ষণে মুস্থ করিলেন নীয়া । পুনশ্চ স্বরূপ প্রেম-গদগদ বচনে । কহিতে আরম্ভ করিলেন ততঃক্ষণে ॥ কিন্তু পুণৰ্ব্বার মোহ করি আশঙ্কন। ত্যজিৎ ৰজের দুঃখ দুর্দশ বর্ণন ॥ কছেন—শ্ৰীকৃষ্ণচন্দ্র মথুরায় গিয়া । মালাকার-বায়ক-কুঞ্জাীিরে তোষিয়া । অমুচর-সহ কংসে করিয়া নাশন। বসুদেব-দেবকীরে করিলা মোচন ॥ কংসের জনক উগ্রসেনে রাজ্য দিলা । সৰ্ব্বদিগ হৈতে যদুগণে আনাইল ॥ কংসের দৌরাত্ম্যে ত্যক্ত ছিল পৌরজন। মিষ্টৰাক্যে সকলে করিলা আশ্বাসন। কংস হৈতে পরম পীড়িত যন্থগণ । কৃষ্ণ ৰাছাদের গতি আর ত জীবন ॥ কংসবন্ধু জরাসন্ধ-আদি-স্বপ-ভয়ে । তথায় থাকিতে কৈলা ৰত্ন অভিশয়ে ।