পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি জ্ঞানে স্থপণ্ডিত নাহি কৰ্ম্মলেশ । বাপের নিকটে তবু লৈলু উপদেশ । ভাগবত পঢ়িলু বাপের সন্নিধানে। হরিল আমার চিত্ত কৃষ্ণগুণগানে ॥ সেই ভাগবত রাজা কহিব তোমারে। পরম বৈষ্ণৰ তুমি পুণ্য কলেবরে। জ্ঞানযোগী কর্ণযোগী কৰ্ম্মপরায়ণ । সভার স্বখের হেতু হরি-সংকীৰ্ত্তন। তবে শুন ভাগবত কহিব বিস্তারি । সাবধানে শুন রাজা কুষ্ণে মন ধরি। ( ১ ) দেশাল রাগ । জয় জয় নারায়ণ পরম কারণ । অগার সংসার লয়্যা যায় অকারণ ॥ প্রথমে ধারণ ধ্যান করি মহাশয় । ব্ৰহ্মাও-বিগ্ৰছ পাছে বিরাট নির্ণয় ॥ যেমতে শরীর তেজে যোগী যোগবলে। যেমতে পরম পদ পায় অবচেলে ॥ (২ ) নানা লোকে নানা কামে নানা দেব ভজে । হরিভক্তি মহিমা কছিল যুনিরাজে ॥ শৌনক পুছিলা তৰে স্থত সমিধানে। কি কি জিজ্ঞাপিলা রাজ শুকদেব স্থানে ॥ সে রাজ) পরম ভাগবত মহামতি । হরিকথা ছাড়ি আন নাহি অবগতি বালক্রীড়া কালে কৈল কৃষ্ণলীলা-কেলি। লে কেন পুছিব আন কৃষ্ণকথা ছাড়ি ॥ কৃষ্ণকথা বিনে যার যত যায় কাল । দিননাথ বৃথা আয়ু হরয়ে তাহার ॥ যদি বল সভে জীয়ে নিবন্ধ অবধি ! তৃণ গাছ জীয়ে তার আছে কোন সিদ্ধি। যদি বল তৃণ গাছে নাহিক চেতন । পশুপতি খায় ধায় কি গুণ কল্পনা ৷ কুকুর শূকর উস্ত্র গর্দভ সমান। যার কর্ণে নাহি যায় হরিগুণগান ৷ গর্ভ তুল্য তার দুই শ্রবণ-বিবর। কেশবচরিত্র যার নছিল গোচর ॥ যে জিহবায় গোবিন্দমহিমা নাহি গায় । ভেক-জিহা সদৃশ লে কিবা গুণ তায় । ৰিচিত্র মুকুট পাগ যেৰ শিরে ধরে। ( ১ ) জন্য পুপির পাঠ,— "ভবে শুক ভাগবত কহেন বিচারি। गांवषांप्न सप्न ब्रांब कुहक मन पब्रि ॥" ( २ ) •ा?ांख्द्र,-"kवाप्नदरब्र" । স্ত্রীকৃক প্ৰেমতরঙ্গিণী వీఫిటె পরংভার সে যদি প্রণাম নাছি করে। ( ১ ) কঙ্কণ ভূষণ ভূজে সেবা নাহি করে। কেবল মড়ার হাথ আছয়ে বিফলে ৷ বৈষ্ণব বিষ্ণুর মূৰ্ত্তি না দেখে নয়নে। ময়ুর পাখার চক্র (২) জানিহ সমানে ॥ ষে চরণে হরিক্ষেত্র না গেল চলিয়া । বৃক্ষমূলে আছে যেন ভূমিতে পড়িয়া । বৈষ্ণব চরণগুলি যে না নিল মাথে। জীয়স্তেই মরা তাথে জানিছ সাক্ষাতে ॥ শিলাতে অধিক তার কঠিন হৃদয় । হরিনামে নহে যদি বিকার উদয় ॥ তবে শুকে কি পুছিল রাজা পরীক্ষিত । কি তার উত্তর দিলা শুক সুগণ্ডিত । বৈষ্ণব সভায় কৃষ্ণকথার প্রচার। তে-কারণে সুত তোমা পুছি বারেবার ॥ তবে স্বত কহিতে করিল অনুবন্ধ। শুকদেব পরীক্ষিতে যে হৈল প্রসঙ্গ । তবে রাজা জিজ্ঞাসিলা শুকের চরণে । কিরূপে ভকতি গোসাঞি হয় নারায়ণে ॥ জগতের উতপতি কে করে পালন । কে করে প্রলয় হেন বিবিধ রচন ৷ এ সব কহিবে গুরু হিত-উপদেশ । তোমার প্রসাদে যেন জানিঞে বিশেষ । নানা মুক্তি ধরি প্রভু করে নানা কেলি। কিমতে বিবিধ লীলা করে বনমালী ৷ আপনে নিগুণ হই সগুণ বিহার। এক হয়ে নানারূপে করে অবতার ॥ কহ শুক এ সব তোমাতে মুগোচর। তোমার প্রসাদে যেন জানিঞে সকল । রাজার বচন শুনি শুক মহাশয় । কৃষ্ণভাবে পুলকিত চকিত হৃদয় ॥ পুনঃপুনঃ প্রণাম করিয়া নারায়ণে । পুরুষ সংবাদ শুক কহে আদি হনে ॥ গৌড় মল্লার রাগ । পূক্লবে নারদ গেলা ব্ৰহ্মার সদনে । ব্ৰহ্মা তপ করেন দেখিল তপোধনে । বিস্ময় হইল মুনি দেখি প্রজাপতি। কি তপ করেন ব্রহ্মা কাহাঁর ভকতি । ( ১ ) অন্য পুথিয় পাঠ,— "ভার বহে যদি কৃষ্ণে প্রণাম না করে।" (২) পাঠান্তর,-“চক্ষু" ।