পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSy ভূত তব্য বর্তমানে তুমি সুপণ্ডিত। বাহ আভ্যস্তর গোসাঞি তোমাতে বিদিত । তুমি শুক মহামুনি মহা গুণনিধি । গর্ভবাসে হৈল যার মহাযোগ সিঞ্চি (১) ॥ স্বত্রবন্ধে কছিল প্রথম স্কন্ধকথা । স্বখে যেন শুনে লোক কৃষ্ণ গুণগাথা । ( ১ ) ইহার পর অন্ত পুথিতে নিম্নলিখিত শ্লোকটী उवांtइ ;

  • কহিৰে পরম ধৰ্ম্ম মহা যোগেশ্বর । সুখে যেন তরে জীব এ ভবসাগর ॥*

শ্রীমদ্ভাগবত বুধজনে সতে মোর এই পরিহার । দোষ ক্ষমা করি গুণ করিবে বিচার । কৃষ্ণকথা স্বধা পানে যে করিবে বোধ ( ২ ) সেই সে ভরসা মোর চিত্তের প্রবোধ ॥ কৃষ্ণকথামৃত মহৌষধি জল পানে। তৃপ্তি বা কাহার হয় এ তিন ভুবনে ॥ ভাগবত আচার্য্যের এ সব ভরসা | মুখে ভাগবত শুন ছাড়িয়া দুরাশা ৷ ( ২ ) পাঠাস্তুর,—"কে করে বিরোধ* ইতি শ্ৰীভাগবতে প্রথম স্বন্ধে কৃষ্ণভক্তি তরঙ্গিণী তৃতীযোহধ্যায়: ॥ ৩ ॥ সমাপ্তশ্চায়ং প্রথমস্কন্ধঃ ৷ ১ ৷ ক্রিতীক্ষ্ম ক্ৰন্ধ প্রথম অধ্যায় ইদং সভাসদঃ সৰ্ব্বে দ্বিতীয়স্কন্ধবর্ণনম্ । 临 ভযন্ত সুখিন: শ্রশ্বা যন্ত্রানলামৃতাম্বুধি । সিন্ধুড়া রাগ । রাজার বচন শুনি ব্যাসের নন্দন । কৃষ্ণের মহিমা হৈল হৃদয়ে স্মরণ " নয়নে আনন্দজল পুলকিত অঙ্গে । মজিল ব্যাসের স্বত আনন্দ-তরঙ্গে । বাহ পাসরিল চিত্তে নাহি অবধান । অলপে অলপে কৈল চিত্ত সমাধান । ৰোগাসন করিয়া বসিলা মহাশয় । হরি হরি শব্দ উঠিল জয় জয় ॥ মুনিগণ বদন কটাক্ষে নিরখিয়া । কহিতে লাগিলা শুক সভাতে বসিয়। ধন্ত ধন্ত রাজা তুমি ধষ্ঠ মতিমান । মরণ সময়ে তোমরে হেন দিব্য জ্ঞান ॥ তুড়ি রাগ । শুল শুন মহারাজ শুন সাবধামে । কহিব পরম ধৰ্ম্ম হুরিগুণ-গানে । ৰোগ যজ্ঞ তপ জ্ঞান দান ব্ৰত কহি । তজ পিস্তার মছে হরিভক্তি বহি ॥ সৰ্ব্বভাবে কর যদি গোবিন্দ ভজন । তবে সে সংসার দুঃখ হবে বিমোচন । সকল ধৰ্ম্মের ফল হরি-আরাধন। হরিভক্তি মহাধৰ্ম্ম কহি তে-কারণ ॥ তত্ত্বজ্ঞান বৈরাগ্য ভক্তির পরিকল্প । হরিভক্তি হৈলে তার মিলয়ে সত্বর ॥ হরিনাম হরি গুণ হরিসংকীৰ্ত্তন। গোবিন্দ ভজিলে হয় ভববিমোচল । কেহ পুষ্ণে বলে ব্ৰহ্মা কেহ জ্ঞানময় । কেহ স্থল কেহ স্বাক্ষ করয়ে নির্ণয় ॥ এক কৃষ্ণ লীলা মতে নানা শাস্থে কহে । সে কৃষ্ণ-ভজন বিনে পরিত্রাণ নহে ॥ সাংখ্য যোগ ধৰ্ম্ম শাস্ত্রে এই অবধারি। অখিল জন্মের লাভ যদি বোলে হয়ি ॥ মুক্ত মুনিগণ বিধি-নিষেধ-রহিত । কৃষ্ণগুণ গায় তারা হৈয়া আনঙ্গিত ॥ এমত প্রভুর গুণ শুন ৰূপবর। মুক্তগণ যার ওর্ণ গায় নিরন্তর।