পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3ts. দান ব্ৰত তপ যজ্ঞ এই সভে জানে। আপনে কহিলা ব্যাগ ভারত পুরাণে ॥ আহার শুঙ্গার সভে জীবের ভজলা। ইহার কারণে করে নানা উপাসনা ॥ তুমি যে নিয়ম কৈলে সে হইল বিধি । তে কারণে সংসারে ভ্রময়ে পশুবুদ্ধি ॥ হরি না ভজিয়া জীব সংসারে ভ্রময়ে। তে-কারণে নহে তোমার প্রসন্ন হৃদয়ে ৷ শুন শুন ব্যাস সত্যবতীর নন্দন। হরিনাম হরিকথা হরিসংকীৰ্ত্তন ॥ হরির চরিত্র বিনে না কহিবে আন । জগতে করাহ তুমি হরিগুণ গান। হরিনাম শ্রবণ প্রণাম স্তুতিবাদ । বৈষ্ণব মহিমা কহ বৈষ্ণবপ্রসাদ ॥ হরিভক্তি বিনে আন না কহিবে ধৰ্ম্ম । সৰ্ব্বধৰ্ম্মফল হরি আরাধন-কৰ্ম্ম ॥ এতেক বলিয়া তবে ব্ৰহ্মার ননান । আপনার কহে পূৰ্ব্বজন্ম বিবরণ। দাসীস্বত হয়্যা কৃষ্ণ দেখিলু সাক্ষাতে ॥ হরির কিঙ্কর হৈলু বৈষ্ণবকুপাতে। দাসীস্বত হয়্যা পাইলু কৃষ্ণদরশন। তত্ত্বজ্ঞান উপদেশ কৈল নারায়ণ ॥ এত বাণী বলিয়া নারদ তপোধন । তত্ত্বজ্ঞান উপদেশ দিলা সেইক্ষণ ॥ আপনে সাক্ষাৎ হই প্রভু হৃষীকেশ । ব্ৰহ্মাকে দিলেন ভাগবত উপদেশ ॥ ব্ৰহ্মা নারদের মুখে কৈল সমৰ্পণ । নারদ ব্যাসের মুখে কৈলা আরোপণ ॥ সংক্ষেপে কহিল ভাগবত উপদেশ । বেদব্যাস হই তুমি পঢ়াহ বিশেষ ॥ এতেক বলিয়া মহামুনি তপোধন। অন্তরীক্ষ হয়্যা গেলা ব্ৰহ্মার নন্দন ॥ নট রাগ । জ্ঞান পায়া ধ্যান কৈলা ব্যাস মহামুনি। হৃদয়ে প্রকাশ দিল প্ৰভু চক্রপাণি ॥ হৃদয়কমলে ব্যাস দেখি গঙ্গাধর । প্রেমতাবে পুলকে পুরিল কলেবৰ। লয়নে আনন্দজল গদ গদ বাণী । কৃষ্ণভাবে বাহ পাসরিল মহামুনি ॥ ক্ষপে চিত্ত সমাধিল ব্যাস মহাশয়। নারদরূপায় হৈল ভক্তির উদয় ॥ সত্য ধৰ্ম্ম কৰ্শ্বে আমি জগৎ বান্ধিল । বিষয়লম্পট করি লোক বিনাশিল । বিনে কৃষ্ণ ভজিলে সংলার নাছি ছুটে । ( ১ ) বেদ গৃঢ় করি ভক্তি রাখিল কপটে । ఛ ঐরাগ । তবে সত্যবতী মুত হৈয়া প্রেমভক্তিযুত লোকহিতে চিন্তি পরকার। পরমহংসের মত ভক্তিশাস্ত্ৰ ভাগবত রচিল সকল বেদসার। শুকদেব র্তার স্বত মহাযোগী যোগে রত চলি গেলা তার বাসস্থানে । পঢ়াইয়া ভাগবত বেদব্যাস সত্যন্ত্রত পুন আইলা আপন ভবনে। ব্যাসের নমান যাই রাজা পরীক্ষিত ঠাঞি গঙ্গাতীরে মুনির মগুলে। সভায় ভিতরে বসি গ্ৰছমধ্যে যেন শশী ভাগবত কহিলা সকলে । শুকদেব কৃপা কৈল তথা বলিবারে পাইল পঢ়িল সকল ভাগবত । কহিলু তোমার স্থানে তুমি মহামুনিগণে তবে স্থত হৈলা নিশবদ । শুনিএ শৌনক মুনি সুতের অমৃত বাণী সাধু সাধু স্থতকে বাখানে । পুছিলা বিস্ময়পর শুক মহা যোগেশ্বর কেন গেলা রাজসন্নিধানে ॥ র্তার নাহি দেহুধৰ্ম্ম কেহু নহে ভিন্ন মৰ্ম্ম কোন কাৰ্য্য রাজসম্ভাষণে । দিব্যজ্ঞান মহাশুদ্ধি পঢ়িলে কি তার সিদ্ধি কেন তেঁহ পুরাণ বাখানে। ইহার কারণ স্থত কহ অতি অদভূত আর কথা পুছিব তোমারে। মহা ভাগৰত রাজা জগতে বাহার পূজা ব্ৰজশাপ কে দিল তাহারে। কহু তার জন্ম কৰ্ম্ম শুনিলে বৈষ্ণবধৰ্ম্ম গোবিন্দচরণে হয় মতি। বিস্তারিয়া ভাগবত কহিৰে সকল তত্ত্ব শুনি লোক তরিব দুৰ্গতি। স্থত বলে শুন শুন হেনঞি অনন্ত গুণ মুক্তগণে প্ৰভু গুণ গায়। (১) পরিষৎ কর্তৃক প্রকাশিত পুস্তকের পাঠ,—“কৃষ্ণে না ভজিলে কছু সংসার না টুটে।”