পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গতাগত শ্রম আর সহিব তোমার। আজ্ঞা লৈয়া চল তুমি স্বষ্টি করিবার। চারি শ্লোকে ভাগবত কহিলু সংক্ষিপে । এই তত্ত্বজ্ঞান ব্ৰহ্মা জানিহ স্বরূপে ॥ পৃষ্টিকার্ষ্যে চল তুমি চিন্তা নাহি কর । তত্ত্বজ্ঞান করি এই ভাগবত ধর । তুমি স্বষ্টি কর ব্রহ্মা এক মন চিতে। তবে ত তোমার চিত্ত ন যাব বিপথে ॥ এতেক বলিয়া দেবদেব নারায়ণ । অন্তরীক্ষ হয় তবে চলিলা তখন । কানাড়া রাগ । দেখরে দেখরে স্বন্দর যদুনন্দনা। ইন্দ্ৰনীলমণি কিরে এ খাম বরণ ॥ ধ্রু ॥ কৃষ্ণের চরণে ব্ৰহ্মা করিয়া প্রণাম । সৃষ্টি করিবার তরে গেলা নিজ স্থান ॥ পুরুবে যেরূপে ছিল কল্প বিকল্পনা । সেইরূপে কৈল ব্রহ্মা জগত রচনা ৷ তবে মহা যোগেশ্বর নারদ কুমার। ব্ৰহ্মার সদনে গেলা তত্ত্ব জানিবার ॥ তবে ভাগবত ব্ৰহ্মা কহিল তাহারে । আপনে কহিল যাহা দেব দেবেশ্বরে। দশবিধ লক্ষণ পুরাণ বেদসার । ব্ৰহ্মামুখে জানিলেন নারদ কুমার। নারদ ব্যাসেরে তবে কৈল উপদেশ। ব্যাসে আমা পঢ়াইল করিয়া বিশেষ । সেই তাগবত আমি কহিব তোমারে । সাবধান হয়্যা তুমি শুন ৰূপবরে। সর্গ বিসর্গ স্থান পোষণ ধারণ। কৰ্ম্ম-বাসন মন্বস্তর বিবরণ ॥ ঈশ্বরচরিত মুক্তি প্রলয় আশ্রয়। দশবিধ কছিল লক্ষণ পরিচয় ॥ জীবের স্বরূপ গতি বন্ধবিমোচন । ষেরূপে তত্বের গতি মায়ার জনম। সত্ত্ব রজ তম তিন গুণ উতপতি । ষেরূপে বিরাটরূপ হৈলা মুরপতি ॥ যেরূপে স্বজিল জল এ মহীমণ্ডল । মদ নদী স্থাবর জঙ্গম চরাচর ॥ শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ు తలి ষেরূপে সাগর গিরি পাতাল কল্পনা । যেরূপে উপরে সাত লোকের রচনা ৷ দেবতা দানব নর কিন্ত্রর বানর। স্বর সিদ্ধ মুনি মনু যক্ষ বিদ্যাধর ॥ নগ নাগ কিম্পূরুষ গুহক চারণ। ভূতপ্ৰেত পিশাচ রাক্ষস দুষ্টগণ ॥ পশু পক্ষ খগ মৃগ কীটাদি পতঙ্গ। চতুৰ্ব্বিধ জীব জাতি সিংহ ও মাতঙ্গ ॥ জল স্থল পাতাল সকল লোকবাণী ॥ একে একে স্বজিল যতেক জীবরাশি । এইরূপে স্বজে হরি সকল সংসার। প্রলয় সময়ে করে জগত সংহার। নানারূপ ধরি হরি করয়ে পালনে । তবে পায়ুকল্প কহি শুন সাবধানে ॥ পুছিল শৌনক:তবে স্বত সন্নিধানে। কেনে ঘর ছাড়িয়া বিদুর গেলা বনে। সে হেন সম্পদ কেনে ছাড়িল বিছুরে। কিরূপে চলিলা তঁহ তীর্থ করিবারে ॥ মৈত্রেয় মুনির সহে কোথা দরশন। কি কাজে একত্র হৈলা দুহার মিলন । ( ১ ) কি কথা কহিল মুনি বিদুরের স্থানে। এ সব কহিবে স্থত শুনে মুনিগণে ॥ তবে স্থত কহিতে করিল অতুবন্ধ। যেরূপে মৈত্রেয় সহে বিছরপ্রসঙ্গ । এই কথা জিজ্ঞাসিলা রাজা-পরীক্ষিৎ । শুক মুনি কহিলা করিয়া বিস্তারিত। কহিব তোমারে রাজা শুন সাবধানে। বিদুর মৈত্রের-কথা বিদিত ভুবনে । কহিল দ্বিতীয় স্কন্ধ কথা সমাধানে ॥ ভক্তিযোগ কহি ষাথে নানা উপাখ্যানে ॥ ধন্ত পুণ্য পাপহর জগত-পবিত্র । ভব-বন্ধ-বিদারণ গোবিন্দচরিত্র । মুখে ভাগবত লোক বুঝিব কারণে। গীতবন্ধে ভাগবত কহে সমাধানে ॥ ধীরশিরোমণি শ্ৰীগদাধর জানে ॥ ভাগবত-আচার্য্যের মধুরল-গানে। ( ১ ) অন্ত পুথির পাঠ,— “কি কাজে একত্রে তঁহি হুহঁরি মলন" ইতি শ্ৰীভাগবতে দ্বিতীয় স্বন্ধে প্রেমতরঙ্গিণী দ্বিতীয়োংখ্যায়ঃ ৷ ২ ৷ সমাপ্তশ্চায়ং দ্বিতীয়ঃ স্কন্ধঃ ৷ ২ ৷