পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે૭ অশক্ত ত্রিপুর-ভেঙ্গে শঙ্কর হইলা । গাবীরূপে স্বধা পিয়া নিস্তার করিলা ॥ বৃকাসুরে বর দিলা—যার শিরে হস্ত— দিবেক, ফুটিয়া যাবে শীঘ্র তার মস্ত ॥ পরে শিরে হস্ত দিতে হৈল ধাবমান । শিবের পশ্চাতে, শিব হৈলা ব্যস্থবান। বহুস্থান ভ্ৰমি গেলা বৈকুণ্ঠভূবনে । তাহা বিনাশিলা হরি করিয়া মোহনে ॥ রাবণেরে দিলা বল পরাক্রম সত্ত্ব । কৈলাস-চালনে সেই হইল প্ৰবৰ্ত্ত । শ্রীরাম-রূপেতে তারে বধি ভগবান। সঙ্কট হইতে শিবে করিলেন ত্রাণ ॥ বাক্যরূপামৃতে র্তারে হষিত করিলা । মমতুল্য তিরস্কার তীরে নাহি দিলা ॥ আপনার অস্তরঙ্গ সদ্ভক্তি-নিচয় । তাছাতে হইয়া বশ কৃষ্ণ অতিশয় ॥ শিবের মাহাত্ম্য ভব-বিস্তার-কারণ । শ্রীপরশুরাম-রূপে কৈলা আরাধন । সমুদ্রমন্থন-কালে কৃষ্ণচন্দ্র ছিলা । তথাপিহ বিবভয় দূর না করিলা ॥ শিবের মাহাত্ম্য অতি করিতে খ্যাপন । প্রজাপতিগণ-দ্বারা কৈলা আনয়ন ॥ ঘোর বিষ শিব-দ্বারা পান করাইল । কণ্ঠদেশে নীলবর্ণ শোভা অতি দিল । অভিষিক্ত কৈলা মহামহিমার ধারে । এই কথা স্বব্যক্ত নাহিক কোথাকারে ? ॥ রুদ্র-বিষয়েতে হরি দয়ালু হয়েন। সকল পুরাণ গান সৰ্ব্বত্র করেন । তুমিও জানহ ইহা—করন স্মরণ । আর সুবিস্তর ইছা কি কব কথন। যদ্যপি শ্রীব্ৰহ্মা রজোগুণে অবতার। স্বষ্টিকৰ্ত্ত—ধার মুখে বেদের প্রচার ॥ তথাপি শ্রীকৃষ্ণভক্তিরল-মুধাময় । দেহ তিঁহ তেঁই হেন করেন বিনয় ॥ শ্রীকৃষ্ণ-ভক্তির এই গুণ সৰ্ব্বদায় । অন্ত হৈতে দীনবোৰ আপনা করায় ॥ এত শুনি নারদ গুরুরে প্রণমিয়া । ঐীমদ্ভাগবত কৈলাস-গমন-হেতু উষ্ঠত হইয়া ॥ এত দেখি নারদে কহেন ব্ৰহ্মা পুনঃ– ওহে বৎস পুত্ৰ ! আরো কহি কিছু শুন— ভক্তিতে কুবের পূৰ্ব্বে করি আরাধনে । বশীভূত করিলেক রুদ্রে যত্বমনে। ব্ৰহ্মাণ্ডের মধ্যে যেই কৈলাস পৰ্ব্বত । কুবেরের অধিকার তাহাতে সৰ্ব্বতঃ ॥ ঈশান-পালক-রূপে বলেন ঈশান । উমার সহিত—অল্প-বিভব-সম্মান ॥ কগুপাদি-আমাদের ভক্তি-বশীভূত। কৃষ্ণ ভগবান যেন হইয়া প্রস্তুত ॥ মমলোকে আর স্বর্গাদিতে নিবসেন। উচিত লীলায় কৈলাসেঞ্চে শিব তেন ॥ কিন্তু যেই শিবলোক হয়েত উপরি । বায়ুপুরাণের মতে কহিয়ে বিস্তারি— পৃথিবীর আবরণ যেই সপ্ত হয়। তাহার বাহিরে মহাদেব-লোক রয়। ব্ৰহ্মাণ্ডের মত নহে কদাপি নশ্বর । আনন্দের পরিপাকরূপ নিত্যতর ॥ মায়িক নহেত—সত্যরূপ সৰ্ব্বদায় । শিবের উত্তম ভক্তে সেই লোক পায় । সমান-মহিমা-শোভা-যুক্ত পরিবার । গণে পরিবৃত—অতি ঐশ্বৰ্য্য-বিস্তার ছত্র-চামরাদি অলঙ্কারেতে শোভিত। দীপ্তিমান আছেন শ্রাউমার সহিত ॥ নিজ ইষ্টদেবতা শ্রীদেব সঙ্কর্ষণ । পূজিয়া না করে কিবা অদ্ভুতাচরণ ॥ শ্রীকৃষ্ণাবতার শিবে তুমি শুদ্ধভক্ত । অতএব তথা যাইবারে হও শক্ত ॥ গমন করিয়া তথা করহ আশ্রয় । সাক্ষাতে দেখিবে কৃষ্ণ-কপা যেন হয় । এইমত শ্রীনারদ হইয়া শিক্ষিত । শিব কৃষ্ণ গান মুনি করি শ্রদ্ধাম্বিত ॥ কৌতুকে শ্রীশিবলোকে করিলা গমন । লোকশিক্ষা লাগি মুনি আনন্দিতমন ॥ শ্রীল-সনাতন-পদে করিয়া প্রণাম । শ্ৰীজয়গোবিন্দ দাস মাগে প্রেমধাম ॥ ইতি শ্রীভাগবতামৃতে ভগবৎকৃপাতর-লিঙ্কারখণ্ডে দিব্যে নাম দ্বিতীয়ো২ধ্যায়ঃ ॥