পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীক্ষহভাগবতামৃত এত শুনি নারদ গুরুয়ে প্রণযিয়া । মারিক নহেত—সত্যরূপ সৰ্ব্বদায়। ಶ್ಗ: শিবের উত্তম ভক্তে সেই লোক পায়। এত জোখ নারদে কহেন ব্ৰহ্মা পুনঃ– ন-মহিলা-শোভা- sওহে বৎস পুত্র । আরো কহি কিছু শুন— ಛಿಛಿ, ভক্তিতে কুবের পূৰ্ব্বে করি আরাধনে। বশীভূত করিলেক রুদ্রে যত্বমনে ॥ ছত্র-চামরাদি অলঙ্কারেতে শোভিত । ব্ৰহ্মাণ্ডের মধ্যে যেই কৈলাস পৰ্ব্বত । দীপ্তমান আছেন ঐউমার সহিত ॥ কুবেরের অধিকার তাঁহাতে সৰ্ব্বতঃ ॥ নিজ ইষ্টদেবতা শ্ৰীদেব সঙ্কর্ষণ । ঈশান-পালক-রূপে বলেন ঈশান । পূজিয়া না করে কিবা অদ্ভুতচরণ ॥ উমার সহিত—অল্প-বিভব-সম্মান ॥ শ্ৰীকৃষ্ণাবতার শিৰে তুমি শুদ্ধভক্ত। কগুপাদি-আমাদের ভক্তি-ৰশভূত। অতএব তথা যাইবারে হও শক্ত ॥ কৃষ্ণ ভগবান যেন হুইয়া প্রস্তুত ॥ গমন করিয়া তথা করহ আশ্রয়। মমলোকে আর স্বৰ্গাদিতে শিবসেন। সাক্ষাতে দেখিবে কৃষ্ণ-কৃপা যেন হয় ॥ উচিত লীলায় কৈলাসেতে শিৰ তেন। এইমত শ্রীনারদ হইয়া শিক্ষিত কিন্তু যেই শিৰলোক হয়েত উপরি। ल করি | বায়ুপুরাণের মতে কহিয়ে বিস্তারি— ব কৃষ্ণ গান মুনি করি শ্রদ্ধাৰিত ॥ পুথিবীর আবরণ যেই সপ্ত হয় । কৌতুকে শ্রীশিবলোকে করিয়া গমন। তাহার বাহিরে মহাদেব-লোক রয় ॥ লোকশিক্ষা লাগি মুনি আনন্দিতমন ॥ ব্ৰহ্মাণ্ডের মত নহে কদাপি নশ্বর। শ্রীল-সনাতন-পদে করিয়া প্রণাম । আনন্দের পরিপাকরূপ নিত্যতর ॥ শ্ৰীজয়গোবিন্দ দাস মাগে প্রেমধাম ॥ ইতি শ্ৰীভাগৰতামৃতে ভগবৎক্ৰপাত্তর-নিৰ্দ্ধারখণ্ডে দিব্যে নাম দ্বিতীয়ো২ধ্যায়ঃ ॥ তৃতীয় অধ্যায় তৃতীয়ে তু শিবেনোক্তং স্বক্ষাবৈকুণ্ঠবাসিযু। যথা কৃষ্ণকৃপাধিক্যং তেভ্য: প্রহ্লাদকে তথা • I ঐনারদ শিৰলোকে করিয়া গমন । দেখিলেন শিৰে কৃষ্ণভাবাৰিষ্ট মন ॥ করিয়া সঙ্কর্ষণদেবের অচ্চন । করেন প্রেমের ভাবে নৰ্ত্তন-কীৰ্ত্তন ॥ নীশ্বর-অাদি নিজ পারিষদ-চয়ে। প্রীতে জয়শব্দ গীত-বাদ্য যে করয়ে ॥ তাছাদের প্রতি শিৰ সন্তুষ্ট হয়েন। সাধু সাধু বলি ভূম্বঃ প্রশংসা করেন। দেবী উমা শুনি পুন করতালী দেন । উাহারে শ্ৰীমহাদেব প্রশংলা করেন। কৃষ্ণের ভক্তাবতার-দেৰ ত্রিলোচন। ষ্ঠায় কাৰ্য্য সদা-কৃষ্ণভক্তিপ্রবর্তন ॥ \ ব্ৰহ্মাছ বটেন শ্রীকৃষ্ণের অবতার। তাহা হৈতে শ্রীশিবের মহিমা বিস্তার। নিজধৰ্ম্মনিষ্ঠ শতশত জন্মে জীবে । আর বশিষ্ঠাদি মুনি ব্ৰহ্মত্ব পাইবে । কিন্তু কোনকালে জীব শিবত্ব না পায় । এহেতু মাহাত্ম্যাধিক সৰ্ব্বশাস্ত্রে গায় ॥ নারদ দেখিয়া শিবে অতি হৃষ্টমন । বীণা বাজাইয়া তারে কৈলা প্রগমন । শ্রীকৃষ্ণুে পরাহীত আপনে। মুহুর্মুহ এই কথা গায়েন তখনে ॥ ব্ৰহ্মার কথিত মহাদেবগুণগণ। স্বস্বয় করিয়া সব করিলা কীৰ্ত্তন ॥