পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশবিধ ইঞ্জিয় দেবতা দশজন ॥ এ সব একত্র হই করিব স্বজন । অহঙ্কারে একৰে লহিল কোন জন ॥ তারা যদি না পারিল স্বষ্টি করিবারে। কৃষ্ণেরে প্রণাম কৈল কর যুড়ি শিরে ভকতি প্ৰণতি স্তুতি কৈল নানা ভাবে । সৰ্ব্বভাব করিয়া ভজিলা সৰ্ব্ব দেবে ॥ কালরূপ ধরিয়া অনস্ত হৃষীকেশ । সভার হৃদয় মাঝে কৈলা পরবেশ ॥ তবে তারা সতে মেলি হৈল একমতি । স্বজিল ব্ৰহ্মাও নানা বিচিত্ৰ শকতি ॥ ব্ৰহ্মাও মজিল তবে প্রলয়সাগরে। সহস্ৰ বৎসর হৈল জলের ভিতরে । তবে প্ৰভু ধরিয়া বিরাট কলেবর । ব্ৰহ্মাও স্থাপিলা তুমি জলের উপর ॥ আপনে প্রবেশ কৈলা বাহ অভ্যস্তরে । সুদৃঢ় ব্রহ্মাগু হৈল কৃষ্ণশক্তি বলে। তাহার ভিতরে হল ব্রহ্মাদি কল্পনা । এ চৌদ্দ ভুবন আর বিবিধ রচনা ৷ চন্দ্র স্বৰ্য্য পুরন্দর যম হুতাশন । কুবের ঈশান মৃত্যু ( ১ ) বরুণ পবন । স্বর সিদ্ধ নাগ নর যক্ষাদি কিন্ত্রর। নক্ষত্র সকল আর সাধ্য বিদ্যাধর ॥ ( ১ ) পাঠাস্তর,—"বসু" । --F---— ঐকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী १०१ স্বরাম্বর মুনিগণ গন্ধৰ্ব্ব খেচর । পশু পক্ষ খগ মৃগ জল স্থলচয় । অশেষ বিশেষ জন্তু নানা চরাচর । সকল স্বজিল প্রভু ব্ৰহ্মাণ্ড ভিতর ॥ মুখে হৈতে ব্রাহ্মণ স্বজিলা স্বরপতি । বাহুমূলে ক্ষত্রিয়ের করিলা উতপতি। বৈহু জাতি উরু স্থলে কৈলা উতপন্ন। পদযুগে শূদ্ৰজাতি করয়ে স্বজন । সৰ্ব্ব বর্ণ সৰ্ব্ব ধৰ্ম্ম আশ্রম আচার। স্বজিলা সভার বৃত্তি আহার বিহার ॥ শস্ত্র শাস্ত্র নানা বিস্কা শিল্প ব্যবহার। সৰ্ব্ব জীব জীবন-উপায় পরকার । কোটি কোটি ব্ৰহ্মাণ্ড স্বজয়ে এইরূপে। কে জানে কেমন কৰ্ম্ম করে কোনরূপে । কহিল তোমারে কিছু বুদ্ধি অনুসারে । সকল কহিব হেন শক্ত কেবা ধরে ॥ ভাগবত-আচার্য্যের মধুর বচন । উদ্দেশে কহিলু কিছু বৃষ্টিনিরূপণ ॥ শুনিলে দুরিত হরে পুণ্য উপচয়। বিষ্ণুলোকে বাস তার ঘুচে ভবভয় । ধীরশিরোমণি শ্ৰীগদাধর জান । ভাগবত আচার্য্যের মধুরল-গান ॥ তি শ্ৰীভাগবতে মহাপুরাণে তৃতীয় স্কন্ধে প্রেমতরঙ্গিণী প্রথম च्वक्ष]क्रि: । * ।। ড়িতেীয় জাংTয় ( বরাড়ী ) রাগ । ) কোন কৰ্ম্মে দেবদেব হয় পরসন্ন । কোন কৰ্ম্মে করিব গোবিন্দ আরাধন । ভক্তি জ্ঞান বৈরাগ্য কহিবে যে গগতি । জ্ঞান দান দিঞা মোর ঘুচাহ দুৰ্ম্মতি ॥ কহিতে লাগিলা তবে মুনির প্রধান। ধষ্ঠ পুরুবংশ (১) যাথে তুমি উপাদান। এতেক শুনিঞ তবে বিদুর সুধীর । নম্বনে আনন্দজলে পুলক শরীর ॥ তবে আর জিজ্ঞালিলা মুনি সন্নিধানে। প্রণত কন্ধয় হই পুছিলা বিধানে । অজ নিরঞ্জন হরি নিগুণ বিহার । লে কেন শরীর ধরি করে অবতার ॥ দান যজ্ঞ ব্ৰত বিধি নান বর্ণ ধৰ্ম্ম । জীৰগতি কহিবে সকল গুণ কৰ্ম্ম । ( ১ ) পাঠাত্তর,—"পুণ্যবংশ"।