পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মশাপ ছলে হরি যছকুল হরে। বৈকুণ্ঠ বিজয় তবে কৈলা যদুবরে। উদেশ না জানে যার ভব আদি সুরে। কে জানে কিরূপে হরি কোন কর্ম করে। কৰ্ত্তা নহে কৰ্ম্ম করে আজ জঞা জন্ম । কে জানে কিরূপে হরি করে কোন কৰ্ম্ম । অমুর বধিতে জন্ম বসুদেবঘরে । পলায়্যা গোকুলে যার কংসামুরডরে । আর এক দুঃখ মোর শুন মহামতি । বাপের চরণ ধরি করয়ে কাকুতি ॥ বসুদেব দেবকীর ধরিয়া চরণ। আপনার অপরাধ করায় খণ্ডন ॥ শরণ পশিয়া তার চরণকমলে । কেব। দুঃখ লাষ্টি তরে এ তব সংসারে । সাক্ষাতে দেখিলে তুমি আর অদভূত । কি কাজে কিঙ্কর হৈল অৰ্জুনের দূত । শিশুপাল করিয়া অশেষ অপরাধ । চরণে প্রবেশ কৈলা দেখিলা সাক্ষাৎ ॥ ভারতে যতেক দৈত্য পড়িল সমরে । মুখচন্দ্ৰ দেখি গেলা বৈকুণ্ঠ নগরে । উগ্ৰসেন সাক্ষাতে দাগুয়্য বনমালী । ভয় করি আজ্ঞা মাগে কর জোড় করি ॥ কালকূট স্তন পান পূতনা করায়। সে হেন রাক্ষসী হয়্যা মাতৃপদ পরায় । যত দৈত্যগণ মৈল সমর ভিতরে । তারা সে বৈষ্ণব বড় মোর চিত্তে ধরে । গরুড় বাহন হরি দেখিয়া সাক্ষাতে । সবংশে বৈকুণ্ঠে চলি গেলা সেই পথে । সে সব কহিতে মোর মনে দুঃখ উঠে। স্মঙরি প্রভুর গুণ মোর প্রাণ ফাটে। আর কি কহিব কথা শুন হে বিছর। প্রাণ হরি লৈয়া প্ৰভু গেলা নিজপুর। গোধন চরায় হরি গোপবেশ ধরি। গোপশিশু সঙ্গে করি করে নানা কেলি ॥ বিবিধ দানব মারে বিবিধ প্রকারে । দাবাগ্নি করিয়া পান গোকুল উদ্ধারে । দুষ্ট নাগ দমিয়া পাঠাইল আন স্থান । যমুনার জল কৈল অমৃতসমান । যজ্ঞ ভঙ্গ করিয়া ইন্দ্রের ভাঙ্গে পূজা । করে গিরি ধরিয়া রাখে গোকুলের পূজা ॥ রাসকেলি করে ব্ৰজ-রমণীমণ্ডলে । ” অখিল ভুবনে অনুপাম রূপ ধরে। শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ૨ ૧4 কংস মারি উগ্রসেনে অভিষেক করে । গুরুসেবা লওয়াইতে গেলা গুরুঘরে। রাজচক্র জিলিএ ক্লক্সিণী দেবী হরে। সাত বৃষ বন্ধি নাগ্রজিতী বিভা করে। এইমতে অষ্টদেবী বিবাহ করিয়া । যোল সহস্ৰ কস্তা আর আনিল হরিয়া ॥ নয়ক মারিয়া তার পুত্রে কৈল রাজা । স্বর্গে গেলা ইন্দ্রদি দেবেতে কৈল পূজা ॥ পারিজাত আনিলা জিনিয়া দেবগণে । কল্পতরু আরোপিলা দ্বারকা ভুবনে ॥ ষোড়শ সহস্র রূপ ধরি এক কালে । ষোড়শ সহস্ৰ বিভা কৈলা যদুবরে। ষত যত পরচণ্ড দৈত্য অধিকারী । জরাসন্ধ আদি সব মারিল মুরারি ॥ যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডবের সঙ্গে । ফুৰ্য্যোধন সহে কৈল বৈর অন্ত্রবন্ধে ॥ হরিলা সকল ভার এই লক্ষ্য করি । সত্যের পালন তবে করিলা শ্ৰীহরি। যুধিষ্ঠিরে রাজা করি নিজ অধিকারে । অশ্বমেধ যজ্ঞ করাইল তিন বারে ॥ শাসিয়া সকল দিল মেদিনীমণ্ডল । পৃথিবীর রাজা দিল করিয়া কিঙ্কর। উত্তরার গর্ভয়ক্ষা সত্যের পালন । দ্বারকা চলিয়া তবে আইলা নারায়ণ । রাজরাজেশ্বর হই দ্বারকামণ্ডলে । গৃহধৰ্ম্মমুখ করি বুঝাল্যা সংসারে ॥ প্রকৃতি-পুরুষপর পুরুষ পুরাণ। গৃহধৰ্ম্ম কৈলা যেন জীবের সমান । কত কোটি স্বত দণর কে জানিতে পারে কত কত যজ্ঞ দান কৈলা ঘরে ঘরে । কত কৰ্ম্ম কত রূপ কৈল একবারে । দ্বারকার সম্পদ শ্রীতির অগোচরে ॥ তিলেক সকল নাশ কৈলা যদুবর। সাগরে মজিলা তবে দ্বারকা নগর । ব্ৰহ্মশাপ ছল করি তেজি নিজ পুরে। প্রভাসে আসিয়া প্র ঃ বুলক্ষয় করে ॥ মছুকুল সংহার করিয়ী যোগেশ্বরে । বীরসেন করিয়া বসিলা তরুতলে । বৈকুণ্ঠনাথের হৈল বৈকুণ্ঠ বিজয় । মুরগণে জানিলেন প্রভুর হৃদয় ॥