পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরম কৈৗতুকী কৃষ্ণ তাদের সহিত। বিহরেন জলক্রীড়া করি সুবিহিত ॥ পদ্মপুষ্পে মৃণালসমুহে গাথি হার । সহচরগণে করিলেন সালঙ্কার ॥ সেইরূপ মালাও কৃষ্ণেরে সবে দিলা জল হৈতে তবে সবে উপরে উঠিল। মধ্যাহ্নেতে ভোজন করিতে সেই বনে। যমুনার পুলিন বিস্তীর্ণ মুশোভনে। সখীসহ বসিলেন মণ্ডলী করিয়া । সকলের মধ্যে বলরামে বসাইয়া ॥ নিজনিজ গৃহ হৈতে প্রাতঃকালে যেই। আনিলা অদ্ভুত ভোজ্যদ্রব্য সব সেই ॥ স্বয়ং পরিবেষণ করেন বিলসিয়া । লীলায় রচিত নৃত্যগতিতে ভ্ৰমিয়া । সকল ঋতুতে সেই ফল সব হয় । বৃন্দাবনে নিত্যনিত্য সে ফল জন্ময় ॥ আনিয়া সে ফল সব অতি স্বাদুতরে । ওগো মাতা ! যথারুচি দেন সাহচরে ॥ ফলানাং নামাঙ্কাহ ( বৃঃ ভাঃ ২।৭।৪১)– রসাল-তাল-বিল্বানি বদরামলকানি চ । নারিকেলানি পনস-দ্রাক্ষা কদলকানি চ | মাগরজাণি পীলুনি করীরাশ্যপরাণ্যপি । খঙ্গ রদাড়িমাদীনি পঙ্কানি রসবস্তি চ । ইতি । যেইসব ফল পরিবেশন করিলা । তার মধ্যে কিছুকিছু আপনি লইলা ॥ থাকি তারতার কাছে অচ্যুত খায়েন। সহচরগপেরেও যত্নে খাওয়ায়েন ॥ সখীগণ কিছু খায়্যা মিষ্ট পরীক্ষিয় । উঠিউঠি কৃষ্ণমুখে দেন সাদরিয়া । প্রশংলি কৌশলহাস্তে মধুর চৰ্ব্বণে । নানা মুখভঙ্গে হাসায়েন লখাগণে ॥ নানা প্রেয়দ্রব্য অস্ত্র মিষ্ট তক্র আর । অলাবুপাত্ৰাদি-ধৃত জল যমুনার ॥ পিয়া পিয়াইয়। গোপগণে রমে স্থিত। নানাবিধ-মুখ ফ্রীড়া-কৌতুক-পণ্ডিত । আচমন করিয়া তাম্বুল সুগন্ধিত । আপন-আপন গৃহ হইতে আনীত । ওৰাক-কপুর-আদি মসলা মিলনে । বিভাগ করিয়া কৃষ্ণ খায়েন আপনে ॥ তুলসী মালতী জাতী লবঙ্গ মরিকা। স্বর্ণমুখী খেতযুখী কেতকী ঝিণ্টিক । ২৩ শ্ৰীবৃহদ্ভাগবতামৃত Bዓግ কুন্দ কুজ করবীর মাধবী কাঞ্চন। রক্তপদ্ম শ্বেতপদ্ম পলাশ দমন ॥ কদম্ব বকুল নাগ পুন্নাগ চম্পক । জবা নবমল্লিকা অৰ্জুন পাটলক ॥ কুটজ অশোক নীপ কণিকা মন্দার। প্রিয়ক প্রভৃতি পুষ্প বিবিধপ্রকার । পত্রসহ আনি বিরচিলা সখা যত । বৈজয়ন্তী-বনমালা-আদি নানামত ॥ অগুরু কস্তুরী আর কুঙ্কুম চন্দন। বৃন্দাবন হৈতে সৰে কৈলা আনয়ন। অন্ত সুগন্ধিসহিত করিয়া পেষণ । সকলের অঙ্গ তাহে হইল লেপন। নিকুঞ্জে মুগন্ধি পুষ্প সুবাসিতবরে। মধুকরপুঞ্জ গুঞ্জগুঞ্জ শব্দ করে । নবীন-কোমল-পত্রগুচ্ছে পুষ্পজাতে । রচিত শয্যায় কৃষ্ণ শুইলেন তাতে ॥ প্রিয়সখা শ্ৰীদামের ক্রেগড়ে শির দিলা । পদসংবাহন কেহ করিতে লাগিলা ॥ কেশ প্রসাধয়ে কেহ কর সংবtহয়ে । কেহ গীত স্তব, কেহ পত্রেতে বীজয়ে ॥ মুখকমলের নানা করিয়া বিকার। কৌশলের ভঙ্গী সব তাহাতে প্রচার ॥ হাস্তকেলিদক্ষ সখাগণে মুখ দেন । রামসহ বিশ্রামের কেলি বিস্তারেন। পরে শিঙ্গা-বেণু-নাদে উঠায়্যা গোগণে । গোবৰ্দ্ধননিকটেতে করেন চারণে ॥ শিখণ্ডের চুড়া, হরিতালের তিলক । গুঞ্জামালা-প্রভৃতিতে যতেক বালক। ‘আমি পূৰ্ব্বে আমি পূৰ্ব্বে করিব রচিত।" এত কহি যথারুচি করেন ভূষিত। নুতন আগত জনশৰ্ম্ম বিপ্রবরে। সমর্পণ করি কুষ্ণ স্বরূপের করে। সায়ংকালে পুৰ্ব্বতম ব্রজে প্রবেশিয়া । বিলাল করেন ব্ৰজজনে হর্ষ দিয়া ॥ এইমতে ইতিহাস করি সমাপন। মাতাপ্রতি পরীক্ষিত কহেন বচন— শ্ৰীগোপীনাথের প্রসন্নতা পাইয়াছ। মহাসাধুজনমত-মতি হইয়াছ। আপন প্রশ্নের মাতা ! উত্তর এক্ষণে । আপনি বিচার করি করহ গ্রহণে ॥ পুন পরীক্ষিত মাতৃস্নেহেতে উত্তর। প্রকাশিয়া ফলিতাৰ্থ উপদেশপর ॥