পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরুষ অর্চন মৌন জিনিব আসন । বিষয় বিমুখ করি ইঞ্জিয় রক্ষণ ॥ সমাধি ধারণা থ্যান ধৈৰ্য্যাবলম্বন ৷ গোপীনাথ-লীলা ধ্যান শ্রবণ কীৰ্ত্তন। এতরূপে বশ করি মন জুরাচীর । কেশ্বৰ-চরণে ধরি করিব নিবার। চিণ্ডিব প্রভুর দুই চরণকমল । ধ্বজ বজ্রাঙ্কুশ বিরাজিত মনোহয় ॥ উন্নত লোহিত বিললিত নখপাতি। ভকত হৃদয়-তম হরে যার জ্যোতি ॥ যার পদৰেীত জল শিব ধরি শিরে। শিৰপদ পাই শিব হৈলা মহেশ্বরে ॥ লে পদপঙ্কজ ধ্যান করিব বিশেষে । ভকত দুরিত-শেল খণ্ডন কুলিশে । এইরূপ নিরস্তর চিস্তিব শ্ৰীহরি। বৈকুণ্ঠে চলিব তবে ভবসিন্ধু তরি। তৰে আর কহি কথা শুন সাবধানে । বহুবিধ ভক্তিযোগ কহিব বিধানে ॥ দম্ভ মাৎসর্য্য হিংসা করিয়া সন্ধান । ক্রোধভাবে যেবা ভজে হয়্যা হীনজ্ঞান ॥ তামস ভকত তারে জানিব বিচারি। বৈষ্ণৰ ছাড়িয়া আন কহিতে না পারি ॥ ধন পুত্র সম্পদ বাঞ্জিয়া ভজে হরি। সে ভকত জানিহ রাজস অধিকারী ॥ সৰ্ব্বকৰ্ম্ম তেজি কিবা করে আরোপণ । যে ভজে কেশব সে সাত্বিক মহাজন ॥ কৃষ্ণগুণ শুনি চিত্ত দ্রবয়ে যাহারে। সৰ্ব্বভাব উদয় করয়ে একিকালে ॥ কৃষ্ণপদে অবিচ্ছিন্ন যার মন ধায়। শতমুখে গঙ্গা যেন সাগরে মিলায়। নিগুণ ভকত তারে বলি মহাশয় । চারি ভেদে কছিল ভকতপরিচয় ॥ সালোক্য সান্ধপ্য সাষ্টি সামীপ্য মুকতি । দিলেহো না লয় যার নিগুণ ভকতি ॥ হেন ভক্তিযোগ মাত কছিল তোমারে । অবিদ্যা বিনাশ করি কৃষ্ণ দিতে পারে ॥ স্বধৰ্ম্ম করিব জীৰ তেজি কৰ্ম্মফল। পরিচর্য্যা করিয়া ভজিব গদাধর। কৃষ্ণমূৰ্ত্তি দরশন পূজন বন্দন ॥ ভতি ভক্তি করিয়া ভজিৰ নারায়ণ ॥ সৰ্ব্বভূতে বৈসে হরি করিব ভাবনা। সৰ্ব্বলোক না করি অসত্য সম্ভাষণা । গ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 는 দেখিয়া বৈষ্ণব-মুক্তি করিব সম্মান । দীনহীন দেখিয়া করিব জ্ঞান-দান ॥ সমান জনের সঙ্গে করিব মিতালী । যোগধৰ্ম্ম যোগকথা কহিৰ বিচারি। হরিনাম হরিগুণ হরীসংকীৰ্ত্তন। থাকিব বৈষ্ণবজন সঙ্গে অন্ধুক্ষণ ॥ কৃষ্ণকৰ্ম্ম নিরবধি করে সাবধানে । ভক্তিযোগ হয় তার পায় নারায়ণে ॥ চারিভেদে ভক্তিযোগ কহিলু তোমারে। এক ভক্তি হৈলে জীৰ হেলে ভব তরে ॥ আর এক কহি মাতা শুন তত্ত্বকথা । না বুঝে প্রভুর লীলা শঙ্কর বিধাতা । সৰ্ব্বসুখ মিলিব খণ্ডিব দুঃখভারে । এই সে কারণে জীব নানা কৰ্ম্ম করে। অধ্রুব শরীর গৃহ স্বত বিত্ত দার। অধ্রুব সকল মুখ অঞব সংসার ॥ এই ধ্রুব মানিএা করয়ে নানা কৰ্ম্ম । নানা যোনি ভ্ৰমে জীব ভূঞ্জয়ে অধৰ্ম্ম। দেখিয়া কুমতি তার প্রভু নরহরি। তিলেকে সকল হরে কালমুক্তি ধরি। নারকী নরক ভূঞ্জে তথি মুখ ভাণে। কুযোনি-জনম সেই মুখ করি মানে ॥ সাধুসঙ্গ সাধুসেবা ন কৈল ৰিচারি। কুটুম্বে আসক্তি করি না ভজিল হরি। গৃহ দার মুত বিত্ত চিস্তা অতিশয়। কুটুম্ব-ভরণ-হেতু আকুল হৃদয় ॥ নানা পাপ কৰ্ম্মে ধন করে উপার্জন । নানা ছঃখ তাপে করে কুটুম্ব পোষণ। দুঃখ-নিবারণ-হেতু যে যে কৰ্ম্ম করে। সেই সেই মুখ হেন তার চিত্তে ধরে । বিচারে দেখয়ে নহে দুঃখ প্রতিকার। মানয়ে কুমতি মুখ সুখ আপনার ॥ নানা দুঃখ করি ধন উপার্জন করে। সে ধন বিনাশ হৈল কোন পরকারে । পুন ধন অরজিতে করয়ে সন্ধান । ধনের কারণে তেজে আপনার প্রাণ ॥ দৈবক্রমে লৈল তার যদি ধনযোগ । হেনকালে উপজিল নানা দুঃখ রোগ ॥ আছুক পুষিব সুত দীর পরিজন । করিতে না পারে নিজ উদর-ভরণ ॥ জরা পরবেশ করি হরয়ে গেয়ান । কম্পে থর থর অজ করে বকখান ।